আগামী ১২ জুলাই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। তবে তার আগে ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত গুজরাটের জামনগরে ধুমধাম করে চলছে তাঁদের প্রাক বিবাহ অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছেন দেশে বিদেশের নামী নামী শিল্পী, খেলোয়াড়, ব্যক্তিত্বরা। আর এ হেন অনুষ্ঠানে দাঁড়িয়ে মায়ের জন্য এক আবেগঘন বার্তা দিলেন অনন্ত আম্বানি।
নীতা আম্বানির জন্য কী বললেন অনন্ত?
এদিন হবু স্ত্রী রাধিকার সঙ্গে মঞ্চে ওঠেন অনন্ত। সেখানে দাঁড়িয়ে তিনি মাকে ধন্যবাদ জানান। শুধু তাই নয়, এই গোটা আয়োজনের কৃতিত্ব যে তাঁরই সেটাও বলেন। নীতা আম্বানির উদ্দেশ্যে এদিন অনন্ত আম্বানি বলেন, 'থ্যাঙ্ক ইউ মাম্মা। আজ এই যা যা আয়োজন দেখছেন সবটাই আমার মা করেছেন। আর অন্য কেউ না। গত ৪ মাস ধরে বোধহয় আমার মা নিরলস খেতে গিয়েছে আজকের অনুষ্ঠানের জন্য। দিনে ১৮-১৯ ঘণ্টা করে খেটেছেন। আমি আমার মায়ের কাছে কৃতজ্ঞ সবটার জন্য।' ছোট ছেলের কথায় আনন্দে ভেসে যান তিনি।
আরও পড়ুন: 'খুব ভয়ে আছি...' চুটিয়ে প্রেম করে ছাদনাতলায়, তবুও কাঞ্চনকে বিয়ের আগে আতঙ্কিত শ্রীময়ী! কেন?
আরও পড়ুন: তোড়জোড়ই সার! বক্স অফিসে প্রথমদিনই মুখ থুবড়ে পড়ল কিরণ রাওয়ের ছবি, কত আয় করল লাপাতা লেডিজ?
আর কী বললেন এদিন অনন্ত?
অনন্ত সেদিন অনুষ্ঠানে উপস্থিত সকলে অতিথিদের ধন্যবাদ জানান। একই সঙ্গে ক্ষমা চেয়ে নেন তাঁদের কোনও অসুবিধা হলে সেটার জন্য। এছাড়া তিনি তাঁর বাবা মুকেশ আম্বানি, দিদি ইশা আম্বানি, দাদা আকাশ আম্বানি এবং বৌদি ও জামাইবাবুকে ধন্যবাদ জানান এই গোটা অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। তাঁর সঙ্গে সুরে সুর মেলান রাধিকাও।
এই অনুষ্ঠানের জন্য অনন্ত কালো স্যুট প্যান্ট এবং সাদা শার্ট পরেছিলেন। অন্যদিকে রাধিকার পরনে ছিল একটি গাউন।
আরও পড়ুন: 'খুবই লক্ষ্মী বউমা...' বিয়ের এক বছর পর রিসেপশন সত্যজিতের নাতি সৌরদীপের! মানিকবাবুর নাতবউ কে?
আরও পড়ুন: 'ছাল ছাড়ানো মুরগি', সুস্মিতাকে দেখেই ‘বাংলার উরফি’র তকমা! কী এমন করলেন জিতের নায়িকা?
কে কী বলছেন?
সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে অনন্তের এই স্পিচ। অনেকেই তাঁকে তাঁর বক্তব্যের জন্য বাহবা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'মন জিতে নিলে ভাই!' আরেকজন লেখেন, 'দুনিয়ায় যে যত বড় অর্থবান হোক না কেন, মায়ের ভালোবাসার কোনও তুলনা হয় না। আর ওঁর তো দুটোই আছে।'