মাস খানেক আগেই ‘কাঁচা বাদাম’ গান চুরির অভিযোগ এনে ফের সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন ভুবন বাদ্যকর। বীরভূমের কুড়ালজুলির এক সাধারণ বাদাম বিক্রেতা থেকে দেশ-দুনিয়ার 'ভাইরাল সেনসেশন' ভুবন বাদ্যকর ভুগছেন চরম অর্থকষ্টে। সেই কথা নিজের মুখেই জানিয়েছিলেন বাদাম কাকু। ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট তাঁর হাত থেকে ফসকে যাওয়ায় মহাবিড়ম্বনায় পড়ার কথা জানিয়েছিলেন ভুবন বাদ্যকর। অবশেষে ভাগ্যদেবী সহায় হলেন বাদাম কাকুর।
এবার গান নয়, অভিনয়ের জগতে আত্মপ্রকাশ হচ্ছে ভুবন বাদ্যকরের। জানা গিয়েছে, ১লা এপ্রিল থেকে শুরু হতে চলা এক সিরিয়ালে বাবার ভূমিকায় দেখা যাবে ‘কাঁচা বাদাম’ খ্যাত শিল্পীকে। এতদিন গায়ক হিসাবেই ছিল তাঁর পরিচিতি, ‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হওয়ার পর রিয়ালিটি শো-এর মঞ্চেও দেখা মিলেছে তাঁর। ‘দাদাগিরি’ থেকে স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’র স্টেজে দেখা গিয়েছে তাঁকে, তবে এবার সরাসরি অভিনয়ে ভুবন বাদ্যকর।
নিজের এই নতুন ইনিংস নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ভুবন বাদ্যকর। তিনি জানিয়েছেন, মাস তিনেক আগে শ্যুটিং করেছেন তিনি। সিরিয়ালে তাঁকে মেয়ের বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। প্রেম করে বিয়ে করতে চায় মেয়ে, কিন্তু বাধ সাধবে বাবা। সেই নিয়েই এগোবে গল্প। মোট দু-দিন অভিনয় করেছেন ভুবন বাবু, এর বিনিমেয় চল্লিশ হাজার টাকা পরিশ্রমিকও পেয়েছেন। বাদাম কাকুর কথায়, ‘মানুষের আর্শীবাদেই আমার গান সবার মন ছুঁয়েছে। আমি সবার সামনে গান গাইবার সুযোগ পেয়েছি, আগামিদিনে অভিনয়ে সুযোগ এলে নিশ্চয় অভিনয় করব’।
‘আমার কাছে নাইগো ভুবু ভাজা বাদাম..’, গেয়ে বীরভূমের এই সাধারণ বাদাম বিক্রেতার জীবনে সুদিন ফিরেছিল। লাখ লাখ টাকা খরচ করে দুবরাজপুরে কোঠা বাড়ি বানিয়েছেন ভুবন বাদ্যকর। তবে গত মাসেই জানা যায়, সেই বাড়িতে থাকতে পারছেন না গায়ক ও তাঁর পরিবার। চাঁদা শিকারিদের ‘অত্যাচারে’ ভাড়া বাড়িতে গিয়ে উঠেছেন। পাশাপাশি ‘কাঁচাবাদাম’ গানের কপিরাইট নিয়ে আদালতে মামলাও ঠুকেছেন। ভুবন বাদ্যকরের অভিযোগ বীরভূমের এক মিউজিক স্টুডিওর মালিক নামমাত্র টাকায় তাঁকে ঠকিয়ে এই গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে। ‘গোধূলিবালা মিউজিক’-এর কর্নধার গোপাল ঘোষ অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন। এই মামলায় নিষ্পত্তি কবে হবে সেটা দেখার, তবে অভিনেতা হিসাবে ভুবন বাদ্যকরের নতুন ইনিংসের দিকে মুখিয়ে সকলে।