Sovan-Baisakhi-Mamata: ‘মমতার থেকেও এগিয়ে আছে আরেকজন, সেটা বৈশাখী…’, শোভন-বান্ধবীর কথায় হইচই
Updated: 19 Jul 2023, 02:21 PM ISTমমতার সব সময়ের সঙ্গী ছিলেন একসময় ‘কানন’ শোভন। তবে বৈশাখী আসার পর দূরত্ব বাড়তে বাড়তে বিশাল আকার ধারণ করে। সম্প্রতি তা নিয়ে মুখ খুললেন বৈশাখী।
একসময় কানন বলতে অজ্ঞান ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক ঘনিষ্ঠ হিসেবে ধরা হত শোভন চট্টোপাধ্যায়কেই। তবে সেই সুসম্পর্ক ভেঙে যায় শোভনবাবুর সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের পর। স্ত্রী রত্নার সঙ্গে বিচ্ছেদ, বৈশাখীর সঙ্গে শোভনের ঘনিষ্ঠতা নাকি মেনে নিতে পারেননি মমতা। দুজনের তিক্ততা এমন জায়গায় পৌঁছয় যে আবাসন ও দমকলমন্ত্রীর পদ থেকে ২০১৮ সালে পদত্যাগ দিয়ে বেরিয়ে আসেন শোভন।
পরবর্তী ফটো গ্যালারি