বাংলা নিউজ > বায়োস্কোপ > Andaz Apna Apna producer daughter: ‘আন্দাজ আপনা আপনা’র ব্যর্থতার দায় আমির-সলমনের? পরিচালকের উলটো কথা প্রযোজক কন্যার

Andaz Apna Apna producer daughter: ‘আন্দাজ আপনা আপনা’র ব্যর্থতার দায় আমির-সলমনের? পরিচালকের উলটো কথা প্রযোজক কন্যার

‘আন্দাজ আপনা আপনা’ নিয়ে অকপট প্রযোজক কন্যা প্রীতি সিনহা

‘আন্দাজ আপনা আপনা’ ছবি ফ্লপ হওয়ার পিছনে রয়েছে কী কারণ, এক সাক্ষাত্কারে নিজেই মুখ খুলেছেন ছবির পরিচালক রাজকুমার সন্তোষী। দাবি করেছেন, সলমন খান ও আমির খান নাকি ছবির প্রচারই করেননি। এ বিষয় পালটা মুখ খুলেছেন ছবির প্রযোজকের মেয়ে। তিনি পরিচালক রাজকুমার সন্তোষীর দাবিকে অস্বীকার করেছেন।

‘আন্দাজ আপনা আপনা’ ছবি নিয়ে এত বছর পর চলছে তুমুল চর্চা। যদিও ১৯৯৪ সালে ছবিটি মুক্তির পর বক্স অফিসে তেমন কোনও ফল করতে পারেনি। ফলে মাত্র দু'সপ্তাহের মধ্যেই প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সে সময় বক্স অফিসে বিশেষ কিছু দেখাতে না পারলেও টিভিতে আসার পর ছবিটি ব্যাপক সাফল্য অর্জন করে।

ছবি ফ্লপ হওয়ার পিছনে রয়েছে কী কারণ, কেন ছবির সিক্যুয়েল নিয়ে কেউ মাথা ঘামাননি, এক সাক্ষাত্কারে নিজেই মুখ খুলেছেন ছবির পরিচালক রাজকুমার সন্তোষী। ছবির পরিচালক একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ছবিটির ফ্লপ হওয়ার কারণ সম্পর্কে বলতে গিয়ে দাবি করেছেন, সলমন খান ও আমির খান নাকি ছবির প্রচারই করেননি। যদিও এ বিষয় পালটা মুখ খুলেছেন ছবির প্রযোজকের মেয়ে। তিনি পরিচালক রাজকুমার সন্তোষীর দাবিকে অস্বীকার করেছেন।

আরও পড়ুন: 'আন্দাজ আপনা আপনা'র প্রচার নাকি করেননি আমির-সলমন, এত দিনে সরব পরিচালক

সম্প্রতি, ইটামসকে দেওয়া সাক্ষাৎকারে ‘আন্দাজ আপনা আপনা’ ছবির প্রযোজক বিনয় সিনহার মেয়ে প্রীতি সিনহা এ বিষয় বলেছেন, 'সলমন এবং আমির খান তাঁদের সাধ্যের থেকে বেশি ছবির প্রচার করছেন। তখন এখনকার মতো এত ওয়েবসাইট ও চ্যানেল ছিল না। তখন বিশেষ কোনও মিডিয়া ছিল না। অনেক সাক্ষাৎকার দিয়েছেন এবং সবগুলিই খুব ভালোভাবে ছাপা হয়েছে। কিন্তু সন্তোষী কি বর্তমান সময়ে বাস করছেন? বর্তমানে বেঁচে থাকা ভালো কিন্তু পুরনো ভালো সময়গুলিকে কখনও ভুললে চলবে না।'

আরও যোগ করেছেন, ‘সলমন খান এবং আমির খান শুধুমাত্র পাপার ছবির প্রচারই করেননি, ছবি সম্পূর্ণ করতেও সাহায্য করেছেন। ছবিটি তৈরি করতে সময় লেগেছে ৪ বছর। আর সেই সময় তারিখের সমস্যাও ছিল। কিন্তু দুজনেই খুব ভালোভাবে পরিস্থিতি সামাল দেন এবং সময় দেন’।

উল্লেখ্য, 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির সাফল্যের পর আমির খানের সঙ্গে 'আন্দাজ আপনা আপনা' ছবিতে দেখা গিয়েছিল সলমনকে। ছবিতে আমির-সলমনের রসায়নও বেশ প্রশংসিত হয়েছিল। কিন্তু ইটামসকে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘আন্দাজ আপনা আপনা’ ছবির পরিচালক রাজকুমার সন্তোষীর বলেছেন, ‘ছবি মুক্তির সময় ছবির তারকারা মুম্বইয়ের বাইরে অন্যান্য ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। এখন ছবির তারকারা প্রোমোশনে অনেক সময় দেন। আমরা ঠিক মতো ছবির প্রচার করতে পারিনি, এমনকি ছবিটিকে মানুষের কাছেও পৌঁছে দিতে ব্যর্থ হয়েছি। যার কারণে আমাদেরও পরিবেশকদের বিরক্তির মুখে পড়তে হয়েছিল’।

বন্ধ করুন