ভারত পে-র সহ-প্রতিষ্ঠাতা ও শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারক অশনীর গ্রোভার জানালেন বিগ বস থেকে ডাক এসেছিল তাঁর কাছে। কিন্তু রাজি হননি তিনি। কারণ তাঁর মতে এসব তাঁরা করে যাঁরা আসলে ‘ব্যর্থ’! আপাতত চলছে বিগ বসে-র ১৬ নম্বর সিজন। শ্বেতা তিওয়ারি শমিতা শেট্টি, কাজলের বোন তনিশা, সাজিদ খান, সানি লিওনির মতো তারকারা। অশনির মজার ছলে জানান, তিনি একমাত্র তখনই রাজি হবেন বিগ বসে আসতে যখন তাঁদের সলমন খানের থেকেও বেশি টাকা দেওয়া হবে।
রেড এফএমের পডকাস্টে আশনিরকে প্রশ্ন করা হয় তাঁর কাছে কখনও সলমনের বিগ বসে যাওয়ার অফার এসেছিল কি না? আর তাতে এই বিজনেস টাইকুন উত্তর দেন, ‘হ্যাঁ’। এরপরই প্রশ্ন ওঠে তিনি কি কখনও ভেবেছেন বিগ বসের অফারে রাজি হওয়ার কথা? তাতে জবাব আসে, ‘কখনও না! একমাত্র অসফল ব্যক্তিরা যায় এখানে, কোনও সফল মানুষরা না। আমি কখনও ওই শো-তে যাব না। একটা সময় আমি বিগ বস দেখতাম, কিন্তু এখন বাসি হয়ে গেছে। ওরা আমার সঙ্গে কথা বলায় আমি ক্ষমা চেয়ে নিয়েছি। বলে দিয়েছি হবে না।’
আশনিরকে প্রশ্ন করা হয় কখনও কি টাকার জন্য যাবেন? তাতে তিনি জানান, ‘যতই তাকা দিক, যাব না তো যাবই না। হ্যাঁ যদি সলমনের থেকে বেশি দেয় তাহলে ভেবে দেখতে পারি।’
শার্ক ট্যাঙ্কে আসার পর থেকে পরিচিত নাম অশনির গ্রোভার। শআর্ক ট্যাঙ্কের প্রথম সিজনে তাঁকে দেখা গিয়েছিল বিচারকের আসনে। তবে দ্বিতীয় সিজনে আর থাকছেন না অশনির।