বাংলা নিউজ > বায়োস্কোপ > Sohail-Seema: ফের ডিভোর্স সলমনের পরিবারে! আরবাজের পর ভাঙছে সোহেলের বিয়ে,২৪ বছরের দাম্পত্যে ইতি

Sohail-Seema: ফের ডিভোর্স সলমনের পরিবারে! আরবাজের পর ভাঙছে সোহেলের বিয়ে,২৪ বছরের দাম্পত্যে ইতি

ডিভোর্সের আবেদন জানালেন সোহেল-সীমা

২৪ বছর দীর্ঘ বিয়ে ভাঙছে সলমন খানের ছোট ভাই সোহেল খানের। সূত্রের খবর, শুক্রবার মুম্বইয়ের এক আদালতে ডিভোর্সের মামলা দায়ের করেছেন সোহল ও সীমা। 

সোহেল খানের দাম্পত্য সম্পর্ক বছর কয়েক ধরেই টালমাটাল ছিল। এক ছাদের তলায় থাকতেন না খান পরিবারের এই দুই সদস্য। এবার কাগজে-কলমেও আর স্বামী-স্ত্রী হিসাবে থাকছে চান না তাঁরা। টাইমস অফ ইন্ডিয়া সূত্রে খবর ডিভোর্সের আবেদন জমা দিয়েছেন সোহেল খান ও তাঁর পত্নী সীমা খান। ২৪ বছরের দাম্পত্য ভাঙছে অবশেষে। এদিন মুম্বইয়ের এক পারিবারিক আদালতে হাজির হয়েছিলেন দুজনে, তবে একসঙ্গে নয় আলাদা আলাদাই দেখা গেল তাঁদের। 

ইটাইমস-কে ফ্যামিলি কোর্টের এক সূত্র জানিয়েছে, ‘আজ সোহেল খান এবং সীমা সচদেব আদালতে হাজির হয়েছিলেন। তাঁরা ডিভোর্সের আবেদন জানিয়েছেন। এটা মিউচুয়াল ডিভোর্স হতে চলেছে'। 

বিবাহবিচ্ছেদের ব্যাপারে এখনও কোনওরকম আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি দুজনে। ১৯৯৮ সালে সোহেল আর সীমা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের দুই সন্তান, নির্ভান এবং ইয়োহান। ২০১৭ সালে প্রথম তাঁদের ডিভোর্সের গুঞ্জন শোনা গিয়েছিল। এরপর নেটফ্লিক্সের শো ‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এ স্পষ্ট হয়েছিল এক ছাদের তলায় থাকেন না তাঁরা। 

এই নিয়ে খান পরিবারে দ্বিতীয়বার বিয়ে ভাঙছে। এর আগে আরবাজ খান ও মালাইকা আরোরা তাঁদের দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছিল ২০১৭ সালে, পাঁচ বছর পর ছোট ভাই সোহলের ঘরও ভাঙছে। 

 

বন্ধ করুন