বাংলা নিউজ > বায়োস্কোপ > Kurban Motion Poster: দাউদাউ করে জ্বলছে নৌকা, কোন অশান্ত সময়ের মধ্যে পড়লেন অঙ্কুশ

Kurban Motion Poster: দাউদাউ করে জ্বলছে নৌকা, কোন অশান্ত সময়ের মধ্যে পড়লেন অঙ্কুশ

অঙ্কুশের কুরবানের মোশন পোস্টারে ফুটে উঠল অশান্ত সময়ের ছবি

Kurban Motion Poster: আসছে অঙ্কুশ হাজরা এবং প্রিয়াঙ্কা সরকারের নতুন ছবি কুরবান। ইতিমধ্যেই অভিনেতাদের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এবার প্রকাশ্যে এল এই ছবির মোশন পোস্টার।

টলিউড ফের নতুন একটা জুটি পেতে চলেছে। এই প্রথমবার কোনও ছবিতে জুটি বাঁধবেন অঙ্কুশ হাজরা এবং প্রিয়াঙ্কা সরকার। তাঁদের একত্রে শৈবাল মুখোপাধ্যায়ের কুরবান ছবিতে দেখা যেতে চলেছে। ইতিমধ্যেই এই ছবিতে প্রধান দুই অভিনেতার লুক কেমন হবে সেটা প্রকাশ্যে এসেছে। এবার মুক্তি পেল এটির মোশন পোস্টার।

কুরবান ছবির মোশন পোস্টারে দেখা যাচ্ছে একটি নদীর পাড়ে সাইকেল ধরে দাঁড়িয়ে আছেন অঙ্কুশ। পরনে ফতুয়া এবং পায়জামা, মুখ ভর্তি দাড়ি, লম্বা চুল। পিছনে পড়ন্ত বেলায় নদীর মধ্যে দাউদাউ করে জ্বলছে এক নৌকা। এই মোশন পোস্টার শেয়ার করে অঙ্কুশ লেখেন, '' তিনি তাঁর এই পোস্টে শৈবাল মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকারকে ট্যাগ করেছেন। জানিয়েছেন শীঘ্রই এটির ট্রেলার মুক্তি পাবে। তবে ট্রেলার এখন মুক্তি পেলেও ছবিটি যে শীতের ছুটিতে মুক্তি পাবে সেটা তাঁর পোস্ট থেকেই স্পষ্ট।

আরও পড়ুন: জীবনে অপ্রত্যাশিত ঝড়, সংসার বাঁচাতে কী 'কুরবান' করবেন অঙ্কুশ-প্রিয়াঙ্কা?

কুরবানের গল্প

এই ছবিতে অঙ্কুশ এবং প্রিয়াঙ্কা যথাক্রমে হাসান এবং হিজলের চরিত্রে অভিনয় করবেন। বাংলার এক বাঙালি মুসলিম পরিবারের গল্প দেখা যাবে এখানে। গ্রামীণ প্রেক্ষাপটে মনুষ্যত্বের এক অন্য দিক এই ছবিতে তুলে ধরবেন পরিচালক শৈবাল মুখোপাধ্যায়। ছবিতে হাসানের পরিবারে আছে তাঁর আব্বা, আম্মি, আম্মির এক পাতানো বোন, তাঁর ছেলে হাসু এবং স্ত্রী হিজল। এঁদের তিনি ভীষণই ভালোবাসেন। এঁদের নিয়েই তাঁর সংসার। হাসান ভীষণ অনুভূতিপ্রবণ মানুষ। সে জীবনকে আর চার পাঁচটা মানুষের থেকে আলাদা ভাবে দেখে। ফলে পড়তে হয় কঠিন চ্যালেঞ্জের মধ্যে। সবটা মিলিয়ে ঠিকঠাক চললেও হাসানের এই সুখের সংসারে আচমকাই ঝড় ওঠে। প্রশ্নের মুখে পড়ে তাঁর জীবনবোধ। তখন তিনি কী করবেন সেটা নিয়েই এই ছবি।

প্রসঙ্গত অঙ্কুশ এবং প্রিয়াঙ্কা কিন্তু এর আগেও একসঙ্গে কাজ করেছেন। বিবাহ অভিযান এবং আবার বিবাহ অভিযান ছবিতে তাঁদের দেখা গিয়েছে। কিন্তু সেখানে তাঁরা একে অন্যের বিপরীতে কাজ করেননি। ফলে জুটি হিসেবে এখানেই তাঁরা প্রথমবার ধরা দেবেন।

বন্ধ করুন