আর্টিকেল ৩৭০-র দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন: এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি গৌতম। Sacnilk.com-এর রিপোর্ট অনুসারে, মুক্তির দ্বিতীয় দিনেই আর্টিকেল ৩৭০-এর সংগ্রহ অনেকটা বেড়েছে। জ্যোতি দেশপাণ্ডে, আদিত্য ধর ও লোকেশ ধর প্রযোজিত ছবিটি ২৩ ফেব্রুয়ারি বিশ্বের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
আর্টিকেল ৩৭০ ইন্ডিয়া বক্স অফিস
মুক্তির প্রথম দিনে ইয়ামি গৌতমের সিনেমা ৫.৯ কোটি টাকা আয় করেছে। প্রাথমিক হিসেব অনুযায়ী, আর্টিকেল ৩৭০ দ্বিতীয় দিনে ভারতে ৭.৫ কোটি টাকা আয় করেছে। এখনও পর্যন্ত ব্যবসা বেড়েছে ২৭.১২ শতাংশ। ভারতে ছবিটির মোট আয় ১৩.৪ কোটি টাকা।
আরও পড়ুন: ২০২৩-এ দেন বড় হিট, কোভিডে হয়েছিলেন সর্বস্বান্ত, ব্যাঙ্কে ২৫৭ টাকা! কে এই নায়িকা
আরও পড়ুন: ‘তুমি সব অ্যাঙ্গেল থেকেই…’! প্রশংসা মহিলা প্রতিযোগীর, লজ্জায় গাল লাল সৌরভের
আর্টিকেল ৩৭০ সম্পর্কে
ছবিটি জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদ এবং দুর্নীতির উপর ভিত্তি করে নির্মিত। ইয়ামি একজন গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটির ট্রেলারে এই অঞ্চলে সন্ত্রাসবাদের উত্থানের চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে একদল চরমপন্থী সেই এলাকারনিয়ন্ত্রণ দখল করতে চাইছে। ইয়ামির চরিত্রটি এনআইএতে যোগ দেয় এবং কাশ্মীরে একটি মিশন চালানোর জন্য তাকে অবাধ ছাড়পত্র দেওয়া হয়। সরকার যে কোনও মূল্যে ৩৭০ ধারা নির্মূল করার প্রতিশ্রুতিও দিয়েছে। ইয়ামি ছাড়াও এই ছবিতে রয়েছেন প্রিয়ামণি, অরুণ গোভিল এবং কিরণ কর্মকার।
আরও পড়ুন: ‘বরের সঙ্গে তো করার সুযোগ হল না…’! কাঞ্চন বাদ, মাকে নিয়েই একাজ করলেন শ্রীময়ী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ ইয়ামি
সম্প্রতি জম্মুতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে আর্টিকেল ৩৭০-র প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘আমি শুনেছি চলতি সপ্তাহেই ৩৭০ ধারা নিয়ে একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। এটি একটি ভালো জিনিস, কারণ এটি মানুষকে সঠিক তথ্য পেতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী মোদীর ভাষণের প্রতিক্রিয়ায় ইয়ামি ইনস্টাগ্রামে দিয়েছিলেন এবং লেখেন, ‘প্রধানমন্ত্রী @narendramodi জিকে #Article370 সিনেমা সম্পর্কে কথা বলতে দেখা আমার জন্য অত্যন্ত সম্মানের। আমার দল এবং আমি সত্যিই আশা করি যে আমরা সকলেই এই অবিশ্বাস্য গল্পটি পর্দায় আনতে আপনার প্রত্যাশা ছাড়িয়ে যাব!’
‘আর্টিক্ল ৩৭০’-এর ট্রেলার লঞ্চে এসে ইয়ামি ও তাঁর স্বামী গৌতম ধর অফিসিয়াল শিলমোহর দেন প্রেগন্যান্সির খবরে। জানিয়েছিলেন, ‘আর্টিক্ল ৩৭০’-এর শুটিং চলাকালীন তিনি জানতে পারেন যে, তিনি মা হতে চলেছেন। এমনকী, সেভাবেই করেছিলেন অ্যাকশন দৃশ্যের শ্যুট।