সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গলস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড। আর সেখানেই বসেছিল চাঁদের হাট। কে আসেননি সেখানে! সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সহ নীল ভট্টাচার্য, তৃণা সাহা, ইশা সাহা, সুস্মিতা চট্টোপাধ্যায়, প্রমুখকে দেখা গিয়েছিল। আর সেই অনুষ্ঠানে এসেই চরম ট্রোলের মুখে পড়লেন জিতের নায়িকা সুস্মিতা। কিন্তু কী করলেন তিনি?
চরম কটাক্ষের মুখে সুস্মিতা
এদিন সুস্মিতা একটি ব্রালেটের উপর ফুল স্লিভ নেট পরেছিলেন উপরে। সঙ্গে নিচে কালো এবং অফহোয়াইট একটি স্কার্ট পরেছিলেন। সঙ্গে ছিল নেটের ছোঁয়া। একদম সামান্য গয়না এবং হাই হিলে লুক কমপ্লিট করেন তিনি এদিন। অনুষ্ঠানে এসে ধরা দেন পাপারাৎজিদের ক্যামেরায়। বিভিন্ন পোজে ছবিও তোলেন। তাঁর সেই ছবি এবং সাজ সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেটা দেখেই অনেকেই তাঁকে বাংলার উরফির তকমা দিয়েছেন। তাঁর এই 'বিটকেল' পোশাক দেখে হেসে গড়িয়ে পড়েছেন অনেকেই।
আরও পড়ুন: 'রাজনীতি ফুল টাইম কাজ, অভিনয়ের সঙ্গে ওটা হয় না', নাম না করেই দেব-মিমি-নুসরতদের 'ঠুকলেন' শোলাঙ্কি?
কে কী বলছেন?
সকলেই জানে উরফি জাভেদ অদ্ভুত সব পোশাক পরেন এবং নজর কাড়েন। বাংলাতেও অনেক সময় অনেক অভিনেত্রী, অভিনেতাদের তেমনই কিছু একটু অন্যধরনের পোশাকে দেখা যায়। আর যখন সেটা হয় উঠে আসে উরফির প্রসঙ্গ। এদিনও তাই হল। সুস্মিতার এই সাজ দেখে এক ব্যক্তি লেখেন, 'এটা দেখে মনে হচ্ছে কোনও অর্ধেক ছাল ছাড়ানো মুরগি।' আরেকজন লেখেন, 'ডিজাইনারদের এবার একটু উন্নত হওয়া প্রয়োজন আছে। মাথায় জং ধরে যাচ্ছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'টলিউডের উরফি।' কেউ আবার লেখেন, 'উরফির থেকে ক্র্যাশ কোর্স করে এসেছেন নাকি উদ্ভট পোশাকের?'
এক ব্যক্তি মজা করে লেখেন, 'কাকতাড়ুয়াকে যখন রণপা পরিয়ে দেওয়া হয় তখন দেখতে ঠিক এরকমই লাগে।' 'ডিজাইনারকে যখন ফুল পেমেন্ট করা হয় না' মন্তব্য আরেকজনের।
আরও পড়ুন: এবার মহানায়কের তালিমে প্রেমে পড়বেন অনিন্দ্য - রোশনি! প্রকাশ্যে অতি উত্তমের ট্রেলার
সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে
সুস্মিতা চট্টোপাধ্যায় খুব একটা বেশিদিন হয়নি এই ইন্ডাস্ট্রিতে এসেছেন। তিনি তাঁর অনেক ছবিই জিতের সঙ্গে করেছেন। তাঁকে মানুষ, চেঙ্গিজ, প্রেম টেম, ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে।