বাংলা নিউজ > বায়োস্কোপ > Aparajita Adhya: বিয়ের ২৬ বছর পরও বাপের বাড়ির ‘আঢ্য’ পদবীই ব্যবহার করেন অপরাজিতা, কেন জানেন

Aparajita Adhya: বিয়ের ২৬ বছর পরও বাপের বাড়ির ‘আঢ্য’ পদবীই ব্যবহার করেন অপরাজিতা, কেন জানেন

অপরাজিতা আঢ্য (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)

Aparajita Adhya: টলিপাড়ার টেকনিশিয়ান অতনু হাজরাকে ভালোবেসে বিয়ে করেছিলেন অপরাজিতা। জমিয়ে করছেন সংসার। কিন্তু এই ২৬ বছরেও একটা জিনিস নিজের জীবন থেকে বাদ দিতে পারেননি তিনি। তা হল অভিনেত্রীর পদবী।

টলি পাড়ার ব্যস্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কর্মজীবনের পাশাপাশি সমান তালে সংসার জীবনটাকেও সামলে রেখেছেন। একের পর এক ছবি ও ধারাবাহিকের শ্যুটিং। এত ব্যস্ততার মাঝেও ২৬ বছরের বিবাহিত জীবন সুস্থ ভাবে কাটাচ্ছেন ‘জল থই থই ভালোবাসা’-র ‘কোজাগরী’ তথা অপরাজিতা। ছোটপর্দার আদর্শ বউমা তিনি, বাস্তব জীবনেও লক্ষ্মীমন্ত বউ। 

২৬ বছরের সুখী দাম্পত্য অপরাজিতা আঢ্য ও অতনু হাজরার। অপরাজিতার স্বামীও ইন্ডাস্ট্রির চেনা মুখ। টলিপাড়ার টেকনিশিয়ান অতনু হাজরাকে ভালোবেসে বিয়ে করেছিলেন অপরাজিতা। জমিয়ে করছেন সংসার। কিন্তু এই ২৬ বছরেও একটা জিনিস নিজের জীবন থেকে বাদ দিতে পারেননি তিনি। তা হল অভিনেত্রীর পদবী। বিয়ের আগে ‘আঢ্য’ পদবী ছিল অপরাজিতার। বিয়ের পর স্বামীর পদবী ‘হাজরা’ গ্রহণ করেননি তিনি। এ বিষয় সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন তিনি। আরও পড়ুন: সানিয়া অতীত! তৃতীয় বউয়ের জন্মদিনে আদুরে সারপ্রাইজ শোয়েবের, পড়লেন কটাক্ষের মুখে

বিয়ের পর কেন তিনি পদবী পালটাননি তিনি? এ বিষয় টিভি নাইন বাংলাকে অপরাজিতা বলেছেন, ‘কেন পাল্টাতে যাব বলুন তো? এই পদবীটা আমার একান্ত নিজস্ব। এই পদবীটার সঙ্গে আমি বড় হয়েছি। জন্মের পর থেকে অপরাজিতার সঙ্গে যুক্ত হয়েছে আঢ্য় পদবীটা। বিয়ের পর হঠাৎ করে হাজরা হয়ে যাব। তাও আবার হয় নাকি!’ বাপের বাড়ির পদবী এখনও ব্যবহার করেন অভিনেত্রী। 

যদিও বিয়ের এত বছর পরেও স্বামীর সঙ্গে অপরাজিতার রোম্যান্স কিন্তু এখনও বেশ মাখোমাখো। কেমন ছিল সম্পর্কের শুরুর দিনটা? জানা যায়, এক টেলিফিল্মের শ্য়ুটিংয়ে তালসারি গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই মনের কথা অপরাজিতাকে জানিয়েছিলেন অতনু। কিন্তু মন গলেনি নায়িকার। বিয়ের প্রস্তাব সরাসরি নাকোচ করে দেন। তালসারির এক বালির স্তুপে বসে শট দিচ্ছিলেন অপরাজিতা। তা শেষ হতেই অতনু এসে জানতে চান, ‘তুমি কি আমায় বিয়ে করবে?’

মনের মানুষের থেকে নেতিবাচক জবাবে মন ভেঙেছিল অতনুর। তবে হাল ছাড়েননি। চেষ্টা চালিয়ে গিয়েছেন অপরাজিতার মন জেতার। এই প্রেম কাহিনির সূত্রধর ছিলেন অপরাজিতার বান্ধবী অমৃতা। আজ আর তিনি বেঁচে নেই। অমৃতাকে ধরেই মনের কথা অপরাজিতার কাছে পৌঁছে দিয়েছিলেন অতনু। এরপর অমৃতার হাত ধরেই অতনুর বাড়িতে হাজির হন অপরাজিতা। অতনুর মা-কে দেখেই আলাপ জমান অপরাজিতা। প্রথম দেখাতেই দুজনেই দুজনকে আপন করে নেন। ওইদিনই অভিনেত্রী মনে মনে ঠিক করেন, এই শাশুড়িমাই তাঁকে আগলে রাখবে। তাই বিয়ে তো এই বাড়িতেই করব।

বিয়ের ২৬ বছরেও ছবিটা বদলায়নি। বউমাকে আজও চোখে হারান অতনু হাজরার মা। শাশুড়িমা বলতে অজ্ঞান অপরাজিতা। শাশুড়ি মায়ের সঙ্গে মজবুত বন্ডিং অপরাজিতার। অভিনেত্রীর কথায়, ‘আমি রাহু, তিনি কেতু। একই লোক দু’জনে। বিষ্ণু তাঁদের আলাদা করে। আমি মনে করি, তিনি এবং আমি মণিকাঞ্চন যোগ… আমি এবং আমার শাশুড়িমা একে-অন্যের জন্যই তৈরি।’

বায়োস্কোপ খবর

Latest News

ক্ষমতায় ফিরলেই সংবিধান বদলে দেবে, তবে এখন বলছে…তোপ প্রিয়াঙ্কার রোজ টিভিতে চার ছক্কার ফুলঝুরি, তবুও ওটিটিতে নজর কাড়ল চমকিলা, লজ্জার ভিউজ চঞ্চল তুলির টানে অপরূপা লগ্নজিতা, মুগ্ধ গায়িকা লিখলেন, ‘জীবনে অনেক পেয়েছি…’ অদ্ভুত অ্যাপার্টমেন্ট! বসার ঘরে রয়েছে জেল, এক মাসের ভাড়া জানলে চোখ উঠবে রয় খুবই ধূর্ত প্লেয়ার- প্রাক্তন ছাত্রকে নিয়ে চিন্তা থাকলেও, আত্মবিশ্বাসী হাবাস কলকাতায় ৪২ ডিগ্রির কাউন্টডাউন শুরু? রবিতে বৃষ্টি কোথায়? রইল আবহাওয়ার খবর মহিলারা কি গর্ভাবস্থায় অ্যালকোহল পান করতে পারেন? কী বলছে গবেষণা রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? সাবধান, আবারও জেগেছে খুনি গেম 'ব্লু হোয়েল'! প্রাণ নিল এক ভারতীয় ছাত্রের জমি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল অমূল্য ধন, খোঁজ মিলল ৪০০ বছরের পুরনো বিষ্ণু মূর্তির

Latest IPL News

রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.