বাংলা নিউজ > বায়োস্কোপ > Anurag Kashyap: 'সেক্স প্রসঙ্গে ভারতীরা জিনগতভাবে হিপোক্রিট', চাঁচাছোলা আক্রমণ অনুরাগ কশ্যপের

Anurag Kashyap: 'সেক্স প্রসঙ্গে ভারতীরা জিনগতভাবে হিপোক্রিট', চাঁচাছোলা আক্রমণ অনুরাগ কশ্যপের

বিস্ফোরক অনুরাগ 

Anurag Kashyap: 'সেক্স শব্দটা আমাদের কাছে খুব লজ্জাজনক একটা শব্দ। সেক্স (Sex) হল তিন বর্ণের একটা শব্দ যা লোকজনের কাছে খুব অবমাননাকর’, বিস্ফোরক অনুরাগ কশ্যপ। 

বিতর্ক আর অনুরাগ কশ্যপ, একে অপরের পরিপূরক। বলিউডের অন্যতম ঠোঁটকাটা ব্যক্তিত্ব তিনি। তাঁর ছবির বিষয়বস্তু বরাবরই সাহসী। ‘ব্ল্যাক ফ্রাইডে’ পরিচালকের একাধিক ছবি সেন্সরের কোপে পড়েছে। কিন্তু তিনি ভাঙবেন তবু মচকাবেন না। আপত ‘হাড্ডি’র প্রচারে ব্যস্ত অনুরাগ। তবে পরিচালক নন, এই ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন অনুরাগ। নওয়াজউদ্দিন সিদ্দিকিকে ছবিত দেখা যাবে দ্বৈত চরিত্রে, একটি চরিত্র রূপান্তরকামীর। আরও পড়ুন-‘যখন ঘরভর্তি লোক ওর দিকে তাকাবে…’, কেনেডির অডিশনে সানির অগ্নিপরীক্ষা নেন অনুরাগ

‘হাড্ডি’ নিয়ে পূজা তলোয়ারের সঙ্গে একান্ত আলাপচারিতার ফাঁকে পরিচালক-অভিনেতা অনুরাগ কশ্যপ ‘চণ্ডীগড় করে আশিকী’র প্রসঙ্গ তোলেন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আয়ুষ্মান খুরানা এবং বাণী কাপুরের এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সরাসরি এই ছবির সঙ্গে অনুরাগের কোনও যোগ নেই। তবে ছবিতে বাণী কাপুরের চরিত্রটি ছিল রূপান্তরকামীর। কেন বক্স অফিসে ডাহা ফেল করে ‘চণ্ডীগড় করে আশিকী’? কারণ ব্যাখা করেন অনুরাগ। 

অনুরাগ কশ্যপের কথায়, ২০২৩ সালে দাঁড়িয়েও সেক্স বা যৌনত সম্পর্কে খোলাখুলি কথা বলাটা সহজভাবে মানতে পারে না ভারতীয়রা। এটা আজও ট্যাবু হয়েই রয়ে গিয়েছে আমাদের সমাজে। তিনি বলেন, ‘লোকজন চণ্ডীগড় করে আশিকী দেখেনি কারণ তাঁরা ছবিটা নিয়ে অস্বস্তিবোধ করেছে। ওটা একটা দুর্দান্ত ছবি, বাণী কাপুরের পারফরম্যান্স আমায় মুগ্ধ করেছে। কিন্তু লোকের অস্বস্তি হয়েছ, মনমরজিয়া (অনুরাগ পরিচালিত ছবি)-র শুরুর দৃশ্যেও তারা একইরকম অস্বস্তিবোধ করেছেন। কিছু লোকে আমাকে বলেছিল- ছেলে-মেয়ে এক ঘরে ধরা পড়ল, তারপর মেয়েটির ভাই ছেলেটিকে দরজা দেখালো। আসলে সেক্স শব্দটা আমাদের কাছে খুব লজ্জাজনক একটা শব্দ। সেটা নিয়ে কথা বলাটা আমরা এড়িয়ে চলি। সেক্স হল তিন বর্ণের একটা শব্দ যা লোকজনের কাছে খুব অবমাননাকর’।

যৌন উত্তেজক দৃশ্যের ব্যবহার ওয়েব সিরিজে জলভাত। কেন এমনটা ঘটেছে? পরিচালকের সাফাই, দর্শক মনে যৌনতার সুড়সুড়ি দিতে এমনটা করা হয় মনে করে অনুরাগ। পাশাপাশি টাকা কামানোর পন্থাও এটি, কিন্তু যৌনতা নিয়ে আলোচনা না-পসন্দ সকলের। তিনি বলেন, ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং বলে একটি ছবি আসছে, আমার খুব ভালো লাগছে ছবির প্রচার কৌশল, পোস্টার। লোকে সেই ছবি নিশ্চিতভাবে দেখতে যাবে, তবে একা যাবে… আসলে আমরা জিনগতভাবে হিপোক্রিট এবং আমরা সেই হিপোক্রিটই রয়ে যাব’।

পরিচালক অনুরাগের পরবর্তী ছবি হতে চলেছে ‘কেনেডি’। কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানো এই ছবিতে লিড রোলে অভিনয় করেছেন রাহুল ভাট এবং সানি লিওন। 

বন্ধ করুন