১৬ ফেব্রুয়ারি প্রথম বিবাহবার্ষিকীকে পালন করবেন অভিনেত্রী স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদ। ঠিক একবছর আগে এই দিনে সকলকে চমকে দিয়ে সমাজবাদী পার্টির রাজ্য যুব সভাপতি ফাহাদ আহমেদকে বিয়ে করেছিলেন স্বরা। দুজনেই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট মেনে সই-সাবুদ করে বিয়ে সেরেছিলেন।
প্রথম বিবাহবার্ষিকীতে স্বামীকে নিয়ে দীর্ঘ একটি পোস্ট করেছেন অভিনেত্রী। বিয়ের সই-সাবুদ করার সময়ের ছবিও শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে স্বরা লিখেছেন, ‘আমরা দু’জনেই হিন্দু ও মুসলিম দুটি ভিন্ন ধর্মের। তারপর ফাহাদও আমার থেকে এক বছরের ছোট। আমরা দু’জনেই যেখান থেকে এসেছি, আমাদের জগৎটা ছিল একেবারেই আলাদা। একটি বড় শহরের মেয়ে যে ইংরেজিতে কথা বলে এবং একটি ঐতিহ্যবাহী পশ্চিম ইউপি পরিবারের একটি ঐতিহ্যবাহী ছেলে যে উর্দু এবং হিন্দুস্তানিও বটে। তিনি একজন রিসার্চ স্কলার এবং রাজনীতিবিদ। এদিকে আমি একজন অভিনেত্রী’। আরও পড়ুন: আম্বানি পরিবারে শুরু তোড়জোড়, প্রাক-বিবাহ অনুষ্ঠান হয়ে গেল অনন্ত-রাধিকার
অভিনেত্রী আরও যোগ করেছেন, ‘আমাদের দু’জনের পরিবারও আমাদের নিয়ে খুব চিন্তিত ছিল এই সিদ্ধান্ত সঠিক কিনা। আমরা দু’জনেই ২০১৯ সালের ডিসেম্বরে CAA-NRC বিক্ষোভের সময় একে অন্যকে চিনেছি। তারপর কখন একে অপরের হয়ে গিয়েছি বুঝতেই পারিনি’।
লিখেছেন, ‘জ্ঞানী মানুষ বলে, বোকারাই তাড়াহুড়ো করে। ফাহাদ এবং আমি অবশ্যই বিয়ে করতে মুখিয়ে ছিলাম, কিন্তু আমরা একে অপরকে তিন বছর ধরে চিনি। আমরা দু’জনেই আমাদের প্রেমের শুরুটা জানি। দু’জনেই একে অপরের থেকে অনেক আলাদা। কিন্তু, আমরা একে অপরের পরিপূরক। ফাহাদ বিয়ের জন্য ২ থেকে ৩ বছর সময়ও চেয়েছিল। তারপর আমরা দু’জনেই কিছুদিনের মধ্যেই একে অপরের হয়ে যাই'।
অভিনেত্রীর কথা, ‘লোকে কী বলবে, আমি সেটা নিয়ে সবসময়ই ভাবতাম। পরিবার, বন্ধুবান্ধব, ইন্ডাস্ট্রির পরিচিতরা, এমনকি আমার সর্বদা অনুগত ট্রোলারা কীভাবে প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। মনের মধ্যে একটা গোপন ছায়া অনুভব করছিলাম। ফাহাদ আমার অব্যক্ত ভয়গুলি বুঝতে পেরেছিল, আমরা সেগুলি নিয়েই পরস্পরের সঙ্গে কথা বলেছি’।
‘আমাদের পরিবার উদ্বিগ্ন ছিল, কিন্তু আমাদের নিজেদের ভালোবাসার উপর ভরসা ছিল। আমাদের হতবাক অভিভাবকরা আমাদের বড় সিদ্ধান্তকে মেনে নিয়েছেন, যদিও দ্বিধাহীনভাবে এবং মৃদুভাবে উদ্বেগ প্রকাশ করার পরে। ওরা আমাদের একসঙ্গে দেখার পরই মনে মনে আশ্বস্ত হয়েছিল’। ফাহাদের সঙ্গে সম্পর্কের গভীর বন্ধন নিয়েও মনের কথা উজাড় করেছেন স্বরা।
গত বছর ফেব্রুয়ারি মাসে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’ মেনে বিয়ে করেন স্বরা ভাস্কর। ভিন ধর্মে বিয়ে নিয়ে কট্টরপন্থীদের রোষের মুখে পড়েন দুজনেই। কিন্তু ভালোবাসা তো আর ধর্মের বেড়াজাল মানে না! সেই বছরই মার্চ মাসে সমাজিক রীতি-নীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্বরা-ফাহাদ। আর ৬ মাস যেতে না যেতেই দম্পতির কোল আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। গত বছর ২৩শে সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী।
স্বরা আগেই জানিয়ে, ২০২০ সালে একটি প্রতিবাদ সভায় ফাহাদের সঙ্গে প্রথম দেখা হয় এবং বাকিটা ইতিহাস। 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগানের মাঝে শুরু হওয়া এই প্রেম কাহিনি। ফাহাদ আর স্বরা তাঁদের একরত্তির নাম রেখেছেন রাবিয়া। সুফি সাধক রাবিয়া বাসরির নামানুসারে মেয়ের নাম রেখেছেন দম্পতি। রাবিয়া মূলত আরবি শব্দ। রাবিয়ার অর্থ হল বসন্ত, রানি বোঝাতেও এই শব্দের ব্যবহার হয়।
স্বরা-ফাহাদের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। একদিকে যেমন এই বিয়ের অনুষ্ঠানের প্রশংসা করেছিলেন অনেকেই, অন্যদিকে অনেকে আবার এর পিছনে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ জুড়ে দিয়ে বিষয়টির সমালোচনাও করেন। সেইসব একটু থিতু হলেই জুন মাসে মা হতে চলার খবর জানিয়ে চর্চায় উঠে আসেন স্বরা। তার তিন মাস পরেই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।