খাতায়-কলমে আইপিএল ২০২৪-এর প্লে-অফের দৌড়ে ভেসে থাকতে হলে গুজরাট টাইটানসকে ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে জয় তুলে নিতেই হতো। সেই নিরিখে এটি ছিল শুভমন গিলদের সামনে ডু-অর-ডাই ম্যাচ। এমন মরণ-বাঁচন ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় টাইটানস। সেই সুবাদে তারা আপাতত প্লে-অফের লড়াইয়ে টিকে থাকে।
আমদাবাদে টস জিতে গুজরাট টাইটানসকে শুরুতে ব্যাট করতে পাঠান চেন্নাই দলনায়ক রুতুরাজ গায়কোয়াড়। যদিও তাঁর সিদ্ধান্ত কতটা যথাযথ ছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কেননা শুরুতে ব্যাট করতে নেমে গুজরাট টাইটানস ঝড়ের গতিতে রান তুলতে থাকে।
টাইটানসের দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমন গিল, উভয়েই ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। গিল ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান ৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫০ বলে। শেষমেশ ৫৫ বলে ১০৪ রান করে তুষার দেশপান্ডের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন শুভমন।
সাই সুদর্শন ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান ৫টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫০ বলে। শেষমেশ ৫১ বলে ১০৩ রান করে তুষার দেশপান্ডের বলে শিবম দুবের হাতে ধরা পড়ে যান সুদর্শন।
এছাড়া ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। ৩ বলে ২ রান করে রান-আউট হন শাহরুখ খান। গুজরাট নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৩১ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
চেন্নাইয়ের তুষার দেশপান্ডে ৪ ওভারে ৩৩ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। উইকেট পাননি চেন্নাইয়ের আর কোনও বোলার। মিচেল স্যান্টনার ২ ওভারে ৩১ রান খরচ করেন। ৪ ওভারে ২৫ রান খরচ করেন শার্দুল ঠাকুর। ৪ ওভারে ৬০ রান খরচ করেন সিমরজিৎ সিং। ২ ওভারে ২৯ রান খরচ করেন রবীন্দ্র জাদেজা। ৪ ওভারে ৫২ রান খরচ করেন ডারিল মিচেল।
পালটা ব্যাট করতে নেমে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৯৬ রানে আটকে যায়। ৩৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে গুজরাট টাইটানস। দল হারায় ব্যর্থ হয় চেন্নাইয়ের ডারিল মিচেল ও মইন আলির জোড়া অর্ধশতরান।
মিচেল ৩৪ বলে ৬৩ রান করেন। মারেন ৭টি চার ও ৩টি ছক্কা। মইন ৩৬ বলে ৫৬ রান করেন। মারেন ৪টি চার ও ৪টি ছক্কা। শেষবেলায় ধোনি ১১ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া ১৩ বলে ২১ রান করেন শিবম দুবে। ১০ বলে ১৮ রান করেন রবীন্দ্র জাদেজা। রাহানে ১, রাচিন ১, রুতুরাজ ০ ও স্যান্টনার ০ রানে আউট হন। ৩ রানে নট-আউট থাকেন শার্দুল।
গুজরাটের মোহিত শর্মা ৩১ রানে ৩টি উইকেট দখল করেন। ৩৮ রানে ২টি উইকেট নেন রশিদ খান। ১টি করে উইকেট নেন উমেশ যাদব ও সন্দীপ ওয়ারিয়র। উইকেট পাননি কার্তিক ত্যাগী ও নূর আহমেদ। ম্যাচের সেরা হন শুভমন গিল।