বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Sing song in Gadar 2: অরিজিতের কণ্ঠে নাচবেন সানি আর আমিশা! এই বিশেষ গানটি থাকছে গদর ২-তে

Arijit Sing song in Gadar 2: অরিজিতের কণ্ঠে নাচবেন সানি আর আমিশা! এই বিশেষ গানটি থাকছে গদর ২-তে

গদর ২-তে থাকছে অরিজিৎ সিং-এর গান। 

সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত গদর ২ মুক্তি পাবে ১১ অগস্ট। তাতে একটি বিশেষ গান গাইছেন অরিজিৎ সিং, সঙ্গে থাকছেন উদিত নারায়নও।  

অরিজিৎ সিং-এর গলায় নতুন গান আসা মানেই তা ভাইরাল। সিনেমায় অরিজিতের গান থাকা হিট হওয়ার মন্ত্র হিসেবেই দেখেন নির্মাতারা। তাই তো পাঠান হোক বা সত্যপ্রেম কি কথা, অরিজিতের গলায় একটা গান অন্তত মাস্ট। সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত গদর ২ মুক্তি পাবে অগস্ট মাসে। আর খবর রয়েছে, তাতে থাকবে অরিজিতের একটি গান। ইতিমধ্যেই ‘উড় যা কালে কাউয়ে’ গানটি মনোযোগ কেড়েছে সকলের। 

একটি নতুন প্রতিবেদন অনুসারে ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’-র নতুন সংস্করণটি গাইবেন অরিজিৎ সিং। উদিত নারায়ণের সঙ্গে গলা মিলিয়ে গাইবেন তিনি রিপ্রাইজড ভার্সনটি। অরিজিৎ সিং এরমধ্যে গদর ২-এর জন্য ‘দিল ঝুম’ নামে একটি গানও গেয়েছেন। 

ঘনিষ্ঠ এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘ম্যায় নিকলার আসল সংস্করণ একটি পেপি নম্বর ছিল। যা একটি বিশাল হিট হয়। এমনকী ২২ বছর পরে এসেও যে কোনও পার্টি, বিয়েবাড়ি বা অনুষ্ঠানবাড়িতে এখনও বাজে। তাই যখন গানটি পুনরায় তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন ঠিক হয় তাতে সতেজতা আনতে নতুন কণ্ঠ যোগ করা হবে। মিঠুন (সঙ্গীত পরিচালক)-সহ নির্মাতারা মিলে সিদ্ধান্ত নেন যে অরিজিৎ সিংই হবে সঠিক পছন্দ।’

আরেকটি সূত্র জানিয়েছেন, ‘হ্যাঁ, অরিজিৎ সিং উদিত জির সঙ্গে গানটি গাইবেন। দুজনে মিলে জাদু করেছেন। নির্মাতারা মূল ট্র্যাকটিতে কোনও বিশাল পরিবর্তন করেননি। কারণ তাঁরা চাননি গানটির আত্মিক পরিবর্তন করতে, যা লোক এত বছর ধরে ভালোবেসে এসেছে। এছাড়াও, উত্তম জি (গানটির মূল স্রষ্টা উত্তম সিং) তাঁকে সম্মান করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।’

অনিল শর্মা পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল, আমিশা পাটেল এবং উৎকর্ষ শর্মা। এটি ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিতে, আমিশা তার সকিনার চরিত্রে এবং সানি তারা সিং চরিত্রে অভিনয় করেছেন। গদর ২-এর প্রযোজনার দায়িত্বে রয়েছে জি স্টুডিও এবং অনিল শর্মা প্রোডাকশন।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.