অসুস্থ অভিনেত্রী ভূমি পেডনেকর। ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। গত ৮ দিন যাবত বিছানা থেকে মাথা তুলতে পারেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের ছবি শেয়ার করেছেন এবং সমস্ত ভক্তদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন যে তিনি আগের চেয়ে সুস্থ বোধ করছেন।
হাসপাতালের বিছানায় শুয়ে একাধিক সেলফি শেয়ার করেছেন ভূমি। জানিয়েছেন, ‘একটি ডেঙ্গি মশা আমাকে টানা ৮ দিন ধরে অত্যাচার করেছে। কিন্তু আজ ঘুম থেকে উঠে একটু ভালো লাগলো। তাই সেলফি তোলার কথা ভাবলাম'। আরও পড়ুন: ‘শামিকে বিয়ে করতে চাই!’ বিশ্বকাপ জ্বর মিটলেও প্রেমজ্বরে কাবু অভিনেত্রী পায়েল
তিনি আরও লেখেন, 'বন্ধুরা সাবধানে থাকবেন, কারণ গত কয়েকদিন আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কঠিন ছিল। মশা তাড়ানো এই মুহূর্তে আবশ্যক। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখুন। উচ্চ দূষণের মাত্রায় আমাদের বেশিরভাগেরই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। আমার পরিচিত বেশ কয়েকজন লোক সম্প্রতি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাস পরিস্থিতি আরও খারাপ করেছে। আমার যত্ন নেওয়ার জন্য ডাক্তারদের ধন্যবাদ’।
অজয় বাহল পরিচালিত ক্রাইম ঘরানার ছবি ‘দ্য লেডিকিলার’-এ পর্দায় দেখা গিয়েছে ভূমিকে। ‘দ্য লেডিকিলার’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন অর্জুন কাপুর এবং ভূমি। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, দর্শকের কাছাকাছি পৌঁছতে ভিন্ন স্বাদের চরিত্র বেছে নিচ্ছেন ভূমি। চলতি বছরের অক্টোবর মাসে মুক্তি পায় ভূমির ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। শেষবার বড় পর্দায় এই ছবিতে দেখা গিয়েছে ভূমিকে।