প্রতিবছরই বর্ষায় মহারাষ্ট্রের মুম্বই, পুণে, থানে, নাসিক সহ বিভিন্ন শহরগুলিকে খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে হয়। ইতিমধ্যেই মুম্বইতে প্রবল বর্ষা শুরু হয়েছে। আর প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার থানেতে প্রয়াত অভিনেত্রী নূতনের বাংলার একটি অংশ ধসে পড়েছে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিপর্যয় ব্যবস্থাপনা সেলের প্রধান ইয়াসিন তাদভি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যে ৬.১৫ নাগাদ এই ঘটনা ঘটে। ভারী বৃষ্টির কারণে ঘটে যাওয়া ঘটনায় কেউ আহত হননি। তিনি জানান, মুম্বরার একটি পাহাড়ে এলাকায় রয়েছে প্রয়াত অভিনেত্রী নূতনের ওই বাংলো। বাংলোটি বর্তমানে খালিই ছিল। ঘটনার পর দমকল কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয় এবং ইতিমধ্যেই ধ্বংসাবশেষ পরিষ্কার করা হয়েছে। এবং আশেপাশের এলাকার মানুষজনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত ১৯৩৬ সালে জন্ম গ্রহণ করেন বলিউড অভিনেত্রী নূতন। বিশিষ্ট পরিচালক ও কবি কুমারসেন সমর্থ এবং তার অভিনেত্রী পত্নী শোভনা সমর্থের ৪ সন্তানের একজন হলেন নূতন, অভিনেত্রী তনুজা তাঁর নিজের ছোটবোন হন। ১৯৩৬ সালে 'হামারি বেটি' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন অভিনেত্রী। তিনি তাঁর ৪০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে ৭০টিরও বেশি হিন্দি ছবিতে কাজ করেন। ১৯৯১1 সালে স্তন ক্যান্সারে মারা যান নূতন। তাঁর ছেলে মোহনীশ বাহল পেশায় একজন অভিনেতা।
এদিকে গত শনিবার থেকেই মুম্বাই, থানে এবং মহারাষ্ট্রের বিভিন্ন অংশে শনিবার থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছে। মঙ্গলবার শুধু নূতনের বাংলোই নয় থানের শহরের আরও একটি এলাকায় বারান্দা ভেঙে পড়ে আরও এক ব্যক্তি আহত হন। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফে থানে, নাসিক পুনে সহ একাধিক শহরে কমলা সতর্কতা এবং মুম্বই ও সিন্ধুদুর্গের জন্য একটি হলুদ সতর্কতা জারি করেছে।