বাংলা নিউজ > বায়োস্কোপ > Maldives row: মোদীকে কুৎসিত আক্রমণ মলদ্বীপের মন্ত্রীর, বললেন ভারতের সমুদ্র সৈকতে ‘দুর্গন্ধ’! সোচ্চার সলমন-অক্ষয়রা

Maldives row: মোদীকে কুৎসিত আক্রমণ মলদ্বীপের মন্ত্রীর, বললেন ভারতের সমুদ্র সৈকতে ‘দুর্গন্ধ’! সোচ্চার সলমন-অক্ষয়রা

মোদীর সুরে সুর মেলালেন সলমন-অক্ষয়রা 

Maldives row: মোদীর সুরে সুর মেলালেন সলমন-অক্ষয়রা, লাক্ষাদ্বীপ ঘুরে দেওয়ার আহ্বান। ওদিকে চাপের মুখে পড়ে মোদী ও ভারতকে নিয়ে মলদ্বীপের মন্ত্রীর কদর্য মন্তব্যকে ব্যক্তিগত বলে দায় ঝাড়ল সেদেশের সরকার। 

বলিউড তারকাদের পছন্দের ডেস্টিনেশন মলদ্বীপ। জন্মদিন হোক বা নিউ ইয়ার, ছুটি কাটাতে মলদ্বীপ ছোটেন তাঁরা। কিন্তু দেশেপ্রেমের কাছে সেই ভালোবাসা তুচ্ছ! বয়কট মলদ্বীপ হ্যাশট্যাগ এদিন ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। নেপথ্যে লাক্ষদ্বীপ মলদ্বীপের মন্ত্রীর কুৎসিত এবং অবমাননাকর টুইট অক্ষয় কুমার, শ্রদ্ধা কাপুর, জন আব্রাহামরা এগিয়ে এসে মুখ খুললেন লক্ষদ্বীপের স্বপক্ষে। মলদ্বীপের চেয়ে কম সুন্দর নয় ভারতের সমুদ্র সৈকত এক সুরে বললেন তাঁরা।

কিন্তু কী কারণে মলদ্বীপ ঘিরে বিতর্ক?

সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানকার নির্জন সমুদ্রসৈকতে সময় কাটান মোদী। লাক্ষাদ্বীপের সৌন্দর্যে বিভোর মোদী। সোশ্যাল সাইটে মোদীর আহ্বান বিদেশের সৈকতে যাওয়ার আগে যেন ভারতীয়রা নিজের দেশের এই অপরূপ জায়গা অবশ্যই ঘুরে দেখেন।

মোদীর সেই পোস্ট নিয়েই বিদ্রুপ করেন মলদ্বীপের একাধিক নেতা-মন্ত্রী। কেউ মোদীকে ‘ভাঁড়’ বলে কটাক্ষ করেন, তো কেউ লেখেন পরিষ্কার-পরিচ্ছন্নতায় ভারত পিছিয়ে, এদেশের সৈকতে নাকি শুধুই ‘দুর্গন্ধ’ রয়েছে! এরপরই সোচ্চার হন বলিউড তারকা অক্ষয় কুমার।

প্রতিবাদে সোচ্চার অক্ষয়-সলমনরা

নিজে একাধিকবার সপরিবারে মলদ্বীপ সফরে গিয়েছেন অক্ষয়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মলদ্বীপের বেশ কয়েকজন পাবলিক ফিগারের মন্তব্য দেখলাম। তাঁরা ভারতীয়দের নিয়ে ঘৃণায় ভরপুর এবং বৈষম্যমূলক মন্তব্য করেছেন। ভাবতে অবাক লাগছে তাঁরা এমনটা করছেন এমন এক দেশের বিরুদ্ধে যেখান থেকে সবচেয়ে বেশি পর্যটক তাঁদের দেশে যায়। আমরা ভালো প্রতিবেশী, কিন্তু তা বলে আমরা এইরকম অপ্রীতিকর ঘৃণা সহ্য করব?’ তিনি আরও যোগ করেন, ‘আমি নিজে মলদ্বীপে গিয়েছি অনেকবার, সবসময় প্রশংসাই করেছি। কিন্তু আত্মসম্মান সবার আগে। চলুন ভারতীয় সমুদ্রসৈকতকে ঘুরে দেখি, এবং নিজেদের টুরিজমকে সমর্থন করি’।

অক্ষয়ের একা নন, জন আব্রাহামও লাক্ষাদ্বীপের সমর্থনে সুর চড়িয়ে লেখেন, ‘দুর্দান্ত আতিথেয়তা, অতিথি দেব ভবঃ-র ভাবনায় ভরপুর এবং সামুদ্রিক জীবনকে উপভোগের সুযোগ পেতে হলে লাক্ষাদ্বীপ আসুন’।

সলমন খান মলদ্বীপের নাম না করেই সমর্থন করেন লাক্ষাদ্বীপের। ভাইজানের বার্তা, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লাক্ষাদ্বীপের সুন্দর, পরিষ্কার এবং দুর্ধর্ষ সৈকতে দেখে দারুণ কুল (Cool) লাগল, সেরা ব্যাপার হল এটা আমাদের ভারতেই অবস্থিত'। সচিন তেন্ডুলকর জানান, মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ সামুদ্রিক সৌন্দর্যে তিনি মন্ত্রমুগ্ধ। নিজের গত জন্মদিনটা সেখানেই কাটিয়েছেন মাস্টার ব্লাস্টার, আগামিতেও সেখানে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

 

ঠিক কী বলেছেন মলদ্বীপের নেতা-মন্ত্রীরা?

মলদ্বীপের যুব বিভাগের উপ-মন্ত্রী শিউনা-র পোস্টের স্ক্রিনশট ভাইরাল (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যালে। অভিযোগ ওঠে, মোদীকে ‘ভাঁড়’ এবং ইজরায়েলের হাতের ‘পুতুল’ বলেছিলেন শিউনা। অন্যদিকে সে-দেশের সেনেটর, প্রোগ্রেসিভ পার্টি অফ মলদ্বীপের নেতা জাহিদ রামিজ মোদীর ভিডিয়োতে মন্তব্য করেন, 'ভালো পদক্ষেপ। তবে আমাদের সঙ্গে প্রতিযোগিতার কথা মাথায় আনাও ভুল। ভারত আমাদের মতো পরিষেবা দেবে কী করে? আমাদের মতো পরিষ্কার-পরিচ্ছন্নতা কী করে আনবে? ঘর থেকে যে দুর্গন্ধ বের হয় সেটাই তো সবথেকে বড় খামতি।' জাহিদের এই মন্তব্যের পরই বিতর্কের ঝড়। এক্স হ্যান্ডেলে ট্রেন্ডিং 'বয়কট মলদ্বীপ' হ্যাশট্যাগ।

সাফাই মলদ্বীপ সরকারের

ভারতের দক্ষিণ-পশ্চিমে ভারত মহাসাগরের উপরে অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্র মলদ্বীপ। সম্প্রতি সে-দেশে ক্ষমতার রদবদল হয়েছে। তারপর থেকেই মলদ্বীপের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক খানিক টালমাটাল। তবে রবিবার বিকাল গড়াতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নিজেদের মন্ত্রীর কদর্য আক্রমণ থেকে দূরত্ব তৈরি করল মলদ্বীপ সরকার। দ্বীপরাষ্ট্রের তরফে স্পষ্ট করে দেওয়া হল, মন্ত্রী মারিয়ম শিউনা বা অন্যান্যরা মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন, তা তাঁদের ব্যক্তিগত মত। সেটা মলদ্বীপ সরকারের অবস্থান নয়।

রবিবার মলদ্বীপ সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘বিদেশি নেতা এবং উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যে সব অবমাননাকর মন্তব্য করা হয়েছে, সেগুলি মলদ্বীপ সরকারের নজরে পড়েছে। ওইসব মত ব্যক্তিগত। সেগুলির মাধ্যমে মলদ্বীপ সরকারের অবস্থান প্রতিফলিত হয় না। তাছাড়া যাঁরা এরকম অবমাননাকর মন্তব্য করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দু'বার ভাববে না সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’

 

বায়োস্কোপ খবর

Latest News

অসমে পরপর ৫ বার বিজেপিকে ভোট একই ভোটারের? জানুন ভাইরাল ভিডিয়োর সত্যতা ধনু-মকর-কুম্ভ-মীনের মঙ্গলবার কেমন কাটবে? জানুন রাশিফল ৭৪ বছর বয়সেও বাবা রাকেশ একাজ করেন, ভাবতে পারলেন না হৃতিক, লিখলেন ‘অবিশাস্য’ ইডেনে সৌরভকে চমকে দিয়ে চুমু শাহরুখের, দুই কিংবদন্তির খুনসুটিতে গৌণ হল হার-জিত সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল আজই উচ্চমাধ্যমিকের রেজাল্ট ঝাড়খণ্ডে, কীভাবে নিজের নম্বর দেখবেন? দেখুন উপায় DC-কে হারিয়ে প্লে-অফের দিকে আরও এক পা KKR-এর, দিল্লি হারায় অক্সিজেন পেল অন্যরা ডনের খোলস ছেড়ে এবার ‘রাক্ষস’ হয়ে আসছেন রণবীর? গরমে কলকাতায় লাফিয়ে বেড়েছে জলের চাহিদা, মিটবে কী ভাবে? অপচয় রুখতে আবেদন মেয়রের

Latest IPL News

ইডেনে সৌরভকে চমকে দিয়ে চুমু শাহরুখের, দুই কিংবদন্তির খুনসুটিতে গৌণ হল হার-জিত ইডেনে IPL-এর এক মরশুমে সব থেকে বেশি রান, সৌরভের ১৪ বছর আগের রেকর্ড ভাঙলেন সল্ট আমার মন খারাপ হয়ে গিয়েছিল… শতরান মিস করা নয়, এই কারণে চাপে ছিলেন রুতুরাজ India's T20 World Cup squad: হার্দিককে বুড়ো আঙুল দেখিয়ে সহ-অধিনায়ক হবেন পন্ত? IPL 2024: ধোনির জন্য বান্ধবীর সঙ্গে ব্রেক আপ করলেন মাহি ভক্ত! ভাইরাল হল পোস্টার বেটিং অ্যাপের হয়ে প্রচার, মহারাষ্ট্র সাইবার সেল তলবে হাজিরা দিলেন না তামান্না রোহিত-দ্রাবিড়-আগরকরের ২ ঘণ্টার বৈঠক! কী নিয়ে আলোচনা হল? সামনে আসছে বড় খবর IPL 2024: সেই সময়ে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই- কী নিয়ে বললেন শ্রেয়স আইয়ার সৌরভদের নেটে তোমরা কেন? ইডেনে KKR-কে DC-র অনুশীলন পিচ ব্যবহারে বাধা কিউরেটরের! ভারত সফরে না গিয়ে ঠাকুমার শেষ দিনে পাশে থাকতে পেরে খুশি ব্রুক, জানালেন মনের কথা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.