কিছুদিন আগেই ছেলে রাজ্যর ১০ মাসের জন্মদিন পালন করেছেন পরীমনি। সেদিন সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শরিফুল রাজ। পরীমনির ছেলের বয়স এবার ১১ মাস হতে চলেছে। রাজ্যের জন্মের পর ১৮ জুন, আজ রবিবারই ছিল প্রথম বাবা দিবস। তবে এই দিন বাবাকে কাছে পায়নি 'পরী'র ছেলে ছোট্ট রাজ্য।
রবিবার খুব ভোরে ব্যক্তিগত ফেসবুকের পাতায় লম্বা একটা পোস্ট করেন পরীমনি। তাতে স্বামী শরিফুল রাজের নাম না করে ফের একবার তাঁকে আক্রমণ করেন অভিনেত্রী। 'পরী'তাঁর পোস্টে শরিফুল রাজের নাম না নিলেও তাঁর কথাতেই বেশ বোঝা যায়, পিতৃদিবসে ঠিক কাকে উদ্দেশ্য করে তিনি এই পোস্ট করেছেন।
ঠিক কী লিখেছেন পরীমনি?
‘এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোন স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোন মেমোরিজই থাকবে না!অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের সাথে আছে! লুজার। মা বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা ছেলের গলা ধইরা।’
আরও পড়ুন-'কখনও কোনও লবিতে ছিলাম না, তাই যৌন হেনস্থার ঘটনাতেও কাউকে পাশে পাইনি', ফের সরব স্বস্তিকা
আরও পড়ুন-'ইউভানের ভাই-বোন হোক', চান রাজ-শুভশ্রী, বাবা দিবসে ফাঁস হল আরও অনেক কথা…
আরও পড়ুন-‘সন্তানের মাকে সম্মান করি’, রাজের এমন কথাতেই কি বরফ গলল! রাগ ভাঙল পরীমনির?
আরও পড়ুন-‘সেলিব্রেশন শেষ, রাজ চলে গেল রাজের মতো…’, মিলন নয়, বিচ্ছেদের পথেই হাঁটছেন পরীমনি!
প্রসঙ্গত, পরীমনির যেমন বাবা-মায়ের সম্পর্কে কিছু জানা যায় না। জন্মের পর থেকে তিনি নানা শামসুল হকের কাছেই বড় হয়েছেন বলে জানা যায়। তেমনই শোনা যায় 'পরী'র স্বামী শরিফুল রাজেরও নাকি বাবা মা নেই। আর সেকারণই হয়তবা স্বামীর উদ্দেশ্যে এমন কথা পোস্ট করেছেন অভিনেত্রী। প্রসঙ্গেত, ২০২১-এর ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। ২০২২-এর ১০ জানুয়ারি সে কথা প্রকাশ্যে আনেন তাঁরা। একই সঙ্গে জানান সন্তানের বাবা-মা হওয়ার কথা। এরপর ২২ জানুয়ারি ফের পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন রাজ-পরীমনি। ১০ অগস্ট পুত্র সন্তানের জন্ম দেন পরীমনি। নাম রাখেন শাহিম মুহম্মদ রাজ্য।