আবারও স্ক্রিন শেয়ার করতে চলেছেন অঙ্কুশ হাজরা এবং প্রিয়াঙ্কা সরকার। বিবাহ অভিযান এবং আবার বিবাহ অভিযান ছবি দুটোর পর এবার তাঁদের একত্রে শৈবাল মুখোপাধ্যায়ের ছবিতে দেখা যাবে। এবার তাঁরা জুটি বাঁধতে চলেছেন। এখানে আর কোনও রকম বর পালানোর গল্প থাকবে না। বরং মানবিক ছোঁয়া দিয়ে সাদামাটা সংসারের গল্প বলবে এই ছবি।
অঙ্কুশ হাজরা এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত এই আসন্ন ছবিটির নাম কুরবান। এখানে তাঁরা হাসান এবং হিজলের চরিত্রে অভিনয় করবেন। বাংলার এক বাঙালি মুসলিম পরিবারের গল্প দেখ যাবে এখানে। গ্রামীণ প্রেক্ষাপটে মনুষ্যত্বের এক অন্য দিক এই ছবিতে তুলে ধরবেন পরিচালক শৈবাল মুখোপাধ্যায়।
ছবিতে হাসানের পরিবারে আছে তাঁর আব্বা, আম্মি, আম্মির এক পাতানো বোন, তাঁর ছেলে হাসু এবং স্ত্রী হিজল। এঁদের তিনি ভীষণই ভালোবাসেন। এঁদের নিয়েই তাঁর সংসার। হাসান ভীষণ অনুভূতিপ্রবণ মানুষ। সে জীবনকে আর চার পাঁচটা মানুষের থেকে আলাদা ভাবে দেখে। ফলে পড়তে হয় কঠিন চ্যালেঞ্জের মধ্যে। সবটা মিলিয়ে ঠিকঠাক চললেও হাসানের এই সুখের সংসারে আচমকাই ঝড় ওঠে। প্রশ্নের মুখে পড়ে তাঁর জীবনবোধ। তখন তিনি কী করবেন সেটা নিয়েই এই ছবি।
এই ছবি প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানিয়েছেন, 'গোটা স্ক্রিপ্ট জুড়ে একটা আন্তরিকতা আছে। সেনসিটিভ ব্যাপার আছে। এই গল্পের প্রতিটা চরিত্রের একটা মানবিক দিক আছে, সকলেই খুব ভালো। হিজলের চরিত্রটা সাদামাটা হলেও সে তাঁর নিজের চাহিদার কথা বলতে জানে।' অভিনেত্রী জানান তাঁরা সমস্ত রিয়েল লোকেশনে এই ছবির শুটিং করেছেন।
আরও পড়ুন: জীবনের নতুন সফর শুরু অঙ্কুশের, তার আগে পোস্টে কীসের ইঙ্গিত দিলেন অভিনেতা
আরও পড়ুন: শুভশ্রীর ভয়ে এখনও 'ন্যাপি' পরেন রাজ! ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে ফাঁস কোন সত্য?
এই ছবিতে একদম নতুন লুকে নতুন ভাবে ধরা দেবেন অঙ্কুশ। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'এই চরিত্রের জন্য আমাকে বিভিন্ন ধরনের অনুভূতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। চরিত্রটা আমায় প্রভাবিত করেছে, ছাপ ফেলেছে মনে।'
এই ছবিতে অঙ্কুশ এবং প্রিয়াঙ্কা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রমুখকে দেখা যাবে। চলতি বছরের শেষেই মুক্তি পাবে শৈবাল মুখোপাধ্যায়ের কুরবান।