১৪ তম আন্তর্জাতিক কুডো টুর্নামেন্টে গেলেন অক্ষয় কুমার। দীপাবলির আবহের মধ্যেই গুজরাতের সুরাতে চলছে এই টুর্নামেন্ট। এবার সেখানে গেলেন ' খিলাড়ি ' কুমার। দশ বছরের বেশি সময় ধরে তিনি এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। এই প্রতিযোগিতায় গিয়ে তিনি বিজয়ীদের সঙ্গে দেখা করেন। সেখানকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা। এছাড়া তিনি এখানে গিয়ে ইঁট ভেঙে নিজের ক্যারিশমা দেখাতেও ভোলেন না।
ভিডিওতে দেখা যায় অক্ষয় অনুষ্ঠানে এলেন এবং বিজয়ীদের পুরষ্কার বিতরণ করলেন। এছাড়া তিনি দর্শকদের জন্য বক্তব্য রাখেন। নিজেও এই অনুষ্ঠানে অংশ নেন। ইঁট ভেঙে নিজের পারদর্শিতা দেখাতেও ভোলেন না অভিনেতা। যে ভিডিও অভিনেতা পোস্ট করেছেন সেখানে তিনি লেখেন যে, 'সকলকে অনেক ধন্যবাদ দীপাবলির মধ্যেও অক্ষয় কুমার ১৪ তম আন্তর্জাতিক কুডো টুর্নামেন্টে যোগ দেওয়ার জন্য।এখানে এলে আমার ভীষণ ভালো লাগে। আমার অতীতের দিনগুলো মনে পড়ে যায়। আমি বিশ্বাস করি এই প্রতিযোগিতা প্রতিবছর কুডো খেলোয়াড়দের সংখ্যা এই দেশে বাড়াতে সাহায্য করবে।'
এই বিষয়ে উল্লেখযোগ্য অক্ষয় কুমার নিজে একাধিক মার্শিয়াল আর্টে পারদর্শী, এর মধ্যে আছে ক্যারাটে, তাইকণ্ড, ইত্যাদি। ক্যারেটের বিষয়ে অভিনেতা একবার বলেছিলেন যে তিনি আজ যা যতটা সবটাই ক্যারেটের জন্য। তিনি যে আজ একজন সফল অ্যাকশন অভিনেতা সেটা পুরোটাই ক্যারেটের জন্য। স্কুলে ক্যারাটে বাধ্যতামূলক করে দেওয়া উচিত বলেই জানান তিনি।
এই প্রতিযোগিতার বিষয়ে তিনি জানান যে তিনি অত্যন্ত ভাগ্যবান যে তাঁর বাবা তাঁকে সাহায্য করেছিল ট্রেনিং করতে। কিন্তু যাঁরা এতটা ভাগ্যবান হন না তিনি তাঁদের জন্য কাজ করতে চান। আপাতত তিনি তাঁদের খাওয়ার এবং ক্যারাটেকে নিয়ে এগিয়ে চেষ্টাকে উৎসাহিত করতে পারেন। তাই তিনি এই টুর্নামেন্টের আয়োজন করেন।
কিছুদিন আগেই অক্ষয় কুমারের ছবি রাম সেতু মুক্তি পেয়েছে। ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে নুসরাত ভারুচা, জ্যাকলিন ফার্নান্দেজকে। অভিষেক শর্মা এই ছবিটির পরিচালনা করেছেন।