টলিপাড়ায় এখন বিয়ের মরশুম। একের পর এক অভিনেত্রীকে বিয়ের পিঁড়িতে বসতে দেখা যাচ্ছে। এরই মাঝে এল আরও একটা সুখবর। শোনা যাচ্ছে, এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী। টলিপাড়ার অন্দরে খবর, নতুন সম্পর্কে জড়িয়েছেন দেবশ্রী। তাই নাকি বিয়ের আয়োজনও চলছে, তবে সবটাই চুপিচুপি।
সূত্রের খবর, দেবশ্রীর হবু স্বামী নাকি ব্যবসায়ী। যদিও তাঁকে নিয়ে বিশেষ কথা বলতে রাজি নন দেবশ্রী। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি বিশেষ মুখ খুলতে চান না। তবে শোনা যাচ্ছে, দেবশ্রীর হবু স্বামীর সঙ্গে নাকি টলিপাড়ার বিশেষ কোনও যোগ নেই।
প্রসঙ্গত, দু'বছর আগে ২০২১-এ বিয়ের পিঁড়িতে বসেছিলেন দেবশ্রী গঙ্গোপাধ্যায়। দেবশ্রীর দ্বিতীয় স্বামী অমিত ভাটিয়া ছিলেন পাঞ্জাবি। মাত্র ২৮ দিন প্রিম করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দেবশ্রী। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। তিক্ততার সঙ্গেই সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। অমিতের বিরুদ্ধে বধূ নির্যাতন, প্রতারণা সহ একাধিক অভিযোগ এনেছিলেন দেবশ্রী।
এদিকে দেবশ্রীর প্রথম বিয়ের সঙ্গে তাঁর এক ছেলে রয়েছে। সেই ছেলে এই মুহূর্তে বিদেশে পড়াশোনা করছে। মাঝে মধ্যে কলকাতায় আসে সে। এতদিন তাই একা একাই কাটাচ্ছিলেন দেবশ্রী গঙ্গোপাধ্যায়। এবার শোনা যাচ্ছে তিনি নিজের মনের মতো সঙ্গী খুঁজে পেয়েছেন। তাই খুব শীঘ্রই বিয়ে করবেন তাঁরা।
এদিকে প্রথমদিকে শুধুমাত্র শুভশ্রীর দিদি হিসাবেই তাঁকে চিনতেন সকলে। যদিও কর্মক্ষেত্রে দেবশ্রী গঙ্গোপাধ্যায়ও নিজের একটা ব্যবসাও রয়েছে। আর এখন অভিনেত্রী হিসাবেও নিজের পরিচিতি তৈরি করেছেন দেবশ্রী। ‘আবার কাঞ্চনজঙ্খা’ ছবিতে অভিনয়ের পর এই মুহূর্তে বাংলা ধারাবাহিকে দেখা যাচ্ছে দেবশ্রীকে। 'জল থই থই ভালোবাসা' ধারাবাহিকে অপরাজিতা আঢ্যের বোনের ভূমিকায় দেখা যাচ্ছে দেবশ্রীকে। আর এবার নিজের জীবনকেও নতুন করে সাজাতে চলেছেন দেবশ্রী গঙ্গোপাধ্যায়।