বাংলা নিউজ > বায়োস্কোপ > Ajay Devgan: ভয়ে গায়ে দেবে কাঁটা, ভূত দেখার অভিজ্ঞতা ভাগ করে নিলেন অজয় দেবগন

Ajay Devgan: ভয়ে গায়ে দেবে কাঁটা, ভূত দেখার অভিজ্ঞতা ভাগ করে নিলেন অজয় দেবগন

ভূত দেখার অভিজ্ঞতা ভাগ করে নিলেন অজয় দেবগন। 

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে অজয় দেবগনের শয়তান ছবির ট্রেলার। যা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। আর তারই মাঝে নিজের ভূত দেখার অভিজ্ঞতা ভাগ করে নিলেন কাজলের বর। 

ভূতের গল্প শুনতে কি ভালোবাসেন আপনি? শুনলেই কেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে তাই না! অনেকে আছেন, ভূত বিশ্বাস করেন না, কিন্তু ভূতের গল্প শুনতে খুব ভালোবাসে। আবার কেউকেউ মনেপ্রাণে বিশ্বাস করে ভূত-ভগবানে। কোন দলে পড়েন বলিউডের খ্যাতনামা অভিনেতা অজয় দেবগন?

অজয় দেবগনের শিবভক্তি নিয়ে নতুন কিছু বলার নেই। 'শিবায়' এবং 'ভোলা'-র মতো চলচ্চিত্র পরিচালনা করেছেন। তবে কাজলের স্বামী শিকার করেছেন যে, তিনি অতিপ্রাকৃত অভিজ্ঞতা পেয়েছেন।

অভিনেতা বৃহস্পতিবার মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ভাগ করে নেন যে, তাঁর কেরিয়ারের প্রাথমিক ১০-১২ বছরে তিনি বেশকিছু অতিপ্রাকৃত ঘটনার অভিজ্ঞতা অর্জন করেছিলেন। যদিও সেইসব নিয়ে বিস্তারিত বলেননি তিনি।

অজয়ের কথায়, ‘আমার কেরিয়ারের প্রথম ১০-১২ বছর যখন আমরা বাইরে শুটিং করতাম, আমি অতিপ্রাকৃত ঘটনার অভিজ্ঞতা পেয়েছি। সেই অভিজ্ঞতাগুলি কী ছিল, আমি সে সম্পর্কে যাব না, তবে সেগুলি বেশ অস্বস্তিকর ছিল, তা অবশ্যই বলব।

সঙ্গে ‘হরর জোনার’-এর উপর নিজের ভালোলাগাও জাহির করে নেন তিনি। জানান, এটি একটি সার্বজনীন ধারা। সঙ্গে সব ধর্মেই কালো জাদু আছে বলেই উল্লেখ করেন তিনি।

নিজের বক্তব্য অজয় যোগ করেন, ‘আমার হরর জনারটি খুব ভালো লাগে। পৃথিবীর সব প্রান্তের মানুষই এটার সঙ্গে সংযোগস্থাপন করতে পারে। সব ধর্মেই কিন্তু কালো জাদু রয়েছে।’

আপাতত অজয় ব্যস্ত তাঁর ‘শয়তান’ ছবির মুক্তির। যাতে রয়েছেন আর মাধবন ও দক্ষিণের অভিনেত্রী জ্যোতিকা। ৮ মার্চ ছবিটি সিনেমা হলে আসার কথা রয়েছে।

শয়তানের ট্রেলার:

পরিচালক বিকাশ বহেলের শয়তান ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছিল বৃহস্পতিবারে। কালো জাদু, বশীকরণের মতো বিষয় দেখানো হয়েছে শয়তান ছবির ট্রেলারে। দেখা গিয়েছে অজয় ও জ্যোতিকার মেয়েকে বশীকরণ করেছে আর মাধবন। ফোনে চার্জ দেওয়ার নাম করে সে প্রবেশ করে বাড়িতে। আর তারপর বশ করে নেয় তাদের একমাত্র মেয়েকে। যার ফলে সেই মেয়েটি নিজের মা-বাবাকে পর্যন্ত খুন করতে দ্বিধা করে না। মাধবন জানায়, সে বশীকরণ করেছে তাদের মেয়েকে। এবং নিয়ে চলে যেতে চায়। তবে সেটাও অজয় ও জ্যোতিকার আশীর্বাদ নিয়ে। বেশ শিহরণ জাগানো অভিজ্ঞতা দেবে শয়তান, তা ট্রেলার দেখেই স্পষ্ট। গুজরাটি সিনেমা ‘ভাশ’-এর হিন্দি রিমেক এটি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF অনশনকারীদের দেখতে এলেন রাজ্যের চার চিকিৎসক, দু'জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ T20 বিশ্বকাপে বাংলাদেশকে উড়িয়ে ১ নম্বরে উইন্ডিজ! ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত! বর্ডার গাভাসকর ট্রফির আগে দুঃসংবাদ অজিদের! গ্রিনের সার্জারি নিয়ে জল্পনা তুঙ্গে… নবরাত্রির মহাষ্টমীতে হয় মহাগৌরীর আরাধনা, জেনে নিন এই দিনের বিশেষ নৈবেদ্য পরমাণু অস্ত্র বর্জন করতে রাজি করিয়েছিলেন তিন দেশকে... দাবি ট্রাম্পের উৎসবে ‘না’, বাইরে বা বেরোলেও বাড়িতে কীভাবে পুজো কাটাচ্ছেন সোহিনী ভিডিয়ো-ভারতের গলি ক্রিকেটের চিত্র অস্ট্রেলিয়ার শিল্ডে! ঝোপে ঢুকে বল খুঁজলেন লিয়ঁ আরজি করে রক্তমাখা গ্লাভস! উঠল চাঞ্চল্যকর অভিযোগ, ছড়িয়েছে আতঙ্ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.