তারকাদের বেডরুম সিক্রেট এর আগেও ফাঁস হয়েছে কফি উইথ করণে। এবার পালা অর্জুন কাপুরের। কফি-র চলতি সিজনে একসঙ্গে কাউচে এসে বসেন আদিত্য রায় কাপুর আর অর্জুন কাপুর। দুই অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েই চর্চা চলে সোশ্যালে। অর্জুন আর মালাইকার সম্পর্ক ভাঙাগড়ার খবর আসতেই থাকে খবরে। আর আদিত্যর তো প্রেমচর্চা এখন তুঙ্গে, একসঙ্গে দেখা যাচ্ছে তাঁকে অনন্যা পাণ্ডের সঙ্গে।
আদিত্যকে অনন্যার সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করার সঙ্গে-সঙ্গেই জবাব আসে, ‘আমাকে কোনও গোপন কথা জিজ্ঞেস করো না। আমি মিথ্যে বলতে চাই না।’
কফি শটস রাউন্ডে করণ ভুললেন না বরাবরের মতোই ব্যক্তিগত প্রশ্ন করতে। তাও আবার যৌন সম্পর্ককে ঘিরে। জানতে চান, ‘অফস্ক্রিনে রোল প্লে-র জন্য কেউ সাজগোজ করেছ?’ যাতে কপি শটস পান করে অর্জুন জবাব দেন, ‘হ্যান্ডকাফস’।
বনি-পুত্রের এই কথার পিছনে ঠিক কোন ইঙ্গিত লুকিয়ে আছে তা বুঝতে কারওরই কোনও সমস্য়া হওয়ার কথা নয়। আপাতত ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
এরপর ফের খোঁচা দিয়ে করণ জোহরের প্রশ্ন, ‘শ্রদ্ধা কাপুর আর অনন্যা পাণ্ডের সঙ্গে লিফটে আটকে গেলে কী করবেন?’ যাতে আদিত্য মুখ খোলার আগেই অর্জুন বলে ওঠেন, ‘আশিকি তো করতই, এবার কার সঙ্গে তা জানা নেই।’
আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর থেকে অর্জুনের সঙ্গে সম্পর্কে আছেন মালাইকা আরোরা। দুজনেই একে-অপরকে বিয়ের ইচ্ছেও প্রকাশ করেছেন একাধিকবার। যদিও সেটা কবে তা জানাননি কেুই। মাঝে দুজনের বিচ্ছেদের খবরও রটেছিল। একাধিকবার শোনা গিয়েছিল, ডিভোর্সি, এক সন্তানের মা মালাইকাকে নাকি কোনওদিনই পছন্দ করত না কাপুর পরিবার। ছেলের থেকে বয়সে ১১ বছরের বড় বউমা ঘরে আনতে রাজি ছিলেন না বনিও। তবুও ছেলের মুখ চেয়েই কিছুটা নমনীয় হয়েছিলেন।
এরই মাঝে খবর রটে যায় অর্জুন কাপুর নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলার সঙ্গে প্রেম করছেন। এই খবর ছড়িয়েছিল কুশা ও তাঁর প্রাক্তন স্বামী জোরাওয়ার সিং আহলুওয়ালিয়ার বিচ্ছেদের পরপরই। সব নিয়েই মালাইকা আর অর্জুনের বিচ্ছেদের খবর ছড়াতে বিশেষ সময় লাগেনি।
তবে এসব খবরের মাঝে একবার ডিনার ডেটে যান অর্জুন আর মালাইকা। তবে, সম্পর্ক আছে না শেষ হয়ে গিয়েছে, তা নিয়ে মুখ বন্ধই রেখেছেন দু পক্ষ।