বাংলা নিউজ > বায়োস্কোপ > Sovan-Baishakhi: ‘আমার মেয়ের ক্ষতি করো না…’, শোভনকে মিনতি বৈশাখীর! শুনতে হয়েছিল, ‘জামার মতো মেয়ে বদলায়’

Sovan-Baishakhi: ‘আমার মেয়ের ক্ষতি করো না…’, শোভনকে মিনতি বৈশাখীর! শুনতে হয়েছিল, ‘জামার মতো মেয়ে বদলায়’

কীভাবে শোভনের সঙ্গে প্রেমটা হয়েছিল বৈশাখীর? (ছবি-ফেসবুক)

একটা সময় এমন এসেছিল, শোভনের নামটা শুনলেও রেগে যেতেন বৈশাখী। তাহলে কীভাবে ভালোবেসে ফেললেন একে-অপরকে?

সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়। একসময় কম কাদা ছোঁড়াছুঁড়ি হয়নি এই সম্পর্ককে ঘিরে। সেই জলঘোলা পৌঁছে গিয়েছিল রাজনৈতিক স্তরেও। এমনকী তাতে হস্তক্ষেপ করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও বৈশাখী আর শোভনের প্রথম আলাপটা কিন্তু শুরু হয়েছিল ‘ঘৃণা’ থেকেই। একটা সময় এমন এসেছিল, জনে-জনে শোভনের নামে নিন্দে করে বেড়াতেন। শোভনের নামটা শুনলেও রেগে যেতেন। 

মমতার এক সময়ের কাছের মানুষ কানন। যদিও বর্তমানে দুজনের মধ্যে বেড়েছে অনেক দূরত্ব। প্রাক্তন মেয়র-মন্ত্রী রাজনীতির জগত থেকে নিজেকে অনেকটাই সরিয়ে এনেছেন। মাঝে বৈশাখীর হাত ধরে গিয়েছিলেন বিজেপিতেও। সম্প্রতি আজ তক বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শোভনের সঙ্গে তাঁর সম্পর্কের শুরুর দিক নিয়ে স্মৃতিচারণ করতে দেখা গেল বৈশাখীকে। 

মিল্লি আল আমিন মিশন কলেজে থাকাকালীনই প্রথম শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয় বলে জানান বৈশাখী। কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তৃণমূলের তৎকালীন নেতা। যদিও তার আগে বাবার কাছে ছাত্রনেতা হিসেবে শোভনের নাম শুনেছিলেন, কিন্তু পরিচিতি ছিল না। কলেজে থাকাকালীন নানা ওঠাপড়ার মুখে পড়তে হয়েছিল বৈশাখীকে। সুলতান আহমেদের সঙ্গে ঝামেলার সূত্রপাতে সেই সময় কলেজ থেকে সাসপেন্ডও করা হয়েছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় তাঁর মনে সুলতানই নাকি ঢুকিয়ে দিয়েছিল এর পিছনে হাত আছে শোভনেরও। যাকে ভরসা করে তিনি গিয়েছিলেন সাহায্য চাইতে। 

ব্যস আর কী, সুলতানের মতো শোভনকেও অপছন্দ করতে শুরু করেন বৈশাখী। বরাবরই ‘স্পষ্টবক্তা’ হিসেবে পরিচিত তিনি শুধু কাছের মানুষদের কাছে নয়, মিডিয়ায়, তৃণমূলের অন্যান্য নেতাদের কাছে গিয়েও শোভনের নামে সমালোচনা করতেন। 

এরপর একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন অসুস্থ তখন সৌজন্য সাক্ষাৎকারে বেলভিউ যান বৈশাখী। সেই সময় ফের মুখোমুখি হন শোভনের। চা খেতে খেতে শোভন সরাসরি বৈশাখীকে প্রশ্নও করেন, তাঁর বলা নানা কথা নিয়ে। যাতে আরও রেগে যান বৈশাখী। ওখান থেকে উঠে চলে এসে ফের তৃণমূলের নেতাদের ফোন করে ফের নিন্দে করেন। 

যাই হোক, বৈশাখী ঘনিষ্ঠ অনেকেই নাকি সেইসময় পরামর্শ দিয়েছিলেন শোভনের সঙ্গে সব মিটমাট করে নিতে। ‘ছোট মেয়ে আছে’, তৃণমূলের এত হেভি ওয়েট নেতার সঙ্গে খারাপ সম্পর্ক না করতে পরামর্শ দেন অনেকে। আর তখনই শোভনের অফিসে যান। বৈশাখী জানান, গিয়ে তিনি নাকি শোভনকে অনুরোধও করেছিলেন, ‘আমার মেয়েটার কোনও ক্ষতি করবেন না প্লিজ আমার উপর রাগ থেকে’। যা শুনে হেসে ফেলেছিলেন শোভন। বুঝিয়েছিলেন, তাঁর নিজেরও মেয়ে আছে। অন্য কারও সন্তানের ক্ষতি করার প্রশ্নই আসে না। এরপর ধীরে ধীরে কথা বাড়তে থাকে বলে জানান বৈশাখী এই সাক্ষাৎকারে। দুজনে একে-অপরের কাছাকাছি আসেন, ভালোবাসা হওয়ার আগেই হয় বন্ধুত্ব। দুজনেই পরিবারের ঝড় একে-অপরের সঙ্গে ভাগ করে নিতে গিয়ে ভালোবেসে ফেলেন। 

বৈশাখী আরও জানান, তিনি যখন প্রাক্তন স্বামী মনোজিতের ঘর ছাড়ছিলেন তখন তাঁকে কটাক্ষ করে বলা হয়েছিল, ‘তুই শোভনের জন্য ঘর ছাড়ছ, জামার মতো মেয়ে বদলায় এই লোকটা। তার জন্য সংসার ছাড়ছিস?’। বৈশাখী জানান, সেকথা শুনে প্রাথমিকভাবে ঘাবড়েও গিয়েছিলেন। বারবার মনে আসছিল, কোনও ভুল করছেন না তো। যদিও পরে একসঙ্গে এত বছর থেকে জোর গলায় জানান, টু টাইমিংয়ের প্রশ্নই আসছে না। তিনি চোখ বন্ধ করে ভরসা করেন। নিজেদের ছোট, বড়, খারাপ-ভালো সব কথা একে-অপরকে বলেন। আর এটাই তাঁদের সম্পর্কের ভিত এত মজবুত করেছে। 

 

বায়োস্কোপ খবর

Latest News

তৈরি আরও ৪ স্টেশন, কলকাতার আরও এক গুরুত্বপূর্ণ রুটে শুরু মেট্রোর ট্রায়াল রান আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোরের তালিকা রাজসাক্ষী হতে চান শাহজাহানের ভাই আলমগির, তাঁর দেওয়া তথ্যেই উদ্ধার বিপুল অস্ত্র সুরাটে প্রার্থী বিভ্রাট নিয়ে কড়া কংগ্রেস, নীলেশকে ছয় বছরের জন্য সাসপেন্ড তীব্র গরমের মধ্যে জয়েন্ট, পরীক্ষাকেন্দ্রে ORS, জল রাখার নির্দেশ বোর্ডের ভোট দিলেই উপহার বিয়ার,দোসা-লাড্ডু-জুস, ফ্রিতে রাইড, তাও এল না অর্ধেক বেঙ্গালুরু ভোটপর্বের মাঝে রক্তাক্ত মণিপুর, জঙ্গি হামলায় শহিদ ২ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বাবা-মার বিচ্ছেদ কীভাবে সামলায় ১২ বছরের মীরা? বরখাকে নিয়ে জবাব ইন্দ্রনীলের ৫৪ বিমানের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ HC-র, চিরতরে বসে গেল ভারতের উড়ান সংস্থা রোহিঙ্গাদের জেলা পরিষদের টাকায় পুষেছে শাহজাহান, ছড়িয়ে দিয়েছে গোটা দেশে: দিলীপ

Latest IPL News

কিং খানের সামনেই গড়লেন ইতিহাস,তার পর কপি করলেন শাহরুখের পোজ,ইডেনের বাদশা শশাঙ্ক জনপ্রিয়তার শিখরে আইপিএল, প্রতি সপ্তাহেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউয়ারশিপ IPL-এর ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বাধিক রান,SRH-RCB ম্যাচের পরেই থাকল KKR-PBKS ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.