মুম্বইয়ের বাড়ি জলসার একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেতা অমিতাভ বচ্চন। সোমবার নিজের ব্লগে জলসার মন্দির প্রাঙ্গনের কয়েকটি মুগ্ধ করা ছবি শেয়ার করেছেন বিগ বি।
জলসা মন্দিরের ছবি শেয়ার করলেন অমিতাভ
অমিতাভ এক্স (আগের টুইটার)-এ কয়েকটি ছবিও পোস্ট করেছেন। পোস্টের ক্য়াপশনে হিন্দি হরফে লিখেছেন, ‘T 4918 বিশ্বাস। শিব ঠাকুরকে দুধ, জল আর তুলসি অর্পন করলাম’। আরও পড়ুন: নাতি-নাতনির জন্মদিনে কী শুনেই ‘না’ বলেছিলেন মা হিরু? জানালেন করণ নিজে
ব্লগে পোস্ট করা একটি ছবিতে মন্দিরে দেবদেবীর মার্বেলের মূর্তি দেখা গিয়েছে। তাঁদের ফুল, মালা দিয়ে সাজানো। সাদা মার্বেল স্ট্যান্ডে একটি কালো শিবলিঙ্গও রাখা। মন্দিরের ছাদ থেকে সোনালি রঙের ঘণ্টা ঝুলছে। আরও পড়ুন: নিমেষে Mr India 2-এর চিত্রনাট্য বানালো একাদশ ফেল রাঁধুনি! গল্প ফাঁস করলেন পরিচালক
কিছু ছবিতে অমিতাভকে শিবলিঙ্গে দুধ ঢালতে দেখা গিয়েছে। বাগানের একটি তুলসী গাছে জলও দিচ্ছিলেন তিনি। অভিনেতা একটি কালো হুডি এবং ম্যাচিং প্যান্ট পরেছেন। তবে মন্দিরে থাকার সময় তিনি ছিলেন খালি পায়ে।
ভক্তদের সঙ্গে দেখা করলেন অমিতাভ, সঙ্গ দিলেন অভিষেক
প্রতি রবিবার দিনের একটি নির্দিষ্ট সময় ভক্তদের সঙ্গে জলসা বাংলোর বাইরে দেখা করেন মেগাস্টার অমিতাভ বচ্চন। অভিনেতাকে এক ঝলক দেখার জন্য প্রচুর ভক্ত বাংলোর বাইরে ভিড় করেন। এই রবিবারও তার অন্যথা হয়নি। কিন্তু এ দিন বাবা অমিতাভের সঙ্গে ছেলে তথা অভিনেতা অভিষেক বচ্চনও অপেক্ষারত ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন বাংলোর বাইরে।
কালো পোশাক পরে ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন বিগ বি। অন্যদিকে, বাংলোর ব্যালকনিতে দাঁড়িয়ে চুপিচুপি বাবার দিকে তাকিয়ে ছিলেন অভিষেক। সেই মুহূর্তই লেন্সবন্দি করেন পাপারাৎজ্জি। এক পাপারাৎজ্জির সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ার পাতায়। দেখা গিয়েছে, বাংলোর বাইরে অপেক্ষারত দর্শকদের সঙ্গে দেখা করতে এসেছেন বিগ বি। হাত নাড়িতে অভিবাদন জানাচ্ছেন তিনি। ঠোঁটে তাঁর চওড়া হাসি। সামনে অজস্র ভক্তের ভিড়। সামনে প্রিয় তারকাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা।
অমিতাভের আসন্ন ছবি
অমিতাভকে পরবর্তীতে দীপিকা পাড়ুকোন এবং প্রভাসের সঙ্গে সাই-ফাই অ্যাকশন থ্রিলার ফিল্ম কালকি 2898 এ দেখা যাবে। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন কমল হাসান এবং দিশা পাটানি। ২০২৪ সালের ৮ মে সিনেমাহলে মুক্তি পাবে এই সিনেমা। কোর্টরুম ড্রামা ফিল্ম, সেকশন 84-ও রয়েছেন বিগ বি-রহ হাতে।