বালিকা বধূ খ্যাত অভিনেত্রী নেহা মারদা মা হলেন। ৭ এপ্রিল তাঁর প্রথম সন্তান জন্ম নেয়। কলকাতাতেই ভূমিষ্ঠ হয় তাঁর এবং আয়ুষ্মান আগরওয়ালের কন্যা। অভিনেত্রীর গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে কিছু জটিলতা দেখা দিলে তাঁকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে আর কোনও বিপদ হয়নি। বরং নির্বিঘ্নে সবটা মিটে যায় এবং তাঁদের কোল আলো করে আসে এই এক রত্তি।
২০২২ এর নভেম্বর মাসে এই অভিনেত্রী তাঁর মা হতে চলার খবর প্রকাশ্যে আনেন। সেখানে তিনি লেখেন, 'এটা একটা দারুণ অনুভূতি যা আমি ভাষায় বোঝাতে পারব না। আমরা কখনই তোমার জন্য ডেসপারেট ছিলাম না। কিন্তু আজ মনে হচ্ছে তোমার প্রয়োজন ছিল। তুমি আমাদের প্রায়োরিটি। তুমিই আমাদের জীবন, ভালোবাসা, পৃথিবী। ধন্যবাদ আমাদের পূর্ণতা দেওয়ার জন্য।'
মেয়ে হওয়ার পর টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে নেহা বলেন, 'আমি প্রেগন্যান্ট হওয়ার পর থেকেই আমার রক্তচাপ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। আর সেটা পঞ্চম মাস থেকে আরও অনেক বেশি বেড়ে যায়। আমাদের চিকিৎসক আগে থেকেই এই কম্প্লিকেশনের বিষয়ে সচেতন করে দিয়েছিলেন। ঈশ্বরের আশীর্বাদে সব ঠিক আছে, ভালোভাবে মিটেছে। আমি খুশি যে এই ফেজটা কেটে গেল, এবং আমাদের কাছে আমাদের মেয়ে এল। আমরা দুজনেই ভালো আছি।'
নেহা জানিয়েছেন এক মাস শেষ হওয়ার আগেই তাঁরা বাড়ি ফিরে যেতে পারবেন। তিনি বলেন, 'আমায় হয়তো এই সপ্তাহের শেষেই ছুটি দিয়ে দেওয়া হবে। মেয়েকে পনেরদিন রেখে তারপর ছাড়বে। আমি এখনও আমার সন্তানকে সেভাবে কোলে পাইনি। ওকে NICU -তে নিয়ে যাওয়ার আগে কিছুক্ষণ ছিল। আসলে প্রিম্যাচিওর বেবি তো।'
২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ী আয়ুষ্মান আগরওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নেহা। তাঁকে শেষবার কিউ রিশতো মে কাট্টি বাট্টি ধারাবাহিকে দেখা গিয়েছিল।