বাংলা নিউজ > বায়োস্কোপ > Akshay Kumar: নয়া রেকর্ড অক্ষয়ের! ওএমজি ২ বলিউডের চতুর্থ সর্বোচ্চ আয় করা প্রাপ্তবয়স্ক সিনেমা

Akshay Kumar: নয়া রেকর্ড অক্ষয়ের! ওএমজি ২ বলিউডের চতুর্থ সর্বোচ্চ আয় করা প্রাপ্তবয়স্ক সিনেমা

বক্স অফিসে ১৩৫.৯ কোটি আয় করেছে ওএমজি ২। 

১১ অগস্ট মুক্তি পায় অক্ষয় কুমারের এই সিনেমা। এখনও পর্যন্ত ১৩৫.৯ কোটি আয় করেছে। ফ্লপ তকমা কাটিয়ে উঠে নয়া রেকর্ড গড়লেন খিলাড়ি। 

‘A’ সার্টিফিকেট যে ছবির ব্যবসায় বাধা হয়ে দাঁড়াতে পারে না, তা প্রমাণ করে দিল অক্ষয় কুমারের ওএমজি ২। Sacnilk.com অনুসারে ঘরোয়া বক্স অফিসে ছবিখানা এখনও পর্যন্ত ১৩৫.৯ কোটি আয় করেছে। ছবিকে এডাল্ট ট্যাগ দেওয়া নিয়ে আপত্তি তুলেছে সমাজের একাংশ। যেখানে আজকের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় ‘যৌনশিক্ষা’ নিয়ে কথা বলে, সেখানে তরুণদের এই ছবির দর্শক হিসেবে না পাওয়া নিসন্দেহে বড় ক্ষতি। নির্মাতাদের থেকেও সমাজের। 

Koimoi.com-এর রিপোর্ট অনুসারে বক্স অফিস পরিসংখ্যান বলছে, ওএমজি ২ প্রাপ্তবয়স্কদের সার্টিফিকেশন পাওয়া চতুর্থ সর্বোচ্চ আয় করা বলিউড সিনেমা। বলিউডের সর্বোচ্চ আয় করা প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র হল ২০১৯ সালে শাহিদ কাপুর ও কিয়ারা আডবানীর কবীর সিং। 

ওই পোর্টাল অনুসারে, ভারতে কবির সিং -এর ২৭৮.২ কোটি। কবীর সিং ছিল তেলেগু হিট অর্জুন রেড্ডি'র রিমেক, যেখানে প্রধান চরিত্রে বিজয় দেবেরাকোন্ডা অভিনয় করেছিলেন। হিন্দির মতো তেলেগু ছবিরও পরিচালনা করেছিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। 

কবির সিং-এর পর বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা প্রাপ্তবয়স্ক সিনেমা হল ‘দ্য কাশ্মীর ফাইলস’, যা ২০২২ সালে মুক্তি পেয়েছিল। বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় মিঠুন চক্রবর্তী, অনুপম খের এবং পল্লবী যোশী অভিনয় করেছিলেন। এই ছবি ভারতে ২৫২.৫ কোটি সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে। কাশ্মীর ফাইলসকে সম্প্রতি ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জাতীয় সংহতি সম্পর্কিত সেরা ফিচার ফিল্মের জন্য নার্গিস দত্ত পুরস্কারে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হলেও, কেউ কেউ সাম্প্রদায়িক অনুভূতিকে উস্কে দেওয়ার অভিযোগে এনে নিন্দে করেছেন।

তিন নম্বরে রয়েছে আরেকটি প্রাপ্তবয়স্ক হিন্দি ছবি যা বক্স অফিসে হিট হয়েছিল, ভারতে 238 কোটিরও বেশি ব্যবসা করেছিল, কিন্তু মুসলমানদের নেতিবাচকভাবে দেখানোর জন্য সমালোচিত হয়েছিল, তা হল দ্য কেরালা স্টোরি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও গল্পটিকে 'ভুয়ো' বলে অভিহিত করেছিলেন। এই সিনেমা ৩ কেরালার মহিলাদের নিয়ে যাদের ভুল বুঝিয়ে প্রথমে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয় ও পরে সন্ত্রাসী সংগঠন আইএসআইএস যোগ দেওয়ানোর জন্য পাচার করে দেওয়া হয়। 

১০২.৫ কোটি নিয়ে পাঁচ নম্বরে রয়েছে গ্র্যান্ড মস্তি। ইন্দ্র কুমার পরিচালিত ২০১৩ সালের এই ছবি মস্তি-র সিক্যুয়েল। এতে ছিলেন রীতেশ দেশমুখ, বিবেক ওবেরয় এবং আফতাব শিবদাসানি। 

ওমজি ২ হল ২০১২ সালের হিট ছবি ওএমজি-র সিক্যুয়েল। এবারে দেখা গিয়েছে অক্ষয়ের সঙ্গে পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতমকে। 

 

বন্ধ করুন