বাংলা নিউজ > বায়োস্কোপ > Adipurush box office day 8: হলে আর আসছে না লোক, বাতিল হচ্ছে শো, কত আয় করল প্রভাস-কৃতি-সইফের আদিপুরুষ?

Adipurush box office day 8: হলে আর আসছে না লোক, বাতিল হচ্ছে শো, কত আয় করল প্রভাস-কৃতি-সইফের আদিপুরুষ?

৮ নম্বর দিনে কত আয় আদিপুরুষের?

দ্বিতীয় শুক্রবারে এসে আরও কমল আদিপুরুষের ব্যবসার অঙ্ক। দেখুন কত কোটি ঘরে তুলল ওম রাউতের ছবি। 

৫০০ কোটি বাজেটের ‘আদি পুরুষ’-এর সঙ্গে যে এমন হতে পারে তে বোধহয় কেউ স্বপ্নেও ভাবেনি। মুক্তির দিনে যেখানে ওম রাউত পরিচালিত এই সিনেমা ব্যবসা করেছিল ১৪৫ কোটির, সেখানে দ্বিতীয় শুক্রবারে এসে ছবির ব্যবসা নেমে এল মাত্র ৩ কোটিতে। যা দেখে মাথায় হাত হল মালিকদের।

প্রভাস, কৃতি শ্যানন, সইফ আলি খান অভিনীত সিনেমাটি তার প্রথম সপ্তাহে মাত্র ২৬০ কোটি টাকা সংগ্রহ করেছে। শুক্রবার সেই খাতায় যোগ হল ৩.২৫ কোটি। যা বিগ বাজেট ও তারকা খচিত সিনেমা হিসেবে নামমাত্র। 

প্রথমে ছবির নির্মাতারা নিজেরাই দাবি করেছিলেন ‘রামায়ন’ নিয়ে আসছেন তাঁরা আদিপুরুষ-এর মাধ্যমে। প্রথম দিন হলে পৌঁছতেই দর্শকদের চক্ষু ছানাবড়া। মহাভারতের সঙ্গে কোনও সম্পর্কেই যেন নেই। সোনার লঙ্কা এখানে কালো। ভগবান হনুমানের মুখের ভাষা শুনে অনেকেই কানে আঙুল দিয়েছিলেন। আর ভিএফএক্সের কথা যেন যত কম বলা হয় ততই ভালো। ব্যস আর কী! ধীরে ধীরে লোক কমতে শুরু করে হলে। আর বর্তমানে তো পরিস্থিতি এমন হয়েছে যে কম দর্শক থাকায় হল মালিকরা শো বাতিল করতে বাধ্য হচ্ছেন। 

Sacnilk.com-এর একটি প্রতিবেদন অনুসারে, আদিপুরুষ ভারতে তার অষ্টম দিনে সমস্ত ভাষা মিলিয়ে আনুমানিক ৩.২৫ কোটি উপার্জন করেছে। আর এই টাকা জুড়ে সিনেমার দেশে উপার্জিত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ২৬৩.১৫ কোটি। 

বিশ্বব্যপী ৪০০ কোটির ঘর ছাড়িয়ে গিয়েছে আদিপুরুষ। এখন দেখার ছবি তৈরির বাজেট অন্তত ওঠে কি না বক্সঅফিস থেকে। 

শুক্রবার মুম্বইয়েক গেইটি গ্যালাক্সি সিনেমা হলের নির্বাহী পরিচালক মনোজ দেশাই আদিপুরুষ নির্মাতাদের সমালোচনা করে বলেন, ‘এই সিনেমা বানানোর জন্য ওদের জেলে যাওয়া উচিত। ’তিনি এএনআই-কে বলেন, ‘এই লোকগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ছবিটি হিন্দুদের অনুভূতিতে আঘাত করেছে। যারা ছবিটি তৈরির সঙ্গে জড়িত, বিশেষ করে লেখক মনোজ মুনতাশির, তাদের জেলে পাঠানো উচিত।’

হল মালিকদের ক্ষতির কথা বলতে গিয়ে মনোজ দেশাই জানান, ‘দর্শকরা এই ছবি প্রত্যাখ্যান করেছে। গতকাল আমাদের দুটি শো বাতিল করা হয়েছিল এবং আজ আমাদের ম্যাটিনি শোগুলি লোকমুখে ছড়িয়ে পড়া খারাপ প্রতিক্রিয়ার কারণে বাতিল করতে হয়েছে। এই সিনেমাটি খুব শীঘ্রই প্রেক্ষাগৃহ থেকে সরানো হবে। আমরা ভাবিনি যে এটা নিয়ে এরকম ফলাফল দেখব। শুধু আমাদের নয়, যে সমস্ত প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে সমস্ত হলের মালিকরা বড় ক্ষতির মুখে পড়েছেন।’

 

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক রাশির কেমন কাটবে আজ? রইল ১৭ সেপ্টেম্বরের রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ বিশ্বকর্মা পুজোয় কারা লাকি? বিশ্বকর্মা পুজোয় ছুটি বাংলার ব্যাঙ্কে? সরকারি অফিস খোলা? রইল কলকাতা মেট্রোর সূচি ‘কর্মবিরতি তুলছি না, নতি স্বীকার সরকারের,’ জানালেন জুনিয়র ডাক্তাররা, বাজল ঢাক হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১, আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,কিছু দাবি মানলেন মমতা,কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.