ঘটা করে হয়েছে প্রি-ওয়েডিং সেলিব্রেশন। আর বিয়েটা সাদামাটা হবে তাও কি হয়! বাগদান, প্রাক-বিয়ের অনুষ্ঠানের পর এবার শুরু হয়েছে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ের তোড়জোড়। প্রাক-বিবাহ অনুষ্ঠান তো হয়েছে গুজরাটের জামনগরে, তাহলে বিয়ের আসর বসছে কোথায়?
নাম প্রকাশে অনিচ্ছুক একটা সূত্র ইন্ডিয়া টুডে জানিয়েছেন, লন্ডনে অনন্ত-রাধিকার বিয়ের একটা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। হাজার হোক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা, ঘটা তো হবেই। যদিও HT.com আলাদা করে এই তথ্য যাচাই করে দেখেনি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, লন্ডনের স্টোক পার্ক এস্টেটে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই বলি তারকাদের বিয়ের অনুষ্ঠানের জন্য ওই দিনটি ফাঁকা রাখার অনুরোধ করে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও স্টোক পার্কে আয়োজিত হতে চলা অনুষ্ঠানের থিমটি এখনও প্রকাশ করা হয়নি। তবে রিপোর্টে দাবি করা হয়েছে বিয়ের জন্য একটা ককটেল কিংবা মিউজিক নাইটসের ব্যবস্থা করা হবে। চলতি মাসের শুরুর দিকে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টকে কড়া নিরাপত্তার মধ্যে দুবাইয়ের দুটি শপিং মলে কেনাকাটা করতে দেখা যায়।
আরও পড়ুন-ছেলে কোলে বিয়ে করেছেন, আইনি বিয়ের পর রাতুল-রূপাঞ্জনার ছবিও তুলল রিয়ান
অনন্ত-রাধিকা
প্রসঙ্গত চলতি বছরের মার্চে মুকেশ আম্বানি ও নীতা আম্বানি গুজরাটের জামনগরে ছোট ছেলে অনন্ত ও হবু বউমা রাধিকার জন্য তিনদিনের প্রাক-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেন। ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত চলা জামনগর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোটা বিশ্বের গ্লোবাল আইকন, বলিউড এ-লিস্টার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।
তারও আগে ২০২৩এর জানুয়ারিতে মুম্বইয়ে তাঁদের পারিবারিক বাসভবন, অ্যান্টিলায় ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানেের মাধ্যমে বাগদান সেরেছিলেন অনন্ত এবং রাধিকা।
২০২২ সালের ডিসেম্বরে রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে অনন্ত-রাধিকার 'রোকা' অনুষ্ঠান হয়েছিল। যে অনুষ্ঠানের মাধ্যে তাঁরা গোটা বিশ্বের সামনে নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিক ঘোষণা করেন।
জানা যায়, অনন্ত এবং রাধিকা শৈশব থেকেই একে অপরকে চেনেন। তবে ২০১৮ সালে তাঁদের সম্পর্ক আলোচনার বিষয় হয়ে ওঠে। সেসময় ম্যাচিং পোশাক পরে একে অপরের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।