সোশ্যাল মিডিয়ায় শনিবার একটা থ্রোব্যাক ভিডিয়ো শেয়ার করেছেন অনুষ্কা শর্মা। করোনার প্রথম লকডাউন শ্যুট করা হয়েছিল ভিডিয়োটি। নিজের হাতে বানিয়েছিলেন টমেটোর জ্যাম। নায়িকাকে রাঁধতে দেখে আনন্দে গদগদ ভক্তরা!
ভিডিয়োতে দেখা যাচ্ছে সাদা কাফতান পরে বাগানে অনুষ্কা। পাশে হেঁটে চলেছে পোষ্য। গাছ থেকে পাড়লেন টমেটো। তারপর নিপুন হাতে টমেটো ধুয়ে, কেটে, প্যানে নাড়াচাড়া করে, চিনি, লেবুর রস ও অন্যান্য উপকরণ দিয়ে নাড়াচাড়া করে বানিয়ে ফেললেন টমেটো জ্যাম। তারপর পাউরুটিতে মাখিয়ে পরিবারের সকলের সাথে চেখে দেখলেন নিজের হাতে তৈরি পদটি।
অনুষ্কা ক্যাপশনে লিখেছেন, ২০২০-র লকডাউনে বেশকিছু ফুডব্লগ দেখেছিলেন তিনি। আর তারপর ঠিক করেছিলেন জ্যাম বানানোর ভিডিয়োটি বানাবেন। সঙ্গে এটাও ভেবেছিলেন ২০২১ সালে চলে যাবে করোনা। ক্যাপশনের শেষে মাথায় হাত দেওয়ার ইমোজিও শেয়ার করে নিয়েছেন।
কে কে খেল এই জ্যাম? ভিডিয়োতে দেখা যাচ্ছে অনুষ্কা, তাঁর মা-বাবা খাচ্ছেন তা। এমনকী, পাশে থাকা পোষ্যর মুখেও তুলে দিচ্ছেন। অনুষ্কার মা-বাবার মুখের প্রতিক্রিয়া বলছে দুর্দান্ত স্বাদ হয়েছে জ্যামের। কিন্তু অনুরাগীদের মন খারাপ অনুষ্কার হাতের বানানো জ্যাম খেতে দেখা গেল না বিরাটকে।
প্রসঙ্গত, ২০২০ সালেই নিজের প্রেগন্যান্সির কথা সকলকে জানান তিনি ও বিরাট। ২০২১ সালে কোলে আসে ফুটফুটে ভামিকা। মা হওয়ার পর থেকে সেভাবে কাজে ফেরেননি বিরাট-পত্নী। এতদিনের লম্বা ব্যস্ত কেরিয়ারে দিয়েছেন খানিক বিরতি। রূপোলি পরদায় অনুষ্কাকে দেখার জন্য এখন মুখিয়ে আছে দর্শক।