জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুনম পান্ডের। শুক্রবার সকালে এমন খবরে হইচই পড়ে যায় বি-টাউনে। ঘটনার ২৪ ঘণ্টা পর জানা যায়, ক্যানসার নিয়ে সচেতনতা প্রসারে মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছেন পুনম। পরদিন নিজেই 'বেঁচে আছি' জানিয়ে ভিডিয়ো পোস্ট করেন পুনম। আর তাঁর এমন কাণ্ডে বেজায় বিরক্ত সেলেব থেকে নেটপাড়া। বহু তারকাই বিষয়টি নিয়ে নিজেদের বিরক্তি, ক্ষোভ উগরে দিয়েছেন। এবার এই খটনায় মুখ খুললেন ইরফান খান পুত্র, অভিনেতা বাবিল খান।
ইনস্টাগ্রামে নিজেই ক্ষোভ উগরে দিয়ে লম্বা পোস্ট করেছেন বাবিল, কী লিখেছেন তিনি?
বাবিল ইনস্টাস্টোরিতে লেখেন, বিষয়টা আসলে ঠিক কী ছিল তা উনিই জানেন! তবে আমি পুনম পান্ডের মৃত্যুর খবর নিয়ে কথা বলছি। শুধু বলতে চাই, যেটা হয়েছে সেটা ঠিক নয়। আমি প্রথমে বিষয়টা পাত্তা না দেওয়ারই চেষ্টা করি। তবে এই ঘটনায় সত্যিই খুব রাগ হয়েছে। সচেতনতা ছড়িয়ে দেওয়া যেতে পারে, তবে সেটা মৃত্যুর নকল বিবৃতি দিয়ে নয়। আমি এই সমাজে বসবাসকারী একজন হিসাবে একথা বলছি।'
বাবিল আরও লেখেন, ‘এত লম্বা সময়ের গল্প হোক কিংবা স্বল্প সময়ের, এটা ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানোর সবচেয়ে খারাপ উপায় ছিল। এতে আমার মন থেকেই রাগ তৈরি হয়েছে, তাই বলছি। দয়া করে ক্যানসার সচেতনতা নিয়ে মাথা ঘামাবেন না।’
প্রসঙ্গত, ২০২০ সালে বাবিলের বাবা অভিনেতা ইরফান খানও নিউরোএন্ডোক্রাইন ক্যানসার ও কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তাই ক্যানসার নিয়ে এধরনের মজা বাবিল কে আঘাত করতে, সেটা হয়ত খুব স্বাভাবিক।
পুনম পান্ডে 'মৃত্যু' বিতর্ক
শুক্রবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শনিবার, ৩ জানুয়ারি সকালে নিজেই ভিডিয়ো পোস্ট করেন পুনম। জানান তিনি মারা যাননি। বহাল তবিয়তে সুস্থই আছেন। নিজে স্বজ্ঞানে, ইচ্ছাকৃত ভাবে নিজের মৃত্যুর খবর রটিয়েছিলেন তাও সেটা নাকি ক্যানসার নিয়ে বার্তা দিতে!
পুনম বলেন, 'আমি বেঁচে আছি। আমি জরায়ুর ক্যানসারে মারা যাইনি। কিন্তু আমি না মারা গেলেও বহু মহিলা এই রোগে মারা যান অথচ কারও মধ্যে কোনও সচেতনতা নেই এই রোগটি নিয়ে।'
এদিকে মৃত্যু নিয়ে এধরনের মজা এক্কেবারেই ভালোভাবে নেননি বলিপাড়ার অনেকেই। ডিজাইনার সৈশা শিন্ডে থেকে পরিচালক রাম গোপাল বর্মা, কুশা কপিলা, বিবেক অগ্নিহোত্রী, গায়ক রাহুল বৈদ্য, সোনাল চৌহান, অ্যালি গোনি সহ অনেকেই বিষয়টা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের অনেকেরই বক্তব্য, ‘কলিযুগে সবই সম্ভব!’ কেউ লিখেছেন, ‘জাস্ট অসহ্য!’ পুনম পান্ডের এধরনের কাণ্ডে ছিঃ ছিঃ করছে নেটপাড়া।