বাংলা নিউজ > বায়োস্কোপ > Athiya-KL Rahul: বরের গালে গাল ঠেকিয়ে ছবি পোস্ট, ‘আমার সবকিছু..’, রাহুলের জন্মদিনে আর কী বললেন আথিয়া

Athiya-KL Rahul: বরের গালে গাল ঠেকিয়ে ছবি পোস্ট, ‘আমার সবকিছু..’, রাহুলের জন্মদিনে আর কী বললেন আথিয়া

রাহুলের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন আথিয়া (ছবি ইনস্টাগ্রাম)

KL Rahul Birthday: রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আথিয়া লেখেন, ‘আমার সারা জীবনের জন্য আমার পুরো হৃদয় তোমার—শুভ জন্মদিন, আমার সবকিছু’।

১৮ এপ্রিল, কেএল রাহুলের জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানালেন আথিয়া শেট্টি। বরের সঙ্গে এ দিন দুটি রোম্যান্টিক ছবি শেয়ার করেন অভিনেত্রী।

আথিয়ার পোস্ট

রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্টের ক্যাপশনে আথিয়া লেখেন, ‘আমার সারা জীবনের জন্য আমার পুরো হৃদয় তোমার—শুভ জন্মদিন, আমার সবকিছু’। খেলাধূলা এবং বিনোদন জগতের যোগসূত্র নতুন কিছু নয়। দীর্ঘ দিন প্রেম করার পর অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়া ও ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রাহুল বিবাহবন্ধনে আবদ্ধ হন। চার বছর প্রেম করার পর সাত পাক ঘোরেন এই জুটি।

আরও পড়ুন: ভাঙাচোরা হিন্দি বলে কটাক্ষের মুখে ভুতু! আর্শিয়াকে তুমুল ট্রোল করলেন নেটিজেনরা

রাহুল-আথিয়ার প্রথম দেখা

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম দেখা হয় রাহুল-আথিয়ার। কোনও একজন বন্ধুর সূত্রে আলাপ হয়েছিল তাঁদের। প্রথম বার দেখা হওয়ার পর আপাত ‘বন্ধুত্ব’ গড়ে উঠেছিল রাহুল-আথিয়ার মধ্যে। এরপরই তাঁদের মধ্যে যোগাযোগ ক্রমশও গাঢ় হয়। একে অপরের সঙ্গে ঘন ঘন দেখা করতে শুরু করেন। প্রথম প্রথম অবশ্য সম্পর্ক গোপনেই রেখেছিলেন তাঁরা। কিন্তু, যখন দুজনেই একে অপরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে শুরু করেন, তখন তাঁদের সম্পর্ক নিয়ে একটা হালকা গুঞ্জন শুরু হয়।

আরও পড়ুন: ম্যাগির তুলনায় ৫০% বেশি সোডিয়াম ইন্ডিগোর উপমায়! Food Pharmer-র দাবিতে কী মন্তব্য বিমানসংস্থার

রাহুল-আথিয়ার প্রেম শুরু

ক্রমশ সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের নানাবিধ ইঙ্গিত দিতেন রাহুল এবং আথিয়া। একসঙ্গে প্রথম পোস্ট করেন ২০১৯ সালের ডিসেম্বর মাসে। রাহুল ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে ছবি পোস্ট করেন। একটি টেলিফোন বুথের ভিতর তাঁদের খুনসুটির ছবি ধরা পড়েছিল সেই ফ্রেমে।

আরও পড়ুন: হয়ে ওঠেন সকলের প্রিয় Angry Rantman, কেন নিজের এই নাম রেখেছিলেন কলকাতার ইউটিউবার অভ্রদীপ

রাহুল-আথিয়ার বিয়ে

তবে আথিয়ার বাবা সুনীল শেঠিকে যখন এই সম্পর্কের ব্যাপারে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, তিনিও গোটা বিষয়টা এড়িয়ে গিয়েছিলেন। এরপর ২০২১ সালে কেএল রাহুল টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যান। সেইসময় আথিয়াকেও তাঁর সঙ্গে দেখতে পাওয়া যায়। যদিও দুজনেই এই সম্পর্কে ব্যাপারে তখনও খোলসা করতে চাননি। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি ভাইরাল হওয়ার পর গুঞ্জনের মাত্রা ক্রমশ বাড়তে শুরু করেছিল। অবশেষে ২০২১ সালে আথিয়ার জন্মদিনে কেএল রাহুল আনুষ্ঠানিকভাবে এই সম্পর্কের কথা ঘোষণা করেন। ২০২৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

বাংলাদেশকে ২০০ একর জমি 'ফেরাতে' পারে ভারত, দাবি রিপোর্টে দেননি শোকজের জবাব, সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করার পথে রাজ্য মেডিক্যাল কাউন্সিল RG করের 'জাস্টিস'-র মিছিলে পরিচয়! তরুণীকে 'গণধর্ষণ' ২ যুবকের, বামেদের তোপ TMC-র 'CM-র চিকিৎসক বলে…', মুখ খুললেন 'উত্তরবঙ্গ লবির মাথা' এসপি দাস বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ, চুপ থাকতে নির্যাতিতার বোনকে ২০ টাকা দিল অভিযুক্ত বুমরাহকে খেলতে পারছেন না, নেট বোলারদেরও সামনেও ব্যর্থ! হতাশ যশস্বীর পাশে কোহলি DC সেন্ট্রালকে ছাড় কেন? ক্ষুব্ধ ডাক্তাররা, নির্যাতিতার বাবা বলেছিলেন মিথ্যেবাদী দেখেই খুলে ফেললেন গায়ের কোট…! বিতর্ক অতীত, পার্টিতে রণজয়-শ্যামৌপ্তি একসঙ্গে মঙ্গল সকালেই ফের 'অ্যাকশন' আরজি কর মামলায়, তৃণমূল বিধায়কের বাড়ি সহ ৬ জায়গায় ED রাভশানের বিরুদ্ধে কতজন বিদেশিকে মাঠে নামতে পারবে মোহনবাগান? জেনে নিন পুরো নিয়ম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.