সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল দেবী চৌধুরানী ছবিটির র্যাপআপ পার্টি। সেখানেই হাজির ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় বিবৃতি চট্টোপাধ্যায় এবং দর্শনা বণিককেও। সেই পার্টিতেই বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন বিবৃতি।
বিয়ে নিয়ে কী জানালেন বিবৃতি চট্টোপাধ্যায়?
দেবী চৌধুরানী ছবির র্যাপআপ পার্টিতে আনন্দবাজার অনলাইনের তরফে নববিবাহিতা দর্শনা বণিককে জিজ্ঞেস করা হয় তিনি যদি বিয়ে নিয়ে বিবৃতিকে বিশেষ কিছু টিপস দিতে চান তাহলে সেটা কী হবে? এই প্রশ্নের জবাব দর্শনা দেওয়ার আগেই বিবৃতি দিয়ে দেন। তিনি বলেন, 'আমার মনে হয় না ওর কারওকে পরামর্শ দেওয়ার দরকার। যদি কখনও দরকার পড়ে আমি ওর থেকে নিশ্চয় পরামর্শ নেব। কিন্তু এখন আমার বিয়ে করার কোনও ইচ্ছে নেই। তাই ওই বিষয়ে কোনও পরামর্শ লাগবে না ধন্যবাদ।' এরপর এই একই সাক্ষাৎকারে দর্শনাকে বলতে শোনা যায়, 'বিয়ের পর আমি খুবই ভালো আছি। এই প্রথম কোনও পুরুষের সঙ্গে আমি একসঙ্গে এক ঘরে থাকছি।'
আরও পড়ুন: 'যাঁরা জ্ঞান দিচ্ছিলেন...' নেতাজিই প্রথম প্রধানমন্ত্রী, দাবিতে অনড় কঙ্গনা এবার স্বপক্ষে দিলেন কোন ‘প্রমাণ’?
আরও পড়ুন: ইদের আগে শেষ জুম্মার ইফতারে তৃণমূলের তারকা প্রার্থীর ভিড়! কী কী খেলেন দেব - রচনারা?
প্রসঙ্গত কানাঘুষোয় শোনা যাচ্ছে বিবৃতি চট্টোপাধ্যায় এবং তথাগত মুখোপাধ্যায় নাকি চুপিচুপি প্রেম করছেন। কিন্তু এই বিষয়ে তাঁরা প্রকাশ্যে কেউই কিছু বলেননি। অন্যদিকে সম্প্রতি দেবলীনা দত্ত জানিয়েছেন তথাগতর কোনও প্রেমিকা নেই।
দেবী চৌধুরানী প্রসঙ্গে
দেবী চৌধুরানী ছবিটি বাংলার সব থেকে বড় বিগ বাজেট ছবি। এটা গোটা ভারত জুড়ে একাধিক ভাষায় মুক্তি পাবে। বাংলা, হিন্দি ছাড়াও ইংরেজি, মালায়লি, তামিল, কন্নড়, ইত্যাদি ভাষায় মুক্তি পাবে। এখানে নাম ভূমিকায় থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভবানী পাঠক হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে আছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, প্রমুখ। শুভ্রজিৎ মিত্র এই ছবিটির পরিচালনা করেছেন। এই ছবিটি পুজোর সময় মুক্তি পাবে বলেই জানা গিয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।