চারবারের জাতীয় পুরস্কার বিজয়ী নীতীন দেশাই-এর আকষ্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড। নীতীন দেশাই আত্মহত্যা করেছে একথা কোনওভাবেই মানতে পারছেন না বলি তারকারা। খ্যতনাম আর্ট ডিজাইনারের মৃত্যুর খবরে তাই নিজের বহু প্রতিক্ষীত ছবি OMG-২ এর ট্রেলার লঞ্চ স্থগিত রাখলেন অক্ষয় কুমার।
নীতীন দেশাই-এর মৃত্যুর খবরে বুধবার বিকেলে অক্ষয় টুইটারে লেখেন, ‘নীতীন দেশাইয়ের মৃত্যুর খবর পেয়ে ভীষণ কষ্ট পেয়েছি। উনি প্রোডাকশন ডিজাইনে একজন দৃঢ়চেতা মানুষ এবং আমাদের সিনেমার দুনিয়ায় সকলের কাছের একজন ছিলেন। উনি আমার বহু ছবিতে কাজ করেছেন... এটা একটা বিশাল ক্ষতি। ওঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ (বুধবার) আমরা OMG 2 এর ট্রেলার প্রকাশ করছি না। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১টায় ট্রেলার লঞ্চ করা হবে। ওম শান্তি।’
আরও পড়ুন-পুরুষ থেকে নারী হয়েছেন, অভিনয়ে পা রেখে কী বলছেন রূপান্তরকামী চিকিৎসক ত্রিনেত্রা?
প্রসঙ্গত, নীতীন দেশাই হাম দিল দে চুকে সনম, লাগান, যোধা আকবর, প্রেম রতন ধন পায়ো-র মতো বহু সুপার হিট ছবির সেট জিজাইনার ছিলেন নীতীন দেশাই। মুম্বাই পুলিশ জানিয়েছে আত্মহত্যা করেছেন নীতীন দেশাই। মুম্বাইয়ের স্টুডিওতে তাকে পাওয়া গিয়েছে। বুধবার মহারাষ্ট্রের রায়গড় জেলায় তার স্টুডিওতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে নীতীনকে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসাবে ধরে নিয়েই শুরু করেছে তদন্ত।
অনেকের দাবি আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছিলেন নীতীন দেশাই। তবে সেটাই নীতীনের আত্মহত্যার কারণ কি না তা এখনও স্পষ্ট নয়। আর্ট ডিরেক্টর হওয়ার পাশাপাশি প্রযোজনাও করেছেন। বেশ কিছু ছবিতে অভিনেতা হিসেবেও দেখা গিয়েছে তাঁরে। ২০১৫ সালে মুম্বই থেকে কিছু দূরে ৫২ একর জায়গা নিয়ে খোলেন ND স্টুডিয়ো। সেখানেই রয়েছে বিগ বসের সেট। আর এবার সেই স্টডিওতেই জীবনের শেষ নিশ্বাস ফেললেন নীতীন দেশাই।