Adipurush: 'আদিপুরুষ' ঘিরে লখনউ, বারাণসীতে ধুন্ধুমার কাণ্ড, অযোধ্যায় উঠল নিষেধাজ্ঞার দাবি
Updated: 19 Jun 2023, 06:12 PM IST'আদিপুরুষ' ছবি ঘিরে দেশজুড়ে লঙ্কাকাণ্ড চলছে। সিনেমা দেখতে গিয়ে বজরংবলীর মুখে ডায়ালগ শুনে বহু লোকজন ক্ষোভ উগরে দিয়েছেন। আর তারপরই দেশের বিভিন্ন প্রান্তে জ্বলছে প্রতিবাদের আগুন। 'আদিপুরুষ' ছবি ঘিরে বিক্ষোভ শুধু লখনউতে নয়, উত্তরপ্রদেশের অযোধ্যা, বারাণসীতেও চলে প্রতিবাদ।
পরবর্তী ফটো গ্যালারি