বাংলা নিউজ > বায়োস্কোপ > Anirban Chakraborty: ‘৬/৭ বার নাটক বন্ধ করতে হল..’, দর্শকদের কোন আচরণে ক্ষুব্ধ ‘একেন বাবু’ অনির্বাণ?

Anirban Chakraborty: ‘৬/৭ বার নাটক বন্ধ করতে হল..’, দর্শকদের কোন আচরণে ক্ষুব্ধ ‘একেন বাবু’ অনির্বাণ?

ক্ষুব্ধ অনির্বাণ 

Anirban Chakraborty: গত রবিবার একবার নয়, দু-বার নয় লাগাতার সাতবার বন্ধ করতে হয়েছে নাটক, কারণ হলে বাজছে মোবাইল ফোন। দর্শকদের উপর ক্ষোভ উগরে দিলেন অভিনেতা। 

এই মুহূর্তে বাংলা বিনোদন জগতের অতি পরিচিত মুখ অনির্বাণ চক্রবর্তী। ‘একেন বাবু’ হিসাবে দর্শকদের অঢেল ভালোবাসা কুড়িয়েছেন তিনি। ওটিটির পাশাপাশি রুপোলি পর্দাতেও সফল একেন বাবু। তবে মঞ্চের প্রতি টান এখনও ছিন্ন করতে পারেননি। মঞ্চে দাঁড়িয়ে অভিনয় আর দর্শকদের লাইভ রি-অ্যাকশন দেখার সুযোগ, এই দুইয়ের লোভ সামলানোটা বড় কঠিন রঙ্গমঞ্চের অভিনেতাদের পক্ষে। 

অভিনেতারা সব সময়ই নিজের সেরাটা উজার করে দিতে তৈরি থাকেন। রঙ্গমঞ্চে অ্যাকশন-কাটের জায়গা থাকে না। রি-টেক নেই বলেই এখানে ভুল-চুক করার কোনও জায়গা নেই। মনসংযোগ থাকাটা খুব জরুরি। দর্শকরা টিকিট কেটে হলে এসেছেন, তাঁরা যাতে নিরাশ না হন,সেটাই একমাত্র উদ্দেশ্য় হয় অভিনেতাদের। 

সারি সারি দর্শকের সামনে সংলাপ বলার সময় যদি অন্ধকার প্রেক্ষাগৃহে দর্শকাসনে কারুর মোবাইল বেজে ওঠে…নিঃসন্দেহে তাল কাটে মঞ্চে। মাঝেমধ্যে পরিস্থিতি এমনই বিগড়ে যায় যে থামাতে হয় নাটক। যেমনটা ঘটেছে অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে। 

রবিবার একবার নয়, দু-বার নয় লাগাতার সাতবার বন্ধ করতে হয়েছে নাটক, কারণ হলে বাজছে মোবাইল ফোন। বিষয়টা মোটেই মেনে নিতে পারেননি অভিনেতা। ক্ষোভ উগরে দেন একরাশ। সুজন মুখোপাধ্য়ায়ের পরিচালনায় অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসে মহাত্মা বনাম গান্ধী নাটক উপস্থাপন করছিলেন অনির্বাণ ও তাঁর দলের লোকজন। গোটা বিষয় নিয়ে ফেসবুকে ক্ষোভ উগরে অভিনেতা লেখেন, ‘আজ সকালে অ্যাকাডেমিতে নাটকের শো ছিল। কিছু ‘—’ দর্শক সমস্ত অনুরোধ উপেক্ষা করে মোবাইল চালু রাখলেন। ৬/৭ বার নাটক বন্ধ রাখতে হল। ফলে যা হওয়ার তাই হল।'

নাটক বা সিনেমা দেখতে এসেও মোবাইল আসক্তি কাটিয়ে উঠতে পারছেন না মানুষজন। এই প্রসঙ্গে টিভি নাইন বাংলাকে অভিনেতা বলেন, ‘এই অসুবিধা বা এই দায়বদ্ধতার অভাবটা কিন্তু শুধু তরুণ প্রজন্মের মধ্যেই রয়েছে এমনটা নয়, বর্তমানে সব প্রজন্মের মধ্যেই রয়েছে। এদের একশ্রেণিতে ভাগ করা যেতে পারে, প্রজন্মে নয়। এটা বলা খুব সহজ যে, ‘এই প্রজন্মের ছেলেমেয়েরা এটা করছে’, আমি বলব এই সৌজন্যের অভাব, সভ্যতার অভাব, শালীনতার অভাব, এই বিষয়গুলো যাঁরা লাইফ পারফরম্যান্সের সময় নজরে রাখতে পারেন না, সমস্যাটা তাঁদের নিয়ে।’ 

রুচিবোধ ও দায়বদ্ধতার প্রশ্ন টেনে অনির্বাণ বলেন,'রিলস একটা রুচির বিষয়, আমার ভাল না লাগলে আমি করব না। তেমনই তো থিয়েটার, যাঁর ভাল লাগবে, সে আসবে, যার ভাল লাগবে না, সে আসবে না। কেউ তো জোর করে না। কিন্তু আমি যখন দর্শক হিসেবে উপস্থিত হচ্ছি, তখন আমাকে সেই দায়িত্ববোধ ও দায়বদ্ধতাটা নিয়ে আসতে হবে।' 

তবে সব দর্শকই দায়বদ্ধহীন এমনটা নয়। দিন তিনেক আগেই কল্যাণীতে নাটক করতে পৌঁছেছিলেন অনির্বাণ। সেখানে হলে একটা মোবাইলও বাজেনি। সেই কথাও নিজের সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করতে ভোলেননি অভিনেতা। 

 

বায়োস্কোপ খবর

Latest News

টাকা চেয়ে দেওয়া হয়েছিল হুমকি? বিশ্বভারতীর ছাত্রীর মৃত্যুতে ঘনীভূত হচ্ছে রহস্য ফর্ম পড়তিতে, কিন্তু আয়ের নিরিখে এখনও শীর্ষে রোনাল্ডো, কোহলি কত নম্বরে? বয়স শুধুমাত্র সংখ্যাই, ওল্ড ট্রাফোর্ডে ফ্রি কিক থেকে গোল করে প্রমাণ রুনির সম্পর্কে আজ কি সমস্যা হতে পারে? দেখুন কী বলছে আজকের প্রেম রাশিফল 'রাত দখলের নামে সিপিএম – বিজেপির ঝান্ডা নিয়ে মাতলামো করছে' দোষীরা শাস্তি পাক: আরজি কর কাণ্ডে গর্জে উঠল বাইশ গজ, কী বললেন ঋদ্ধি-মনোজ? আম্বানির ডাকে গণেশ পুজোয় করিনা-সইফ-সোনমরা! কার সাজ বেশি সুন্দর লাগল আপনার 'নিরপেক্ষভাবে কাজ করুন, নইলে পুলিশকর্মীদের নিম গাছে বেঁধে রাখব' SOP মেনে তদন্ত করেনি পুলিশ, লোপাট হয়ে থাকতে পারে প্রমাণ: নির্ভয়া মামলার অফিসার ICC-র নতুন চেয়ারম্যান জয় শাহকে নিয়ে কী ভাবছে পাকিস্তান? কী বললেন PCB প্রধান?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.