বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonali Chowdhury: মা-কে হারালেন সোনালি চৌধুরী, ‘আমার লাইফ সাপোর্ট হারিয়ে ফেললাম’-আক্ষেপ নায়িকার

Sonali Chowdhury: মা-কে হারালেন সোনালি চৌধুরী, ‘আমার লাইফ সাপোর্ট হারিয়ে ফেললাম’-আক্ষেপ নায়িকার

সোনালি চৌধুরী মাতৃহারা 

Sonali Chowdhury: মা-কে হারালেন ‘বোধির মা’ সোনালি চৌধুরী। হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই প্রয়াত হন অভিনেত্রীর মা, বয়স বয়েছিল ৭০ বছর। 

মাতৃহারা অভিনেত্রী সোনালি চৌধুরী। সোমবার রাতে মাতৃবিয়োগ হয়েছে অভিনেত্রীর। এই মুহূর্তে জি বাংলার ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। শ্যুটিং সেটেই ছিলেন সোনালি। হঠাৎ খবর পান হৃদরোগে আক্রান্ত মা। সব ফেলে ছুটে যান হাসপাতালে, ততক্ষণে সব শেষ। মা-কে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী। 

আকস্মিক এই ঘটনায় ভেঙে পড়েছেন বোধির মা। এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, ‘আমার মায়ের ইচ্ছাতেই অভিনয়ে আসা।….আমার লাইফ সাপোর্টটাই হারিয়ে ফেললাম।’ কথা বলতে বলতে কান্নায় গলা বুজে আসে সোনালির। অভিনেত্রীর গলায় আক্ষেপের সুর। জানালেন, ‘একদম সময় দিল না। অসুস্থতার খবর পেয়ে ছুটে এলাম, এসে দেখি মা নেই। ৭০ বছর বয়সে চলে গেলেন, এটা যাওয়ার বয়স হল? মায়ের ডায়ালিলিস চলত ঠিকই। কিন্তু উনি অ্যাক্টিভ ছিলেন। নিজের হাতেই এই বছরও লক্ষ্মীপুজোর সব জোগাড় করেছেন’। 

সোনালির কাছে মা-ই ছিল সবচেয়ে কাছের বন্ধু। মা-কে হারিয়ে কান্না থামছে না সোনালির। পুরোনো স্মৃতি ভিড় করে আসছে বারবার। উল্লেখ্য, মঙ্গলবার মাতৃবিয়োগ হয়েছে অভিনেত্রী দেবশ্রী রায়েরও। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় প্রয়াত হন আরতি দেবী। 

 প্রসঙ্গত, গত বছরই পুত্র সন্তানের মা হয়েছেন সোনালি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’র সঙ্গে পর্দায় ফিরেছিলেন সোনালি। এরপর জি বাংলার ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’র সঙ্গে ডেলি সোপের জগতে ফেরেন অভিনেত্রী। 

বন্ধ করুন