রবিবার কেকেআরের ম্যাচ শেষে সৃজিত মুখোপাধ্যায়ের স্টেটাস ‘বাঙালির দুই সিং- রিঙ্কু আর অরিজিৎ’। এদিন কেকেআরের জয়ের নায়ক রিঙ্কুর বাঙালিকরণ করে দিলেন পরিচালক, পাশাপাশি ফের একবার মুগ্ধতা জাহির করলেন করলেন আপামর বাঙালির প্রাণের তারকা অরিজিৎ সিং-এর প্রতি। রবিবারই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অরিজিৎ সিং-এর একটি পারিবারিক ছবি। যেখানে স্ত্রী কোয়েল রায় (সিং) এবং দুই ছেলের সঙ্গে দেখা মিলল ভারত-বন্দিত গায়কের।
এই মুহূর্তে হিন্দি প্লেব্যাক জগতের একদম শীর্ষে রয়েছেন অরিজিৎ সিং। দাপটের সঙ্গে বাংলা ভাষাতেও গান গেয়ে চলেছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। তাঁর ভক্ত সংখ্যা অগুণতি। প্রিয় গায়ককে চোখের সামনে দেখতে হাজার হাজার টাকার কনসার্ট টিকিট কাটতেও কুন্ঠাবোধ করেন না অনুরাগীরা। তবে প্রচারের আলো এবং গ্ল্য়ামার দুনিয়ার চাকচিক্য থেকে শত হস্ত দূরে থাকতেই পছন্দ করেন অরিজিৎ। বাস্তব জীবনে পুরোদস্তুর ফ্যামিলিম্যান তিনি। আর নিজের পরিবারের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের এক ঝলক এদিন ভাইরাল হয়েছে অরিজিতের ফ্যান পেজগুলোর দৌলতে।
স্ত্রী কোয়েল তাঁর ছায়াসঙ্গী। পেশাদার জীবনেও সমানতালে অরিজিতকে সাপোর্ট করেন তাঁর অর্ধাঙ্গিনী। অরিজিৎ আর কোয়েলের দুই ছেলে দুই ছেলে জুল ও আলিকে নিয়ে ভরপুর সংসার কোয়েল-অরিজিতের। সেই ভালোবাসামাখা পরিবারের ঝলকে মুগ্ধ সকলে। ছবিতে দেখা গেল ছোট ছেলে আলি বসে রয়েছে কোয়েলের কোলে। এক হাতে ছেলেকে আগলে রয়েছেন কোয়েল, অন্য হাতটি অরিজিতের কাঁধে। ছবিটি তারকা জুটির বড় ছেলে জুলের তোলা।
এই ছবিটি খুব সম্ভবত আমেদাবাদে আইপিএলের ওপেনিং অনুষ্ঠানের দিন তোলা। অরিজিতের পরিবারের পোশাক সেই ইঙ্গিতই দিচ্ছে। স্ত্রী আর দুই ছেলেকে নিয়েই গত মাসের শেষে গুজরাত পৌঁছেছিলেন গায়ক। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিতের গান মন ছুঁয়েছিল সবার, তার চেয়েও বেশি চর্চার বিষয় হয়ে দাঁড়ায় ধোনির পায়ে হাত দিয়ে অরিজিতের প্রণাম। কানায় কানায় ভর্তি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজার হাজার দর্শক দেখে অবাক হয়ে যান অরিজিৎও। তাঁকে বলতে শোনা গিয়েছিল,‘ভুলচুক মাফ… এত বেশি দর্শকের সামনে আমি কখনও পারফর্ম করিনি’। চলতি মাসের গোড়ায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠান করেন অরিজিৎ। এক মাসের ব্যাবধানে বাংলার দুটি কনসার্ট করলেন গায়ক, যা বড় পাওনা তাঁর ভক্তদের জন্য।