আগামীতে ‘জিগরা’ ছবিতে দেখা যাবে আলিয়া ভাটকে। ছবিতে অ্যাকশন অবতারে ধরা দেবেন নায়িকা। ফের একবার করণ জোহরের ছবিতে আলিয়া। ‘জিগরা’ প্রযোজনার দায়িত্বে রয়েছে ধর্মা প্রোডাকশন। যৌথ প্রযোজক আলিয়া স্বয়ং। পরিচালকের আসনে রয়েছেন ভাসান বালা। মেয়ের রাহার জন্মের পর ‘জিগরা’ ছবি দিয়েই সেটে ফিরেছেন এই বলি ডিভা। 'দ্য আর্চিস' অভিনেতা বেদাং রায়নাও রয়েছেন এই ছবিতে। তাঁকে আলিয়ার ভাইয়ের চরিত্রে দেখা যাবে।
বাস্কেটবল প্রশিক্ষণ নিচ্ছেন আলিয়া
ইটাইমসের একটি নতুন রিপোর্ট বলছে, ছবির একটি বড় অংশ জুড়ে বাস্কেটবল খেলার অংশ রয়েছে। সেখানে বাস্কেটবল খেলতে দেখা যাবে আলিয়াকে। সেই অংশের শ্যুটিংয়ের জন্যই বাস্কেটবল খেলা প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেত্রী। রীতিমতো কোমর বেঁধে ট্রেনিং নিচ্ছেন। মায়ানগরীর নামী বাস্কেটবল প্লেয়ারদের থেকে প্রশিক্ষণ নিচ্ছেন।
আরও পড়ুন: ব্রালেটে বোল্ড ছবি পোস্ট নুসরতের, ‘এত বিশ্রি বডি আবার শো..', নেটিজেনের কটাক্ষের মুখে নায়িকা
‘জিগরা’ রিপোর্ট
ওই রিপোর্ট অনুযায়ী, সূত্র আরও জানিয়েছে, আলিয়া এবং ভাসান উভয়েই বাস্কেটবলের অংশগুলিকে যতটা সম্ভব খাঁটি দেখতে চান। কারণ ছবির গল্পের সঙ্গে নাকি খেলার সম্পূর্ণ সংযোগ রয়েছে। খেলার নিয়মগুলি বুঝতে এবং ড্রিবল এবং ডাবল ড্রিবলের মতো বেসিক জিনিস এবং কীভাবে পাস করতে হয় এবং কীভাবে গোলে বল ফেলতে যায় এবং আরও অনেক কিছু শিখতে অতিরিক্ত পরিশ্রম করছেন অভিনেত্রী।
আরও পড়ুন: বরের গালে গাল ঠেকিয়ে ছবি পোস্ট, ‘আমার সবকিছু..’, রাহুলের জন্মদিনে আর কী বললেন আথিয়া
আলিয়ার প্রযোজনা সংস্থা
বক্স অফিসে আলিয়ার শেষ ছবি ছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। করণের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের জার্নি শুরু করেছিলেন আলিয়া। ১১ বছর পর করণের সহ-প্রযোজক তিনি। যদিও প্রযোজক হিসাবে আলিয়ার পথচলা শুরু হয়েছে আগেই। নায়িকার ইটারন্যাল সানসাইন প্রোডাকশনের ব্যানারে তৈরি হয়েছে নেটফ্লিক্সের ছবি ‘ডার্লিংস’। তাঁর প্রযোজনা সংস্থা এটারনাল সানসাইন প্রোডাকশন হাউজের ব্যানারে তৈরি হয়েছে ‘পোচার’-এর মতো সিরিজ। যা কিনা বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি।
আরও পড়ুন: ম্যাগির তুলনায় ৫০% বেশি সোডিয়াম ইন্ডিগোর উপমায়! Food Pharmer-র দাবিতে কী মন্তব্য বিমানসংস্থার
টাইমস পত্রিকার ১০০ প্রভাবশালীর তালিকায় আলিয়া ভাট
টাইমস ম্যাগাজিনে ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী মানুষদের তালিকায় নাম উঠল আলিয়া ভাটের। গোটা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাম তুলে ফেললেন এই বলি ডিভা। অভিনেত্রীর মুকুটে জুড়ল নতুন পালক। বর্তমানে গ্লোবাল স্টার আলিয়া। চলতি বছর বলিউড থেকে একমাত্র তাঁরই নাম রয়েছে এই তালিকায়।
আলিয়ার উত্সর্গ এবং কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা করে তাঁর সম্পর্কে ম্যাগাজিনে লিখেছেন ব্রিটিশ লেখক এবং পরিচালক টম হার্পার। জানিয়ে রাখি, হার্ট অফ স্টোন সিনেমায় সহযোগী ছিলেন টম হার্পার। পরিচালক টম হার্পার আলিয়া সুনাম করে লিখেছেন, ওঁ শুধুমাত্র বিশ্ব চলচ্চিত্র জগতের একজন প্রতিভাময়ী অভিনেতা নন। প্রায় এক দশকের বেশি ওঁ ভারতীয় ছবিতে কৃতিত্বের সঙ্গে কাজ করে চলেছেন। আলিয়া ভাট সম্পর্কে পত্রিকার মন্তব্য, তিনি একজন দুর্দান্ত অভিনেত্রী।