টি২০ বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। তাঁর সঙ্গে সহ অধিনায়ক হিসেবে থাকবেন হার্দিক পান্ডিয়া। কিন্তু রোহিতের পর ভারতীয় দলের ব্যাটন থাকবে কার হাতে উঠবে, এই প্রশ্নই এখন সর্বত্র। অনেকেই চেয়েছিলেন যশপ্রীত বুমরাহ এই পদ সামলান, কিন্তু তাঁকে পিছনে ফেলে অধিনায়ক পদের জন্য এগিয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া। এরই মধ্যে বড় তথ্য সামনে আনলেন প্রাক্তন জাতীয় নির্বাচক এমএসকে প্রসাদ। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, হার্দিক পান্ডিয়া বা রবীন্দ্র জাদেজাদের কাউকেই অধিনায়ক করার কথা ভাবেনি বোর্ড। তাঁদের প্রথম পছন্দ ছিল বিরাট-রোহিত পরবর্তী অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারকে। একান্তই পারফরমেন্সের নিরিখে, কিন্তু শ্রেয়স চোটের কারণে এবং পারফরমেন্সে খামতির জেরে পিছিয়ে পড়ে।
আরও পড়ুন-IPL 2024-বিশ্বকাপে ১১ জনেই খেলতে হবে,ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে অখুশি মিচেল স্টার্ক
চলতি বছরে বারবার বিতর্কে জড়িয়েছেন শ্রেয়স আইয়ার। বোর্ডের স্পষ্ট নির্দেশ সত্বেও রঞ্জি ট্রফিতে খেলেননি কেকেআর অধিনায়ক। এরপর বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ পড়েন তিনি। এবারে আইপিএলে তিনি ব্যাটেও খুব বেশি রান পাননি, ১০ ম্যাচ থেকে করেছেন ২৫৭ রান। কিন্তু অধিনায়ক হিসেবে তিনি সফল। এই মূহূর্তে তাঁর দল রয়েছে দ্বিতীয় স্থানে। ১০টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচেই জিতেছে কলকাতা নাইট রাইডার্স। এবার শ্রেয়সেরই প্রশংসা করে প্রাক্তন নির্বাচক প্রধান, এমএসকে প্রসাদ জানাচ্ছেন, ভারতের অধিনায়ক হিসেবে বিসিসিআইয়ের চিন্তাভাবনায় ছিলেন শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন-IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের
প্রাক্তন জাতীয় নির্বাচক প্রসাদ বলছেন, ‘ হার্দিক বা জাদেজার থেকে বেশি শ্রেয়সকে আমরা তৈরি করার চেষ্টা করেছিলাম অধিনায়ক হিসেবে, কারণ ও একটা পদ্ধতির মধ্যে দিয়ে এসেছিল। ইন্ডিয়া ‘এ’ দলকে নেতৃত্ব দিয়ে অধিকাংশ সিরিজেই জিতিয়েছিল শ্রেয়স। বিরাট, রোহিতের পরবর্তী অধিনায়ক হিসেবে ওকে বেছে নেওয়া হয়েছিল, কারণ ওর মধ্যে সেই দক্ষতা ছিল। এমনকি ঋষভ পন্তের আগেই ওকে বেছে নেওয়া হয়েছিল। ওর সব থেকে সৌভাগ্যের বিষয় ছিল রিকি পন্টিং যখন দিল্লি ক্যাপিটালসের হেড কোচ ছিল, সেই সময় ও দিল্লি দলের অধিনায়ক হওয়ার সুযোগ পেয়েছিল। ফলে পন্টিংয়ের থেকেও অনেক কিছু শিখতে পেরেছিল শ্রেয়স। কিন্তু দুর্ভাগ্যবশত পন্ত আসায়, শ্রেয়সকে বেশিদিন অধিনায়ক পদে রাখেনি দিল্লি, কিন্তু ও বুদ্ধিমানের কাজ করেছে কলকাতায় অধিনায়ক হিসেবে চলে এসে’।
আরও পড়ুন-IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার
২০২২ সালে কলকাতা দলে নেয় শ্রেয়সকে। এরপর চোটাঘাতে বেসামাল হয়ে পড়লেও, অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন নিজের সেরাটাই দিয়েছেন মাঠে। খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়াও ভালো তাঁর। শ্রেয়সের প্রশংসা করে প্রাক্তন জাতীয় নির্বাচক আরও বলেন,' আসতে আসতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সাবলীল হচ্ছে আইয়ার। অধিনায়কত্বের শুরুর সময়টা ভালো টিম ম্যানেজমেন্ট খুব দরকার হয়। কলকাতা নাইট রাইডার্সের থেকে পুরো সমর্থন পাচ্ছে। আশা করা যায় আগামী দুই তিন বছর শ্রেয়সের অধিনায়কত্ব আরও ক্ষুরধার হবে'।