স্টার জলসার ‘আলতা ফড়িং’-এর গল্পে এখন মেজর টুইস্ট। মোড় ঘোরানো ট্র্যাক হাজির ফড়িং-এর জীবনে। গত কয়েকদিন ধরেই টেলিপাড়ায় জোর গুজব রটে যায়, সিরিয়ালের হিরো অর্ণবের জায়গা নিতে চলেছেন ‘গঙ্গারাম’ অভিষেক বসু। পরে অর্ণব নিজেই জানান, ব্যক্তিগত কারণে সিরিয়াল থেকে কিছুদিনের ব্রেক নিতে চলেছেন তিনি। পরিবর্ত নয়, নতুন চরিত্রে আসছেন অভিষেক। সেইমতো অভিষেক বসুর আগমনও হয়েছে ফড়িং-এর জীবনে।
তবে শেষ নয় এখানেই। ফড়িং-এর জীবনে আরও এক নতুন চরিত্র আসছে। সেই ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মৌলী দত্তকে। সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের নতুন প্রোজেক্টের ঘোষণা সেরেছেন মৌলী। টেলিভিশন জগতের পরিচিত মুখ মৌলী। এর আগে ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে দেখা মিলেছিল তাঁর। এই সিরিয়ালের হাত ধরেই তাঁর পরিচিতি, এবার নতুন ভূমিকায় থাকছেন তিনি।
বিসর্জনের সময় তলিয়ে গিয়েছে অভ্র। ‘ব্যাঙ্কবাবু’কে না পেলে ফড়িং বাড়িতে ঢুকতে দেওযা হবে না ফড়িং-কে স্পষ্ট জানিয়ে দেয় শাশুড়িমা। এরপর রাস্তায় দিকবিদিক শূন্য হয়ে ঘুরতে থাকা ফড়িং-ফের মুখোমুখি হয় অভিষেকের। চিকিৎসার পর ফড়িং-কে নিয়ে নিজের বাড়িতে হাজির সে। আজকের এপিসোডে উঠে আসবে সেই পর্ব। ‘আলতা ফড়িং’-এ অভিষেকের বোনের চরিত্রে থাকছেন মৌলী। প্রাথমিকভাবে মনে হচ্ছে ইতিবাচক চরিত্রেই থাকবেন মৌলী। দুঃসময়ে ফড়িং-এর ত্রাতা হবে অভিষেক, এবং তাঁদের রসায়ন নিয়েই আপতত এগোবে এই কাহানি।
‘আলতা ফড়িং’-এ কবে ফিরবেন অর্ণব তা স্পষ্ট নয়। ব্রেক নেওয়ার ব্যাপারে অভিনেতা জানিয়েছেন, ‘ব্যক্তিগত কারণে সিরিয়াল থেকে সরে এসেছি। আমাকে অন্য জায়গায় সময় দিতে হচ্ছে। ক্রাইসিসের মধ্যে রয়েছি। প্রযোজকের কাছে কৃতজ্ঞ, আমাকে সিরিয়াল থেকে অব্যাহতি দিয়েছে বলে’।