বাংলা নিউজ > বায়োস্কোপ > ছেলের মতো বাবারও দুটো বিয়ে! ৯ বছর পর ছোট পর্দায় রণজয়, সঙ্গী শ্যামৌপ্তি-মধুরিমা

ছেলের মতো বাবারও দুটো বিয়ে! ৯ বছর পর ছোট পর্দায় রণজয়, সঙ্গী শ্যামৌপ্তি-মধুরিমা

আসছে নতুন ধারাবাহিক..

ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। অভিনেত্রী সোহিনী সরকারও অভিনয় করছেন এই ধারাবাহিকে।

৯ বছর পর ছোটপর্দায় ফিরছেন রণজয় বিষ্ণু। লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরছেন তিনি। আসন্ন ধারাবাহিকে জেদী, একগুয়ে আইপিএস অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। অভিনেত্রী সোহিনী সরকারও অভিনয় করছেন এই ধারাবাহিকে। 

ধারাবাহিকের কাহিনি, চিত্রনাট্যে লীনা গঙ্গোপাধ্যায়। প্রযোজনায় ম্যাজিক মোমেন্টস। পরিচালনায় শৈবাল বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য গত বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর থেকে ধারাবাহিকের গোটা টিম রয়েছে দার্জিলিং-এ। এই ধারাবাহিকে রণজয় বিষ্ণু ও সোহিনী সরকার ছাড়াও রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়, অম্বরিশ ভট্টাচার্য, শ্যামৌপ্তি মুদলি, মধুরিমা বসাক, বিশ্বাবসু।

লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যে, আর চরিত্রের জন্য ছোটপর্দায় অভিনয় করতে রাজি হয়েছেন রণজয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। এই ধারাবাহিকে একটু কড়া ধাঁচের চরিত্রে দেখা মিলবে অভিনেতার। ধারাবাহিকের প্লট অনুযায়ী নায়কের প্রথম বিয়ে খুব অল্পদিনের স্থায়ী। পরে তার জীবনে যে আসবে সে তার চরিত্রের একেবারেই বিপরীত।

রণজয় বিষ্ণুর বিপরীতে ধারাবাহিকে অভিনয় করবেন শ্যামৌপ্তি। একজন শিক্ষিকার চরিত্রেই দেখা মিলবে তাঁর। অন্যদিকে, ধারাবাহিকে অভিনেতার প্রথম স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন মধুরিমা বসাক। অভিনেতার বাবার চরিত্রে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়ের। ধারাবাহিকের গল্প অনুযায়ী তাঁরও দুটো বিয়ে। তিনিও প্রথম বিয়েকে মন থেকে মুছে দিতে পারেননি। সবমিলেয়ে এই ধারাবাহিক দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারবে তা দেখার।

 

 

বন্ধ করুন