Anant radhika wedding
সেরা খবর
সেরা ভিডিয়ো
#nitaambani #mukeshambani #ambaniwedding #akashambani #radhikamerchant #massmarriage মঙ্গলবার রিলায়েন্স কর্পোরেট পার্কে গণ-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেন আম্বানিরা। মূলত দুঃস্থ পরিবার, যাঁদের বিয়ে হচ্ছে না, এমন প্রায় ৫০ জন নারী-পুুরুষদের জন্যই এই গণ-বিবাহের আয়োজন করেন আম্বানিরা। সেই অনুষ্ঠানে হাত জোড় করে ঢুকতে দেখা যায় মুকেশ-নীতা আম্বানিকে। এদিন নীতা আম্বানি পরেছিলেন সোনার গয়না, উজ্জ্বল লাল সিল্কের শাড়ি, ম্যাচিং ব্লাউজ সঙ্গে ছিল একটা লাল ব্যাগ। এই পোশাকে নীতা আম্বানিকে বেশ সুন্দর দেখাচ্ছিল। কানে পরেছিল সোনার ছোট ঝুমকো, গলায় সোনার নেকলেস। আর মুকেশ আম্বানির পরনে ছিল সাদা শার্ট ও কালো ট্রাউজার।
এদিন গণ-বিবাহ অনুষ্ঠান শেষে নব-দম্পতিদের আশীর্বাদ হিসাবে আর্থিক সাহায্যও দেন নীতা। ANI সূত্রে খবর প্রত্যেক দম্পতিকে মঙ্গলসূত্র, বিয়ের আংটি এবং নাকছাবি সহ সোনার গয়না এবং পায়ের আংটি এবং পায়ের পাতার মতো রূপোর অলঙ্কার উপহার দিয়েছেন আম্বানিরা। এছাড়াও প্রত্যেক কনে 'স্ত্রীধান' হিসাবে ১ লক্ষ১ টাকার চেক নিজের হাতে তুলে দেন নীতা আম্বানি। __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en
সেরা ছবি
- Anant-Radhika Wedding Gift: কিছুদিন আগেই সাতপাকে বাঁধা পড়েছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। তাঁদের বিয়েতে কে কী উপহার দিলেন জানেন?