বড়দিন পরিবারের সঙ্গেই কাটালেন এবারের জি টিভির সারেগামাপা খ্যাত গায়ক অ্যালবার্ট কাবো লেপচা। স্ত্রীকে নিয়ে বেরোলেন ঘুরতেও। সোশ্যাল মিডিয়ায় উঠে এল পূজা এবং কাবোর বড়দিন উদযাপনের ছবি।
পূজা এবং কাবোর বড়দিন উদযাপন
এবারের জি টিভির সারেগামাপার বিজয়ী হয়েছেন অ্যালবার্ট কাবো লেপচা। মুম্বই থেকে এই খেতাব জয় করে মাস খানেক আগেই নিজের শহরে ফিরেছেন তিনি। বড়দিনের দিনটি তাই সেখানেই স্ত্রীর সঙ্গে কাটালেন কাবো। পূজার সঙ্গে চার্চে যান। প্রার্থনা করেন। সঙ্গে ছিল তাঁদের পরিবারের লোকজনও।
আরও পড়ুন: ফের নিজের স্ত্রীকেই বিয়ে করলেন রণিত! মালাবদল হোম সেরেই নীলমকে খেলেন চুমু
আরও পড়ুন: 'মহাগুরু এদিকেও আছেন, ওদিকেও...' দাদাগিরিতে মিঠুনকে নিয়ে বিশেষ ইঙ্গিত দিতেই হেসে খুন সৌরভ
এদিন কাবোর পরনে ছিল একটি সাদা টিশার্ট এবং কালো প্যান্ট। সঙ্গে পরেছিলেন হলুদ রঙের জ্যাকেট। অন্যদিকে পূজার পরনে ছিল একটি গোলাপি রঙের কোঅর্ড ড্রেস। তাঁদের চার্চের ভিতর এবং বাইরেও ছবি তুলতে দেখা যায় জুটিতে।
কাবো এদিন এই ছবিগুলো পোস্ট করে লেখেন, 'সকলকে জানাই মেরি ক্রিসমাস।' তাঁর পোস্টে উঠে এসেছে চার্চের অন্দর সজ্জার দৃশ্য। দেখা মিলেছে একটি পেল্লাই সাইজের ক্রিসমাস ট্রির। অনেকেই তাঁর এই পোস্ট তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: জন্মদিনের দিনই মন খারাপ দেবের, ভক্তদের উদ্দেশ্যে লিখলেন, 'দুঃখিত, আপনারা সবাই...'
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'মেরি ক্রিসমাস। ঈশ্বর আপনাদের দুজনকে ভালো রাখুন, আশীর্বাদ বর্ষিত হোক তাঁর আপনাদের উপর।' আরেকজন লেখেন, 'মেরি ক্রিসমাস। আপনাদের জুটিতে ভীষণ ভালো লাগছে।' 'এরমই হাসিখুশি থাকুন' মন্তব্য তৃতীয়জনের।
সারেগামাপায় কাবো
বাংলায় সবার মন জয় করে একরত্তি মেয়েকে হারানোর পর বম্বে যান কাবো। নাম দেন এবারের সারেগামাপায়। সেখানে তিনি সকলকে ছাপিয়ে গিয়ে নিজের দক্ষতায় সকলের নজর কাড়েন। ফাইনালে বাকি চারজনকে হারিয়ে জয়ী হন।