বাংলা নিউজ > বায়োস্কোপ > Sourav-Dadagiri 10: ‘তুমি সব অ্যাঙ্গেল থেকেই…’! প্রশংসা মহিলা প্রতিযোগীর, লজ্জায় গাল লাল সৌরভের

Sourav-Dadagiri 10: ‘তুমি সব অ্যাঙ্গেল থেকেই…’! প্রশংসা মহিলা প্রতিযোগীর, লজ্জায় গাল লাল সৌরভের

মহিলা প্রতিযোগীর প্রশংসায় লজ্জায় লাল সৌরভ। 

সৌরভ গঙ্গোপাধ্যায়ে রিয়েলিটি শো দাদাগিরি বরাবরই থাকে হাই টিআরপি-তে। এবারেও তাঁর অন্যথা হচ্ছে না। ফাটিয়ে সঞ্চালনা করছেন দাদা। সঙ্গে ছাড়ছেন না ফৎ্লার্ট করার সুযোগও। 

বাংলার বেশিরভাগ মানুষের ক্রাশ সৌরভ গঙ্গোপাধ্যায়। আট থেকে আশি, দাদার ভক্ত তালিকায় রয়েছেন সব বয়সীরাই। বর্তমানে যদিও ক্রিকেটের মাঠ ছেড়েছেন। তবে দাদাগিরির সেটে হাঁকান তিনি ছক্কা একের পর এক। তবে প্রশংসা শুনলে এখনও তাঁর গাল হয় টমেটোর মতো টকটকে লাল।

বাংলার কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কিছু সাধারণ মানুষ, যাঁরা নিজেদের কীর্তি দিয়ে অসাধারণ হয়েছেন, তাঁরা এসেছিলেন দাদাগিরিতে। সেই তালিকায় নাম ছিল জয়িতা নামে এক ইনফ্লুয়েন্সারেরও। যে নিজের ভিডিয়োর মাধ্যমে, লোককে শেখায় কীভাবে ফোটো তুললে বেশি আকর্যণীয় দেখাবে।

আরও পড়ুন: ‘বরের সঙ্গে তো করার সুযোগ হল না…’! কাঞ্চন বাদ, মাকে নিয়েই একাজ করলেন শ্রীময়ী

স্বভাবতই এমন মানুষকে সামনে পেয়ে টিপস চেয়ে বসলেন দাদাও। প্রশ্ন করলেন, ‘একটু আমাকে টিপস দেবেন?’ তাতে জয়ীতার জবাব, ‘তোমার কোনও টিপস লাগবে না। তুমি সহ অ্যাঙ্গেল থেকে হ্যান্ডসাম, সব অ্যাঙ্গেল থেকে সুন্দর। তোমাকে সামনে থেকে অনেক বেশি সুন্দর দেখতে, টিভির থেকেও।’

পাশে থাকা অন্য প্রতিযোগীরাও এই ব্যাপারে সহমত পোষণ করেন। বলেন, ‘এমনি এমনি কী তোমায় বলে বাংলার রাজপুত্র, প্রিন্স অফ কলকাতা’!

আরও পড়ুন: ২০২৩-এ দেন বড় হিট, কোভিডে হয়েছিলেন সর্বস্বান্ত, ব্যাঙ্কে ২৫৭ টাকা! কে এই নায়িকা

জয়ীতা অবশ্য এরপরও ছাড়েন না সৌরভকে। কিছু প্রশ্ন করেন। বলেন, ‘তোমার তো অসংখ্য ফলোয়ার্স। কিন্তু এমন দুটো নাম নাও, যাদের তুমি ইনস্টাগ্রামে স্টক করো’। প্রথমে সানা খানের নাম নেন সৌরভ। আর তারপরে বলিউডের প্রথম সারিতে থাকা হিরোইন কিয়ারা আডবানির।

এরপর জয়ীতা বলেন, তোমার তো অসংখ্য ফ্যান। এই যেমন আমার, তেমন মনে হয় আমার সঙ্গে এখানে আসা মা-বাবা-ভাই সবার। ভক্তদের থেকে কোন প্রশংসা পেলে সবচেয়ে খুশি হও তুমি? তাতে সৌরভের জবাব, ‘এই যে সবাই বলল রাজপুত্র, ওরকম আর কী…’

আরও পড়ুন: পরপর সিনেমায় ব্যর্থতা! ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা নিয়ে মুখ খুললেন আমির

২০০৯ সালের অক্টোবর মাসে সামনে এসেছিল দাদাগিরি-র পয়লা সিজন। বর্তমানে ১০ নম্বর সিজনের সম্প্রচার করছেন সৌরভ। মাঝে একটি সিজন মিঠুন চক্রবর্তী সঞ্চালনা করলেও, দাদার মতো নাম করতে পারেননি। আর এখন তো সৌরভকে ছাড়া ভাবাও যায় না দাদাগিরি। খুব জলদি, বড় পর্দাতেও আসার কথা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। যাতে মুখ্য চরিত্রে থাকতে পারেন আয়ুষ্মান খুরানা। 

বায়োস্কোপ খবর

Latest News

হাসপাতালে স্পেশাল 'বাটন', রাতে পুলিশ, কমবে বেড যন্ত্রণা, কোন ১০ নির্দেশ জারি হল? ‘‌প্রতিবাদের পূর্ণ স্বাধীনতা আমারও থাকবে’‌, নিজেকে মুক্ত বলে পোস্ট জহরের ৩১ বছর পর প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ…’, জেনে নিন দিনক্ষণ শেষ ৯ টেস্ট ইনিংসে ৩টি শতরান, ২টি অর্ধশতরান! গল টেস্টেও দুরন্ত ছন্দে উইলিয়ামসন… 'পৃথিবীর কোনও শক্তিই আর ৩৭০ ধারা ফেরাতে পারবে না', ভোট প্রচারে হুঙ্কার মোদীর আরব দেশে ঘুরে বেড়াচ্ছে জন আব্রাহামের যমজ ভাই! কে আসল, কে নকল? ভিরমি খাবেন আপনি কর্মবিরতি তুলতে পারেন জুনিয়র ডাক্তাররা! কবে কাজে ফিরবেন? অবস্থান উঠবে আগেই? ‘দেখে তো মনে হচ্ছে অপুষ্টি শিকার…’, ক্লিভেজ দেখিয়ে ছবি দিতেই ট্রোলের মুখে নুসরত অশ্বিনের প্রতিটি শট উঠে দাঁড়িয়ে উপভোগ করছেন! দর্শক আসনে বসে থাকা এই বৃদ্ধা কে? 2011 WCup-'শতরানের পর কিভাবে সেলিব্রেট করব ভাবছিলাম'!এখনও আক্ষেপ যাচ্ছে না গৌতির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.