বাংলা নিউজ > বায়োস্কোপ > Adrit-Srijla: ‘দু’বার আমাকে মেরেও ফেলেছে…', সৃজলার নায়ক হয়ে টেলিভিশনে ফিরছেন? জবাব আদৃতের

Adrit-Srijla: ‘দু’বার আমাকে মেরেও ফেলেছে…', সৃজলার নায়ক হয়ে টেলিভিশনে ফিরছেন? জবাব আদৃতের

কামব্যাকের জল্পনা উড়ালেন আদৃত 

Adrit Roy on TV comeback: ‘মন ফাগুন’-এর পিহুর সঙ্গে জুটি বেঁধে এসভিএফ-এর নতুন মেগার ফিরছেন আদৃত? প্রশ্ন ঘিরে তোলপাড় টেলিপাড়া, অবশেষে নীরবতা ভাঙলেন উচ্ছেবাবু। 

‘মিঠাই’ শেষ হতে না হতেই বড়পর্দায় জার্নি শুরুর ধামাকা খবর শেয়ার করেছিলেন সৌমিতৃষা, তবে নায়ক আদৃতের কামব্যাকের অপেক্ষায় দিন গুণছে ভক্তরা। এর মাঝেই গত কয়েকদিন ধরে টেলিপাড়ায় জোর গুঞ্জন এসভিএফ-এর নতুন মেগায় সৃজলা গুহর সঙ্গে জুটি বেঁধে ছোটপর্দায় ফিরছেন উচ্ছেবাবু। বড় পর্দায় অভিনয়ে হাতেখড়ি হয়েছিল আদৃতের, তবে টেলিভিশন তাঁকে আকাশছোঁয়া জনপ্রিয়তা দিয়েছে। তাই ছোটপর্দাতেই নাকি নতুন শুরুর প্রস্তুতিতে নায়ক। কিন্তু সত্যি কি তাই? এই নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেতা।

ফেসবুক পোস্টে আদৃত এই জল্পনা উড়িয়ে দেন। জানান, এই খবর ভুয়ো ও ভিত্তিহীন। লেখেন- ‘অনেকেই আমার থেকে জানতে চাইছেন আমি আরেকটি টেলিভিশন শো করছি কিনা। অনেক নিউজ পোর্টাল তো সেই নিয়ে খবরও লিখে ফেলেছেন। যাঁরা চিন্তিত তাদের বলি, দয়া করে এইসব খবরগুলোকে ইগনোর করুন, যেমনভাবে আমি করি। গত বছর দু’বার এবং এই বছর একবার ওরা আমাকে মেরেও ফেলেছে। সপ্তাহখানেক আগে আমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে এমন কথাও লেখা হচ্ছে। আর এবার বলা হচ্ছে, আমি নতুন টেলিভিশন শো করছি, যে ব্যাপারে আমি কিছুই জানি না। হয় তাঁদের সূত্র একদম বেঠিক, নয় তো তারা আমাকে বড্ড বেশি ভালোবাসে। যাই হোক, দুইক্ষেত্রেই আমি তাদের চেষ্টার প্রশংসা করতে চাই কারণ পিছনে এতটা সময় তারা ব্যায় করছে।

শুভাকাঙ্খীদের উদ্দেশে আদৃতের বার্তা, ‘আমি একদম ঠিক আছি। এবং নতুন কিছুর প্রস্তুতি নিচ্ছি, খুব শীঘ্রই ঘোষণা করব! আর এই পেজটাই একমাত্র সেই জায়গা যেখানে আমি সবার সঙ্গে সংযোগস্থাপন করি, এখানেই তোমরা আমার সম্পর্কে সব সঠিক খবর পাবে (জানি একটু কম অ্যাক্টিভ, ক্ষমা করো)। দয়া করে পোর্টালের খবরে কান দিও না… ওরা সবটাই ভিউজের কথা মাথায় রেখে করে… আমি ওদের সম্মান করি…. অনেক ভালোবাসা’।

মিঠাই শেষ হওয়ার পরে নিজের মতো করে সময় কাটাচ্ছেন আদৃত। বন্ধুদের সঙ্গে পাহাড়ে বেরিয়ে এসেছেন। গত কয়েক মাস ধরেই নায়কের ব্যক্তিগত জীবনও রয়েছে চর্চায়। প্রেম ভাঙা থেকে কৌশাম্বির সঙ্গে নতুন সম্পর্কে জড়ানো, সব নিয়েই আলোচনার শেষ নেই। সম্পর্কে থাকার কথা নিজের মুখে স্বীকারও করে নিয়েছেন আদৃত। 

আদৃত-সৃজলা জুটিকে একসঙ্গে দেখবার কথা ভেবেই উত্তেজিত ছিল অনুরাগীরা, সেই ভাবনায় আপতত ব্রেক। তবে আদৃতের সুখবের অপেক্ষায় সকলেই। 

 

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.