বাংলা নিউজ > বায়োস্কোপ > Adrit-Kaushambi New Year: বিয়ের জল্পনার মাঝেই বর্ষবরণে আদৃতের বাহুলগ্না কৌশাম্বি! এ মাসেই চারহাত এক হবে?

Adrit-Kaushambi New Year: বিয়ের জল্পনার মাঝেই বর্ষবরণে আদৃতের বাহুলগ্না কৌশাম্বি! এ মাসেই চারহাত এক হবে?

বিয়ের জল্পনার মাঝে কাছাকাছি আদৃত-কৌশাম্বি 

Adrit-Kaushambi: পর্দার দিদির সঙ্গেই নাকি এই মাসে গাঁটছড়া বাঁধবেন মিঠাইয়ের উচ্ছেবাবু! বিয়ে চর্চার মাঝেই রোম্য়ান্টিক ছবিতে ধরা দিলেন আদৃৃত-কৌশাম্বি। 

মনের মানুষের হাত ধরেই ২০২৩কে বিদায় জানালেন আদৃত রায়। বাংলা টেলিভিশনের অন্যতম হার্টথ্রব নায়ক তিনি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। গত কয়েক মাস ধরে অনস্ক্রিন দিদির সঙ্গে তাঁর প্রেম ছিল টেলিপাড়ার হটটপিক। বছর শেষে নয়া গুঞ্জন দানা বেঁধেছিল- বিয়ে করছেন আদৃত। এই মাসেই (জানুয়ারি) নাকি ছাদনা তলায় উচ্ছেবাবু। আরও পড়ুন-‘আমাদের বিয়ে আর আমরাই…’, আদৃতের সঙ্গে জানুয়ারিতেই গাঁটছড়া বাঁধছেন? জবাব ‘দিদিয়া’ কৌশাম্বির

প্রেমের জল্পনাকে অস্বীকার না করলেও আদৃতের সঙ্গে বিয়ের খবরকে ভুয়ো বলে দাবি করেছেন কৌশাম্বি। এর মাঝেই নতুন বছরে প্রেমিকের বাহুলগ্না তিনি। মধ্যরাতের সেলিব্রেশনে পাশাপাশি আদৃত-কৌশাম্বি। আদৃতের সঙ্গে রোম্যান্টিক ছবি পোস্ট করলেন সোশ্যালে। ছবিতে কালো টি-শার্টের উপর শার্টকে জ্যাকেটের মতো করে পরেছিলেন আদৃত, সঙ্গে ঘন নীল ডেনিম। আর উরু চেরা ডেনিম স্কার্টের সঙ্গে সাদা রঙা সোয়েট টপে হাসি মুখে পোজ দিলেন কৌশাম্বি। পিছনে লেখা- ‘হ্যাপি নিউ ইয়ার’। 

ছবির ক্যাপশনে লেখা- ‘চিয়ার্স টু ২০২৪’। মিঠাই শেষ হতে না হতেই আকারে-ইঙ্গিতে সেই প্রেমে সিলমোহর দিয়েছেন দুজনেই। সম্পর্কে থাকার কথা স্বীকার করে নিয়েছেন আদৃত। অন্যদিকে রচনার মঞ্চে গিয়ে উচ্ছের প্রতি প্রেম জাহির করেছেন কৌশাম্বি। দুজনের চার হাত এক হওয়া এখন নাকি সময়ের অপেক্ষা। তবে বিয়ে চর্চায় জল ঢেলে কৌশাম্বি জানিয়েছেন, ‘জানুয়ারিতে কারা আমাদের বিয়ে দিচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। এখন কাজ করছি, এইসব গুঞ্জনে কান দেওয়া অনুচিত। এটা ভুয়ো খবর। আমাদের বিয়ে আর আমরাই জানি না’!

 বর্তমানে ‘ফুলকি’ সিরিয়ালে অভিনয় করছেন কৌশাম্বি। সেই সিরিয়ালের সেটেই কান পাতলে শোনা যাচ্ছে, বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন কৌশাম্বি। তবে আদৃতের বিয়ের গুঞ্জন নতুন নয়। কৌশাম্বির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন আদৃত। ২০২২-এর ডিসেম্বরে বিয়ের তারিখও পাকা ছিল দুজনের। কিন্তু ভেস্তে যায় সেই বিয়ে, শোনা যায় আদৃত-কৌশাম্বির ঘনিষ্ঠতার জেরে ভাঙে সুপ্রিয়া-আদৃতের বহু পুরোনো প্রেম। চলতি বছরের গোড়ার দিকেই নিজের নতুন জীবনসঙ্গী খুঁজে সম্পর্কে অফিসিয়্যাল সিলমোহর দেন আদৃতের প্রাক্তন।

আদৃত আপাতত ব্যস্ত নিজের কামব্যাক ছবি ‘পাগল প্রেমী’ নিয়ে। যা পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিরূপ ঘোষ। ওদিকে ফুলকি-র সেটেই সময় কাটছে কৌশাম্বির।

বায়োস্কোপ খবর

Latest News

‘কর্মবিরতি তুলছি না, নতি স্বীকার সরকারের,’ জানালেন জুনিয়র ডাক্তাররা, বাজল ঢাক হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১, আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,কিছু দাবি মানলেন মমতা,কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা ৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল… ‘একটি পর্যবেক্ষণে…',CBIকে ‘খাঁচা বন্দি পাখি’ বলে SCর মন্তব্যের পর সরব ধনখড় দেখুন, 'ওরা' আমার পেজে দলবেঁধে রিপোর্ট করছে, মহা বিপাকে কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.