অমিতাভ বচ্চন জনপ্রিয় টেলিভিশন কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-এর একটি নতুন সিজন নিয়ে ফিরতে প্রস্তুত। সোশ্যাল মিডিয়ায় একটি প্রোমো সহ খবরটি শেয়ার করেছে সনি টিভি। এতে, বলিউড সুপারস্টার ঘোষণা করেছেন যে, বহুল প্রিয় শোটি জনসাধারণের চাহিদায় ফিরে আসছে।
সোনি টিভির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা প্রোমোতে বিগ বি-এর আবেগময় বক্তৃতার স্নিপেট দেখানো হয়েছে যা তিনি 'কৌন বনেগা ক্রোড়পতি'র পনেরতম সিজন শেষ হওয়ার পরে দিয়েছিলেন। চোখ ভরা জল, বুঁজে আসা গলায় বলেছিলেন, ‘এখন যাওয়ার সময় কারণ মঞ্চ আর আগের মতো থাকবে না। কাল থেকে যে আমরা এখানে ফিরছি না, তা সবাইকে জানানো মুশকিল।’
আরও পড়ুন: হাসি ভরা মুখে, হাতে ভর্তি শপিং ব্যাগ, হানিমুনে অনুপম-পত্নী প্রশ্মিতা? গেলেন কোথা
তবে এবার সেই গলার স্বরেই উৎসুকতা। অমিতাভ ঘোষণা করলেন, ‘আপনি যা শুরু করেন তার শেষ অনিবার্য। কিন্তু, যখন আপনাকে অনেক লোক ভালোবাসে, তখন না ফিরে আসা অসম্ভব।’ নির্মাতারা আরও ঘোষণা করেছেন যে, কেবিসি ১৬ (KBC 16) শুরু হবে ২৬ এপ্রিল থেকে। ভিডিয়োটি হিন্দিতে একটি ক্যাপশন সহ শেয়ার করা হয়েছে যার অনুবাদ, 'আমরা এত ভালবাসা পেয়েছি যে আমরা আবার ফিরে আসছি। কেবিসি শুরু হবে ২৬ এপ্রিল থেকে রাত ৯টায়।'
আরও পড়ুন: বুবলী-অপুর ঝামেলায় ‘ক্লান্ত’ শাকিব? ছেলে জয়কে দেশছাড়া করার সিদ্ধান্ত, কোথায় পাঠানো হচ্ছে
ঘোষণাটি কেবিসির ভক্তদের উত্তেজিত করেছে। ‘কেবিসির নতুন সিজন আনার জন্য ধন্যবাদ’, একজন ভক্ত মন্তব্য করেছেন। অন্য একজন লিখেছেন, ‘এবিকে আবার কেবিসিতে দেখতে পেয়ে খুব ভালো লাগছে’। তৃতীয়জনের মন্তব্য, ‘আমি উত্তেজিত! এবার খুব ভালো কাটবে সপ্তাহান্ত।’ চতুর্থজন লিখলেন, ‘দারুণ খুশির খবর কেবিসি-র ফেরা’।
কৌন বনেগা ক্রোড়পতির প্রথম সিজন ২০০০ সালে সম্প্রচারিত হয়েছিল। অমিতাভ বচ্চন তখন থেকে রয়েছেন হট সিটে। শাহরুখ খান ২০০৬ সালে অনুষ্ঠানের তৃতীয় সিজনে কেবিসি হোস্ট করেছিলেন।
আরও পড়ুন: বুবলী-অপুর ঝামেলায় ‘ক্লান্ত’ শাকিব? ছেলে জয়কে দেশছাড়া করার সিদ্ধান্ত, কোথায় পাঠানো হচ্ছে
বিগ বি-কে আগামীতে দীপিকা পাড়ুকোন ও প্রভাসের সঙ্গে সাই-ফাই অ্যাকশন থ্রিলার ছবি 'কলকি ২৮৯৮ এডি'-তে দেখা যাবে। ২০২৪ সালের ৯ মে মুক্তি পাবে ছবিটি। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে কোর্টরুম ড্রামা ফিল্ম 'সেকশন ৮৪'।