বাংলা নিউজ > বায়োস্কোপ > শাকিব খানের ছবিতে ফের গান গাইছেন অরিজিৎ সিং! উত্তেজিত দুই তারকার ভক্তরা

শাকিব খানের ছবিতে ফের গান গাইছেন অরিজিৎ সিং! উত্তেজিত দুই তারকার ভক্তরা

ফের শাকিবের লিপে অরিজিতের গান! 

Shakib Khan-Arijit Singh: শাকিবের ‘প্রিয়তমা’ ছবিতে গান গাইতে চলেছেন অরিজিৎ সিং, এই জল্পনার মাঝেই প্রযোজক অনন্য মামুন জানালেন- ‘সিনেমায় একটা মাত্র রোমান্টিক সং' গেয়েছেন অরিজিৎ সিং। 

ভারতে তাঁর ভক্ত সংখ্য অগুণতি। তবে জিয়াগঞ্জের ভূমিপুত্রের গুণমুগ্ধের সংখ্যা ওপার বাংলাতেও কম নয়! বাংলাদেশে অরিজিতের সুরেলা কন্ঠের ফ্যান অজস্র। বাংলাদেশের হাতেগোনা কয়েকটি ছবিতে গানও গেয়েছেন অরিজিৎ, তবে হালে সেভাবে বাংলাদেশের ছবিতে শোনা যায়নি অরিজিৎ-কন্ঠ। তবে এবার অপেক্ষার অবসান। 

বেশ কয়েকদিন ধরেই জল্পনা কোরবানির ইদে মুক্তি পেতে চলা শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’য় থাকবে অরিজিতের গান। সেই নিয়ে নির্মাতারা কিছুই নিশ্চিত করেননি। তবে বাংলাদেশের জনপ্রিয় প্রযোজক তথা ফিল্ম পরিবেশক অনন্য মামুন শনিবার ফেসবুকে স্পষ্ট করলেন তাঁর আসন্ন ছবিতে গান গাইতে চলেছেন তাঁর ‘প্রিয় শিল্পী’ অরিজিৎ সিং। এদিন বাংলাদেশে পাঠান ছবির পরিবেশক লেখেন- ‘সিনেমায় একটা মাত্র রোমান্টিক সং, আমারও একমাত্র পছন্দের শিল্পী অরিজিৎ সিং’। 

কোন ছবির গান তা স্পষ্টভাবে না লিখলেও এই মুহূর্তে অনন্য মামুন শাকিব খানকে নিয়ে যৌথ প্রযোজনার ছবি তৈরি করেছেন। সদ্যই আনুষ্ঠানিকভাবে সে কথা জানিয়েছেন প্রযোজক। তাই দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হয়নি ভক্তদের। সিনেমার নাম এখনও ঠিক হয়নি। তবে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি এই ছবির নায়িকা নাকি হবেন বলিউডের, আগামী ১০ই সেপ্টেম্বর থেকে বেনারসে শুরু ছবির শ্যুটিং। জল্পনা শাকিবের বিপরীতে নেহা শর্মার দেখা মিলতে পারে। এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি ‘শিকারি’ ছবিতে অরিজিতের গানে ঠোঁট মিলিয়েছিলেন শাকিব। ছবিতে মৌলিক রোম্যান্টিক গান ‘আর কোনও কথা না বলে’ ছাড়াও ছিল অরিজিতের কন্ঠে গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীত ‘মম চিত্তে’ও জনপ্রিয়তা লাভ করেছিল।

প্রযোজক জানিয়েছেন, গত ৬ মাস ধরে গল্প লেখার কাজ চলছে। তবে ভারতের কোন প্রযোজনা সংস্থার সঙ্গে যৌথভাবে এই ছবি নির্মাণ করা হচ্ছে তা স্পষ্ট করেননি অনন্য মানুন। তবে ‘প্রিয়তমা’র কাজ শেষ করলেই শাকিব খানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই ছবির জন্য চুক্তিবদ্ধ হবেন প্রযোজক। প্রসঙ্গত, শাকিবের বখরি ইদ রিলিজ ‘প্রিয়তমা’য় নায়িকা হিসাবে থাকছেন জি বাংলার জনপ্রিয় নায়িকা ইধিকা পাল মানে পিলু ধারাবাহিকের রঞ্জা। 

এমনিতে ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই চর্চায় থাকেন শাকিব। বুবলির সঙ্গে তাঁর দাম্পত্য কলহ থামার নাম নিচ্ছে না। অভিনেতা জানিয়েছেন বুবলি তাঁর জীবনের অতীত অধ্যায়, ওদিকে শাকিবের সঙ্গেই সংসার করতে চান তাঁর সন্তানের মা বুবলি। তবে বিতর্ক ভুলে আপতত ‘প্রিয়তমা’ নিয়েই ব্যস্ত শাকিব খান। 


 

বায়োস্কোপ খবর

Latest News

শাহরুখের ছেলের হাত শক্ত করে ধরলেন সলমন! আরিয়ানের স্টারডমে থাকছেন ভাইজান জনসংখ্যা নিয়ন্ত্রণ শুধু কি হিন্দুদের জন্য, প্রশ্ন RSS ম্যাগাজিনের সম্পাদকের ‘আত্মহুতির জন্য তৈরি থাকুন, গুলি চালাতে পারে,’ আশঙ্কা মিঠুনের, পালটা দিলেন কুণাল বন্যার আশঙ্কা বাড়তেই ১০ জেলায় একঝাঁক শীর্ষ আধিকারিক পাঠাচ্ছে নবান্ন ‘শর্ট বলে আউট হয়! শট সিলেকশনও খারাপ’…অজি সিরিজে শ্রেয়সকে দেখছেন না বোর্ড কর্তা… মিলাদ উন নবির মিছিলে প্যালেস্তাইনের পতাকা, মসজিদে ছোড়া হল পাথর, গ্রেফতার বহু ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা, রেললাইনে রাখা কাঠের গুঁড়িতে ধাক্কা, বিকল ইঞ্জিন ভাঙা হাত নিয়েও পথে শ্বশুর! তবে আরজি কর নিয়ে ‘একটাও কথা’ বলতে না-রাজ মিঠুনের বউমা ব্যস্ত রাস্তায় 'মরা' সেজে মশকরা! রিলের নেশায় হাজতবাস যুবকের হারল IPL তারকাখচিত দল, UP Premier League জিতল মীরাট মাভেরিকস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.