ভারতীয় সঙ্গীতের জগতে তাঁর অসামান্য অবদান। তাঁর গলার মিষ্টি সুর, মন কেড়েছে আট থেকে আশির। সেই প্রতিভার নাম অলকা ইয়াগনিক। প্রায় তিন দশক ধরে ভারতীয় সঙ্গীতের জগতে সঙ্গে যুক্ত তিনি। ১৯৮৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নীরজ কাপুরের সঙ্গে। এরপর ২৮ বছর কেটে গিয়েছে। এত বছর হয়ে গেলেও সংসার করা হয়নি তাঁর। তবে স্বামীর সঙ্গে সুমধুর সম্পর্ক গায়িকার।
অলকা-নীরজের বিয়ে
১৯৮৯ সালে গাঁটছড়া বাঁধেন অলকা ইয়াগনিক। নীরজ পেশায় ছিলেন ব্যবসায়ী। স্ত্রীর কেরিয়ারের গুরুত্ব বুঝতে পেরেছিলেন নীরজ। তাই তিনি শিলং ছেড়েছিলেন এবং মুম্বইতে তাঁর ব্যবসা প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। যখন তিনি লোকসানের মুখে পড়েন। ওদিকে ভরপুর কেরিয়ার ছেড়ে শিলংয়ে সংসার করাও সম্ভব ছিল না অলকার পক্ষে। তখন অলকা তাঁর স্বামীকে শিলংয়ে আবার ব্যবসায় মনোযোগ দিতে বলেন। গায়িকা বুঝতে পারেন তাঁর কেরিয়ার যেমন গুরুত্বপূর্ণ, তেমনই তাঁর স্বামীর কাজ তাঁর কাছেও অনেক গুরুত্বপূর্ণ। খানিকটা বাধ্য হয়েই কেরিয়ার বেছে নেন তাঁরা। আরও পড়ুন: 'পরিবার তখন উদ্বিগ্ন, আমরা…', প্রথম বিবাহবার্ষিকীতে অজানা গল্প ফাঁস করলেন স্বরা
অলকা-নীরজের প্রেম
নিজেরা নিজেদের পেশার কারণে শিলং ও মুম্বইয়ে থাকতে শুরু করেন অলকা ও নীরজ। স্বামী নীরজ কাপুরের সঙ্গে দেখা হয় ১৯৮৬ সালে৷ সেই সময়ে মায়ের সঙ্গে অলকা কলকাতা থেকে দিল্লিতে আসছিলেন৷ অলকার মায়ের বন্ধুর আত্মীয় ছিলেন নীরজ। অলকা ইয়াগনিকের মায়ের বান্ধবীর ভাইপো তাঁকে মুম্বই স্টেশনে নিতে এসেছিলেন ৷ সেখানেই প্রথম আলাপ হয় স্বামী নীরজ কাপুরের সঙ্গে৷ প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল একে অপরকে।
এরপরেই মুম্বইয়ে এই দুইয়ের মধ্যে বন্ধুত্ব হয়। পরস্পরের সঙ্গে সঙ্গে শুরু হয় কথাবার্তাও। কয়েক মাস এমন চলতে চলতে একে অপরের প্রিয় পাত্রতে পরিণত হন তাঁরা৷ সম্পর্ক দানা বাঁধতে থাকতে, রিলেশনশিপ চলতে থাকে আরও ২ বছর ৷ তারপরেই অলকা ইয়াগনিকের প্রথম সুপারহিট গান মুক্তি পায়। গানটি ছিল এক দো তিন, এই গানটি বদলে দেয় অলকা ইয়াগনিকের জীবন৷ এই দুই বছরের প্রেমেই বিয়ে সিদ্ধান্ত নেন৷ বাড়িতে কথা বলেন৷ বিয়ের জন্য দুই বাড়ি রাজি ছিল প্রাথমিক ভাবে। কিন্তু সতর্কবাণী ছিল অলকা ও নীরজের মধ্যে দূরত্ব সম্পর্কের মধ্যে বাধা বিপত্তির সৃষ্টি করতে পারে। এরপরেও নীরজ-অলকা ইয়াগনিক বিয়ের সিদ্ধান্ত নেন।
অলকার কেরিয়ার
সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে অগুনতি বার ফিল্মফেয়ার পুরষ্কারে সম্মানিত হয়েছেন অলকা। তাঁকে বলা হয় 'কুইন অফ প্লে ব্য়াক সিঙ্গিং'। মাত্র ৬ বছর বয়েসে অল ইন্ডিয়া রেডিওতে গান গেয়ে কেরিয়ার শুরু করেন। এখনও পর্যন্ত ২০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন।
উল্লেখ্য, কলকাতায় জন্ম গায়িকার। ১০ বছর বয়সে মায়ের হাত ধরে মুম্বই পাড়ি দেন ছোট্ট অলকা। সর্বাধিক সাফল্য পেয়েছেন হিন্দি সিনেমার গানে। তাঁর সবথেকে জনপ্রিয় গানগুলি মধ্যে হল- ‘লাল দোপাট্টা’, ‘দিল লাগা লিয়া’, ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘কাভি আলভিদা না কেহনা’ প্রমুখ। শিলং-এর ব্য়বসায়ী নীরজ কাপুরের সঙ্গে বিয়ে হয় অলকার। তাঁদের একটি মেয়েও আছে। 'ভয়েস অফ ইন্ডিয়া', 'সা রে গা মা পা লিটল চ্য়াম্প'-এর মত বিখ্য়াত রিয়ালিটি শো-এর বিচারকের আসনে দেখা গিয়েছে অলকাকে।